কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বৃষ্টিতে তলিয়ে যাওয়া আশ্রয়ণ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। উপজেলার হারাগাছ পৌর এলাকার মায়াবাজার ক্যানেলটারী মহল্লার এ প্রকল্পে পাঁচ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপকারভোগীরা। তাঁরা আশ্রয়ণের ঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছেন।
পানিবন্দী বাসিন্দাদের দুর্ভোগ দেখতে গতকাল রোববার প্রকল্প এলাকায় যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনে ওই মহল্লায় ২২ উপকারভোগীর প্রত্যেককে ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে দেয় প্রশাসন। তবে ঘরগুলো নিচু জায়গায় বানানো নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জায়গা উঁচু না করে ঘর তৈরি করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টির পানিতে এর বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন।
গত বুধবার বৃষ্টির পর বেশ কিছু ঘরে তিন ফুট পর্যন্ত পানি উঠে যায়। সেখানে প্রয়োজনীয় নালা না থাকায় এই পানি বের হতে পারছে না। উপকারভোগীরা ঘর ছেড়ে উঁচু স্থানে অন্যের বাড়িতে রান্না করছেন।
সাবানা নামের এক বাসিন্দা বলেন, ‘পাঁচ দিন ধরে জলাবদ্ধতায় আছি। আজ (রোববার) বড় স্যারেরা আসছিলেন। তাঁরা দেখি গেলেন।’ এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘সে স্থানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, এলাকাটি কিছুটা নিচু ছিল। উপজেলা প্রশাসন এই স্থানে মাটি ভরাট করে ঘর নির্মাণ করেছিল। আমরা আবারও মাটি ভরাট করার ব্যবস্থা নিয়েছি। সে সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন আজকের মধ্যে ব্যবস্থা
গ্রহণ করবে।’
রংপুরের কাউনিয়ায় বৃষ্টিতে তলিয়ে যাওয়া আশ্রয়ণ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। উপজেলার হারাগাছ পৌর এলাকার মায়াবাজার ক্যানেলটারী মহল্লার এ প্রকল্পে পাঁচ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপকারভোগীরা। তাঁরা আশ্রয়ণের ঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছেন।
পানিবন্দী বাসিন্দাদের দুর্ভোগ দেখতে গতকাল রোববার প্রকল্প এলাকায় যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনে ওই মহল্লায় ২২ উপকারভোগীর প্রত্যেককে ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে দেয় প্রশাসন। তবে ঘরগুলো নিচু জায়গায় বানানো নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জায়গা উঁচু না করে ঘর তৈরি করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টির পানিতে এর বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন।
গত বুধবার বৃষ্টির পর বেশ কিছু ঘরে তিন ফুট পর্যন্ত পানি উঠে যায়। সেখানে প্রয়োজনীয় নালা না থাকায় এই পানি বের হতে পারছে না। উপকারভোগীরা ঘর ছেড়ে উঁচু স্থানে অন্যের বাড়িতে রান্না করছেন।
সাবানা নামের এক বাসিন্দা বলেন, ‘পাঁচ দিন ধরে জলাবদ্ধতায় আছি। আজ (রোববার) বড় স্যারেরা আসছিলেন। তাঁরা দেখি গেলেন।’ এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘সে স্থানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, এলাকাটি কিছুটা নিচু ছিল। উপজেলা প্রশাসন এই স্থানে মাটি ভরাট করে ঘর নির্মাণ করেছিল। আমরা আবারও মাটি ভরাট করার ব্যবস্থা নিয়েছি। সে সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন আজকের মধ্যে ব্যবস্থা
গ্রহণ করবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে