নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোর্ট এলিজাবেথের র্যাডিসন ব্লু হোটেল একেবারে ভারত মহাসাগরের তীরে। বিসিবির পাঠানো ভিডিওতে নীল সমুদ্রের জলরাশি দেখেই চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনেও নিশ্চয়ই এ আদিগন্ত জলরাশি ছুঁয়ে যাচ্ছে। অবশ্য সমুদ্র দেখেই তাঁদের মন ভালো হওয়ার কথা নয়।
ডারবান টেস্টে হেরে যাওয়া মুমিনুলদের মন ভালো হওয়ার সবচেয়ে বড় টোটকা হতে পারে পোর্ট এলিজাবেথে সিরিজের শেষ টেস্টে দারুণ কিছু করা। গতকাল ডারবান থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে গেবেখা বা পোর্ট এলিজাবেথ শহরে পৌঁছেছে বাংলাদেশ। এই শহরে প্রথমবারের মতো খেলতে আসা বাংলাদেশের কাছে টেস্ট ভেন্যু সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ড অচেনাই মনে হবে। কিন্তু একজনের কাছে সেটিই হাতের তালুর মতো চেনা—তিনি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বাড়ি দক্ষিণ আফ্রিকার এ উপকূল শহরে। প্রধান কোচের শহরে খেলা, বাংলাদেশ কি দারুণ কিছুর আশা করতে পারে? হোয়াটসঅ্যাপে প্রশ্নটার উত্তরে তিনটি ‘থাম্বস আপ’ পাঠিয়ে দিলেন ডমিঙ্গো। এই সংকেতেই যেন অনেক কিছু বলে দিলেন ডমিঙ্গো।
কাজটা অবশ্য মোটেও সহজ নয়। দুর্দান্ত প্রতাপে ডারবান টেস্ট জিতে দারুণ উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ভিন্ন কৌশলে জিতে। বাংলাদেশকে তারা কাবু করেছে প্রতিপক্ষ যে অস্ত্র নিয়মিত মোকাবিলা করে অভ্যস্ত, সেই স্পিন বিষে! দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছে মনস্তাত্ত্বিক খেলাতেও।
দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার স্পিন খেলতে না পারায় দলের ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন স্বয়ং বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অবশ্য ডারবানে তিক্ত অভিজ্ঞতা ভুলে পোর্ট এলিজাবেথে নতুন কিছু করার কথা বললেন দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ‘(কেশব) মহারাজ অবশ্যই ভালো বোলার। আমি মনে করি, আমরা এর চেয়ে ভালো স্পিন খেলতে পারি। আগের টেস্ট নিয়ে খুব একটা ভাবছি না। আমরা চার দিন ভালো ক্রিকেট খেলেছি। শেষ ঘণ্টা দেড়েকের খেলায় আমরা টেস্টটা হেরে গেছি।’
দল যখন ডারবান থেকে পোর্ট এলিজাবেথে রওনা দিয়েছে, ঢাকার ফ্লাইট ধরতে তখন জোহানেসবার্গে যাচ্ছেন চোটে পড়ে ছিটকে যাওয়া তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাসকিন-শরীফুলকে হারানো যদি দুঃসংবাদ হয়, শেষ টেস্টে তামিম ইকবালের ফেরাটা একটা সুসংবাদ। শান্ত তাই বলছেন, ‘তামিম ভাই সব সময় দলের অনেক বড় খেলোয়াড়। তিনি ফিরলে অবশ্যই দলের শক্তির জায়গাটা বেড়ে যায়।’
পোর্ট এলিজাবেথের র্যাডিসন ব্লু হোটেল একেবারে ভারত মহাসাগরের তীরে। বিসিবির পাঠানো ভিডিওতে নীল সমুদ্রের জলরাশি দেখেই চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনেও নিশ্চয়ই এ আদিগন্ত জলরাশি ছুঁয়ে যাচ্ছে। অবশ্য সমুদ্র দেখেই তাঁদের মন ভালো হওয়ার কথা নয়।
ডারবান টেস্টে হেরে যাওয়া মুমিনুলদের মন ভালো হওয়ার সবচেয়ে বড় টোটকা হতে পারে পোর্ট এলিজাবেথে সিরিজের শেষ টেস্টে দারুণ কিছু করা। গতকাল ডারবান থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে গেবেখা বা পোর্ট এলিজাবেথ শহরে পৌঁছেছে বাংলাদেশ। এই শহরে প্রথমবারের মতো খেলতে আসা বাংলাদেশের কাছে টেস্ট ভেন্যু সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট গ্রাউন্ড অচেনাই মনে হবে। কিন্তু একজনের কাছে সেটিই হাতের তালুর মতো চেনা—তিনি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বাড়ি দক্ষিণ আফ্রিকার এ উপকূল শহরে। প্রধান কোচের শহরে খেলা, বাংলাদেশ কি দারুণ কিছুর আশা করতে পারে? হোয়াটসঅ্যাপে প্রশ্নটার উত্তরে তিনটি ‘থাম্বস আপ’ পাঠিয়ে দিলেন ডমিঙ্গো। এই সংকেতেই যেন অনেক কিছু বলে দিলেন ডমিঙ্গো।
কাজটা অবশ্য মোটেও সহজ নয়। দুর্দান্ত প্রতাপে ডারবান টেস্ট জিতে দারুণ উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ভিন্ন কৌশলে জিতে। বাংলাদেশকে তারা কাবু করেছে প্রতিপক্ষ যে অস্ত্র নিয়মিত মোকাবিলা করে অভ্যস্ত, সেই স্পিন বিষে! দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছে মনস্তাত্ত্বিক খেলাতেও।
দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার স্পিন খেলতে না পারায় দলের ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন স্বয়ং বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অবশ্য ডারবানে তিক্ত অভিজ্ঞতা ভুলে পোর্ট এলিজাবেথে নতুন কিছু করার কথা বললেন দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ‘(কেশব) মহারাজ অবশ্যই ভালো বোলার। আমি মনে করি, আমরা এর চেয়ে ভালো স্পিন খেলতে পারি। আগের টেস্ট নিয়ে খুব একটা ভাবছি না। আমরা চার দিন ভালো ক্রিকেট খেলেছি। শেষ ঘণ্টা দেড়েকের খেলায় আমরা টেস্টটা হেরে গেছি।’
দল যখন ডারবান থেকে পোর্ট এলিজাবেথে রওনা দিয়েছে, ঢাকার ফ্লাইট ধরতে তখন জোহানেসবার্গে যাচ্ছেন চোটে পড়ে ছিটকে যাওয়া তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাসকিন-শরীফুলকে হারানো যদি দুঃসংবাদ হয়, শেষ টেস্টে তামিম ইকবালের ফেরাটা একটা সুসংবাদ। শান্ত তাই বলছেন, ‘তামিম ভাই সব সময় দলের অনেক বড় খেলোয়াড়। তিনি ফিরলে অবশ্যই দলের শক্তির জায়গাটা বেড়ে যায়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে