নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন বড় হুমকির মুখে পড়বে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত চলতি বাজেটের ওপর অন্তর্বর্তীকালীন আলোচনা-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিমত জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অর্থনীতির নানা বিষয়ে সিপিডির মতামত তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।
রাজস্ব আদায়ের বিদ্যমান পরিস্থিতি লক্ষ্যপূরণে কষ্টসাধ্য জানিয়ে সিপিডি মনে করে। এখন পর্যন্ত এনবিআর ১৬ শতাংশ প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি সময়ে ৩০ শতাংশ হারে রাজস্ব আদায় করতে হবে। এটা প্রায়ই অসম্ভব ব্যাপার। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে শুল্ক ও ভ্যাট মিলিয়ে পরোক্ষ করের ক্ষেত্রে ৩২ শতাংশের বেশি হারে আদায় করতে হবে। অন্যদিকে আয়করের লক্ষ্যমাত্রা অর্জন করতেও ২৭ শতাংশ হারে কর আদায় করতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যেভাবে সারের দাম বাড়ছে, তাতে এ খাতের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ ৯ হাজার কোটি টাকায় কিছুই হবে না। সারের পেছনে লাগতে পারে অন্তত ২২-২৩ হাজার কোটি টাকা। এটা সরকারের বর্তমান রাজস্ব আয় দিয়ে সমন্বয় করা যাবে না। সরকারের হাতে বিদেশি অর্থ এলেও, প্রকল্পের জন্য আসা টাকা বাজেটে খরচ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
করোনার ধকল শেষ না হতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, মহামারির সময় যখন মানুষ কাজ হারিয়েছে, অনেকের আয় কমে গেছে, এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী বড় উদ্বেগের বিষয়। তিনি, মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে বলেন, ‘অক্টোবর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশের যে কথা বলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক।
ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে মানুষের জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। এসব কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
এ সময় চালের চাহিদা ও সরবরাহ নিয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হচ্ছে না। টেকসই না হওয়ার কারণ হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির। বিশেষ করে খাদ্যপণ্যের। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোও স্বস্তিতে নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে