বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের রচনা, নির্দেশনা ও অভিনয়ে বাগেরহাটে ‘অভিশপ্ত আগস্ট’ নামের একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটকটির ৫৯ তম মঞ্চায়ন করা হয়।
নাটকটি দেখতে ফাউন্ডেশন মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। পুলিশ সদস্যরা অভিনয়ের মাধ্যমে ১৫ আগস্টের কালো রাতের করুণ কাহিনি ফুটিয়ে তুলেছেন। নিখুঁত অভিনয়ে অনেক দর্শকই চোখের পানি ধরে রাখতে পারেননি। সাধারণ দর্শকদের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ রাজনৈতিক নেতারা নাটকটি উপভোগ করেন।
ঘটনাপ্রবাহে দেখা মেলে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির কর্মব্যস্ততার চিত্র। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। সেই সূত্র ধরে উঠে এসেছে কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের চরিত্র। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষের সাধারণ জীবনযাপনের চিত্র।
বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই ৭৫ সালের ১৫ আগস্টের কাকডাকা ভোরের নৃশংসতার ঘটনা নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যে হৃদয়বিদারক ঘটনা মঞ্চস্থ করেছেন তা মন ছুঁয়ে গেছে। তাঁরা চমৎকারভাবে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন।
পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। ৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহতা তাঁরা জানে না। অনেকে বই পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।
নাটকটির পরিকল্পনা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমানের নির্দেশনায় এই নাটকে ৩০ জন পুলিশ সদস্য অভিনয় করেছেন।
বাংলাদেশ পুলিশের রচনা, নির্দেশনা ও অভিনয়ে বাগেরহাটে ‘অভিশপ্ত আগস্ট’ নামের একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটকটির ৫৯ তম মঞ্চায়ন করা হয়।
নাটকটি দেখতে ফাউন্ডেশন মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। পুলিশ সদস্যরা অভিনয়ের মাধ্যমে ১৫ আগস্টের কালো রাতের করুণ কাহিনি ফুটিয়ে তুলেছেন। নিখুঁত অভিনয়ে অনেক দর্শকই চোখের পানি ধরে রাখতে পারেননি। সাধারণ দর্শকদের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ রাজনৈতিক নেতারা নাটকটি উপভোগ করেন।
ঘটনাপ্রবাহে দেখা মেলে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির কর্মব্যস্ততার চিত্র। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। সেই সূত্র ধরে উঠে এসেছে কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের চরিত্র। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষের সাধারণ জীবনযাপনের চিত্র।
বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই ৭৫ সালের ১৫ আগস্টের কাকডাকা ভোরের নৃশংসতার ঘটনা নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যে হৃদয়বিদারক ঘটনা মঞ্চস্থ করেছেন তা মন ছুঁয়ে গেছে। তাঁরা চমৎকারভাবে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন।
পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। ৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহতা তাঁরা জানে না। অনেকে বই পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।
নাটকটির পরিকল্পনা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমানের নির্দেশনায় এই নাটকে ৩০ জন পুলিশ সদস্য অভিনয় করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে