বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান
অনেকটা পথ পেরিয়ে এল শিরোনামহীন। ১৯৯৬ সালে শহর ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু, তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। এ বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করল ২৫ বছর। সিলভার জুবিলী উপলক্ষে বছরব্যাপী থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবচেয়ে বড় চমক ‘দ্য অনলি হেডলাইনার’ নামের কনসার্ট। যেখানে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’। জানা গেছে, ব্র্যান্ডমিথের আয়োজনে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। বেজবাবা সুমন, বাপ্পা মজুমদার, রাফা, তূর্য, পলাশসহ অনেকেই কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টে।
শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য আগে হয়নি।’
ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, ‘এ আয়োজনের জন্য গত ছয় মাস অনেক পরিশ্রম করেছি আমরা। আমার বিশ্বাস, ওই কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’
শিরোনামহীনের ২৫ বছর পূর্তির কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজিয়ালাইজেশন হবে অন্য মাত্রার। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫৯৯ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১৪৯৯ টাকায়।
কিছুদিন আগে গান গাইতে প্রথমবারের মতো ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড শিরোনামহীন। সে অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘প্যারিসে আমরা গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে। সেখানে আমরা দুটি লাইভ পারফর্ম করার সুযোগ পেয়েছি। জয় বাংলা নামের একটি কনসার্টেও গেয়েছি। ফ্রান্স আর্টিস্টদের জায়গা। ওখানে আমরা রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির সাথে একটা কোলাবোরেট করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল।’
নতুন অ্যালবাম
‘পারফিউম’ নামে ষষ্ঠ অ্যালবাম প্রস্তুত করছে শিরোনামহীন। এরই মধ্যে শেষ হয়েছে অ্যালবামের একই শিরোনামের গানটির সংগীতচিত্রের শুটিং। ‘পারফিউম’ নামের গানটি ২৫ বছর পূর্তি কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া জানিয়েছেন, নতুন অ্যালবামে গান থাকবে ৮টি।
জানা অজানা
জনপ্রিয় ১০ গান
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে