বিনোদন ডেস্ক
আজ বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হবে কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনাসার্টে এক যুগ পর ঢাকায় গাইবে পাকিস্তানের ব্যান্ড জাল। নিজেদের প্রথম অ্যালবামের ২০ বছর উদ্যাপন করবে এখানে। তাদের সঙ্গে পারফর্ম করবে দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাল ব্যান্ডের প্রধান গহর মমতাজ।
বাংলাদেশে অভিজ্ঞতা
এক যুগ পর বাংলাদেশে গান শোনাবে ব্যান্ড জাল। বাংলাদেশের দর্শকের সামনে পারফর্ম করতে মুখিয়ে আছেন জাল ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল গহর মমতাজ। তিনি বলেন, ‘এর আগে যখন বাংলাদেশে এসেছি, দর্শকেরা আমাদের মুগ্ধ করেছে। সে সময় আয়োজকদের অনুরোধ করেছিলাম আমাকে বাংলা কথা শেখানোর জন্য। তাঁর আমাকে শিখিয়েছিল, “আমি তোমাকে ভালোবাসি”। স্টেজে উঠে অবাক হয়ে গেলাম। দেখলাম দর্শক আমাদের সব গান জানে। আমাদের সঙ্গে “লামহে”, “আদাত”, “পানছি” গানগুলো গাইছিল তারা। এবারও এমনটা আঁচ করতে পারছি। দুই মাস আগে যখন বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তখন থেকেই বুঝতে পারছি তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের দারুণ একটি সময় উপহার দিতে চাই। এই কনসার্ট জালের আগের সব কনসার্টের চেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে।’
আতিফকে মিস করে না জাল
জাল ব্যান্ডের প্রসঙ্গ এলেই আসে আতিফ আসলামের কথা। আতিফকে এখনো জাল মিস করে কি না—জানতে চাইলে গহর বলেন, ‘ব্যান্ড জাল আতিফকে মিস করে না। তবে বন্ধু হিসেবে তাকে মিস করি। যদিও প্রায়ই আমাদের দেখা হয়। এখনো মিউজিক নিয়ে কথা হয়। আমরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একসঙ্গে মিউজিক্যাল জার্নি শুরু করেছিলাম। আমার প্রথম কম্পোজ করা গান “আদাত” নিয়ে আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। সে সময় আতিফ আমাকে সাহস জুগিয়েছে।’ আতিফের জাল ছাড়া প্রসঙ্গে গহর বলেন, ‘এই ঘটনার ২০ বছর হয়ে গেছে। সে সলো ক্যারিয়ার গড়তে চেয়েছিল, তাই চলে গেছে। আমি ব্যান্ড নিয়েই এগিয়ে যেতে চেয়েছি। তাই ব্যান্ড নিয়েই থেকে গেছি।’
কেন নেই নতুন অ্যালবাম
২০১৩ সালে প্রকাশ পেয়েছিল জালের অ্যালবাম ‘পিয়াস’। এরপর নেই কোনো নতুন অ্যালবাম। গহর বলেন, ‘২০১৩-১৪ সাল পর্যন্ত অ্যালবামের একটা কালচার ছিল। সবাই অ্যালবাম কিনে গান শুনতে পছন্দ করত। এরপর অ্যালবামের আকর্ষণটা হারিয়ে যেতে শুরু করে। অ্যালবামের জায়গা দখল করে নেয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। সেখানে সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করা হয়। আমরাও সেই পথে এগিয়েছি। পিয়াস অ্যালবামের পর কমপক্ষে জালের ১৫ থকে ১৬টি গান প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু প্রায় দেড়টা অ্যালবামের সমান। কিন্তু বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে অ্যালবামের ভালোবাসাটা এখনো রয়েছে। তাই এখানে অ্যালবামের প্রশ্নটা শুনতে হয়।’
নতুন অ্যালবামের ঘোষণা
ঢাকায় এসে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন গহর। জানালেন, এ বছরের শেষ নাগাদ প্রকাশ পাবে জালের চতুর্থ অ্যালবাম ‘বারিশ’। গহর বলেন, ‘আদাতের ২০ বছর পূর্তি উপলক্ষে ১০ বছর পর আসছে নতুন অ্যালবাম বারিশ। আগামী নভেম্বরে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পাবে। এখানেই প্রথম এ খবর জানালাম। পরেরবার যখন বাংলাদেশে আসব, তখন সবাইকে নিয়ে বারিশ গাইব।’
ব্যান্ডের নাম কেন জাল
ব্যান্ডের নাম কেন জাল, জানতে চাইলে গহর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন ব্যান্ড তৈরির সিদ্ধান্ত নিই, তখন চিন্তা করেছিলাম মিউজিক আমাদের অবস্থান তৈরি করবে। জাল শব্দের অর্থ পানি। পানি যেখানেই যায় নিজের মতো করে গন্তব্য তৈরি করে নেয়। ব্যান্ড তৈরির কয়েক বছর পর দেখি পানি আমাদের তাড়া করে বেড়াচ্ছে। পুনে, শারজাসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টির জন্য পারফর্ম করতে পারিনি। এখানেও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আমাদের দলের নাম পরিবর্তন করা দরকার (হাসতে হাসতে)। আশা করছি কাল (আজ) সব ঠিকঠাক হবে।’
আজ বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হবে কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনাসার্টে এক যুগ পর ঢাকায় গাইবে পাকিস্তানের ব্যান্ড জাল। নিজেদের প্রথম অ্যালবামের ২০ বছর উদ্যাপন করবে এখানে। তাদের সঙ্গে পারফর্ম করবে দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাল ব্যান্ডের প্রধান গহর মমতাজ।
বাংলাদেশে অভিজ্ঞতা
এক যুগ পর বাংলাদেশে গান শোনাবে ব্যান্ড জাল। বাংলাদেশের দর্শকের সামনে পারফর্ম করতে মুখিয়ে আছেন জাল ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল গহর মমতাজ। তিনি বলেন, ‘এর আগে যখন বাংলাদেশে এসেছি, দর্শকেরা আমাদের মুগ্ধ করেছে। সে সময় আয়োজকদের অনুরোধ করেছিলাম আমাকে বাংলা কথা শেখানোর জন্য। তাঁর আমাকে শিখিয়েছিল, “আমি তোমাকে ভালোবাসি”। স্টেজে উঠে অবাক হয়ে গেলাম। দেখলাম দর্শক আমাদের সব গান জানে। আমাদের সঙ্গে “লামহে”, “আদাত”, “পানছি” গানগুলো গাইছিল তারা। এবারও এমনটা আঁচ করতে পারছি। দুই মাস আগে যখন বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তখন থেকেই বুঝতে পারছি তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের দারুণ একটি সময় উপহার দিতে চাই। এই কনসার্ট জালের আগের সব কনসার্টের চেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে।’
আতিফকে মিস করে না জাল
জাল ব্যান্ডের প্রসঙ্গ এলেই আসে আতিফ আসলামের কথা। আতিফকে এখনো জাল মিস করে কি না—জানতে চাইলে গহর বলেন, ‘ব্যান্ড জাল আতিফকে মিস করে না। তবে বন্ধু হিসেবে তাকে মিস করি। যদিও প্রায়ই আমাদের দেখা হয়। এখনো মিউজিক নিয়ে কথা হয়। আমরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একসঙ্গে মিউজিক্যাল জার্নি শুরু করেছিলাম। আমার প্রথম কম্পোজ করা গান “আদাত” নিয়ে আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। সে সময় আতিফ আমাকে সাহস জুগিয়েছে।’ আতিফের জাল ছাড়া প্রসঙ্গে গহর বলেন, ‘এই ঘটনার ২০ বছর হয়ে গেছে। সে সলো ক্যারিয়ার গড়তে চেয়েছিল, তাই চলে গেছে। আমি ব্যান্ড নিয়েই এগিয়ে যেতে চেয়েছি। তাই ব্যান্ড নিয়েই থেকে গেছি।’
কেন নেই নতুন অ্যালবাম
২০১৩ সালে প্রকাশ পেয়েছিল জালের অ্যালবাম ‘পিয়াস’। এরপর নেই কোনো নতুন অ্যালবাম। গহর বলেন, ‘২০১৩-১৪ সাল পর্যন্ত অ্যালবামের একটা কালচার ছিল। সবাই অ্যালবাম কিনে গান শুনতে পছন্দ করত। এরপর অ্যালবামের আকর্ষণটা হারিয়ে যেতে শুরু করে। অ্যালবামের জায়গা দখল করে নেয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। সেখানে সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করা হয়। আমরাও সেই পথে এগিয়েছি। পিয়াস অ্যালবামের পর কমপক্ষে জালের ১৫ থকে ১৬টি গান প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু প্রায় দেড়টা অ্যালবামের সমান। কিন্তু বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে অ্যালবামের ভালোবাসাটা এখনো রয়েছে। তাই এখানে অ্যালবামের প্রশ্নটা শুনতে হয়।’
নতুন অ্যালবামের ঘোষণা
ঢাকায় এসে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন গহর। জানালেন, এ বছরের শেষ নাগাদ প্রকাশ পাবে জালের চতুর্থ অ্যালবাম ‘বারিশ’। গহর বলেন, ‘আদাতের ২০ বছর পূর্তি উপলক্ষে ১০ বছর পর আসছে নতুন অ্যালবাম বারিশ। আগামী নভেম্বরে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পাবে। এখানেই প্রথম এ খবর জানালাম। পরেরবার যখন বাংলাদেশে আসব, তখন সবাইকে নিয়ে বারিশ গাইব।’
ব্যান্ডের নাম কেন জাল
ব্যান্ডের নাম কেন জাল, জানতে চাইলে গহর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন ব্যান্ড তৈরির সিদ্ধান্ত নিই, তখন চিন্তা করেছিলাম মিউজিক আমাদের অবস্থান তৈরি করবে। জাল শব্দের অর্থ পানি। পানি যেখানেই যায় নিজের মতো করে গন্তব্য তৈরি করে নেয়। ব্যান্ড তৈরির কয়েক বছর পর দেখি পানি আমাদের তাড়া করে বেড়াচ্ছে। পুনে, শারজাসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টির জন্য পারফর্ম করতে পারিনি। এখানেও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আমাদের দলের নাম পরিবর্তন করা দরকার (হাসতে হাসতে)। আশা করছি কাল (আজ) সব ঠিকঠাক হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে