বরগুনা ও পটুয়াখালী প্রতিনিধি
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরপরই মাছ ধরতে সাগরযাত্রা শুরু করেন জেলেরা।
এর আগে ট্রলার মেরামত করে সাগরে মাছ শিকারের জন্য প্রস্তুত করেন।
শনিবার দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, অর্ধশতাধিক ট্রলার বরফ নেওয়ার জন্য অপেক্ষা করছে। জেলেরা ট্রলারে ওঠাচ্ছেন জাল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেজায় খুশি জেলেরা।
সংশ্লিষ্ট জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের অনেকেই বেকার সময় কাটিয়েছেন। এখন সাগরে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে আশা করছেন তাঁরা।
পাথরঘাটার জেলে সেলিম মিয়া বলেন, ট্রলার মেরামতের কাজ শেষ। এখন বাজার-সওদা করব। আরেক জেলে ইউসুফ বলেন, আশা করছি এবার ভালো মাছ পাব। পরিবারের অভাব দূর হবে। বরগুনা সদরের বদরখালি এলাকার জেলে জহির বলেন, ট্রলারের মেরামত শেষ। জেলেরা সবাই প্রস্তুত, বাজার-সওদাও করেছি।
পাথরঘাটার তালতলা এলাকার ট্রলার মালিক আবদুল সালাম বলেন, আমার সবগুলো ট্রলার মাছ ধরার জন্য সাগরে যেতে প্রস্তুত রয়েছে। সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিক সিদ্ধান্ত ছিল। এ কারণে সাগরে মাছ বাড়বে। আশা করছি, জেলেরা এখন বেশি মাছ নিয়ে ফিরবেন।
হরিণঘাটা এলাকার নুরুল আলম বলেন, দীর্ঘদিন আমার ট্রলার স্থলে পড়ে থাকায় ভাঙন ধরেছিল। ধারদেনা করে সেসবের মেরামত শেষ করেছি। এখন সাগরে যাওয়ার অপেক্ষা।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারেননি জেলেরা।
অনেকে কোরবানিও দিতে পারেননি। পরিবার নিয়ে চলতে-ফিরতে কষ্ট হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আশা করছি সাগরে ইলিশ শিকার করে নিরাপদে তীরে ফিরতে পারবেন আমাদের জেলেরা। সে ক্ষেত্রে জলদস্যুদের আক্রমণ থেকে জেলেদের সুরক্ষা দিতে হবে। আর দুর্ঘটনার শিকার হলে জেলে পরিবারের পাশে সরকারকে থাকতে হবে।
এদিকে পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, চরমোন্তাজ মৎস্যবন্দর ও মৌডুবি মৎস্যকেন্দ্রসহ বিভিন্ন এলাকার জেলেরা তাঁদের ফিশিং বোট নিয়ে সাগরপথে পাড়ি দেবেন আজ।
দুই মাসেরও অধিক সময়ের পর সমুদ্রে আবার মাছ শিকারে যেতে পারায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দ ও খুশির হাসি ফুটে উঠেছে।
চরমোন্তাজ মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘টানা ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আজ রোববার থেকে জেলেরা আবার বঙ্গোপসাগরে মাছ শিকারে যাবেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে জেলেরা আদৌ সাগরে যেতে পারবেন কি না জানি না। তবে গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজারুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। আশা করি, এবার বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।
বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরপরই মাছ ধরতে সাগরযাত্রা শুরু করেন জেলেরা।
এর আগে ট্রলার মেরামত করে সাগরে মাছ শিকারের জন্য প্রস্তুত করেন।
শনিবার দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, অর্ধশতাধিক ট্রলার বরফ নেওয়ার জন্য অপেক্ষা করছে। জেলেরা ট্রলারে ওঠাচ্ছেন জাল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেজায় খুশি জেলেরা।
সংশ্লিষ্ট জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের অনেকেই বেকার সময় কাটিয়েছেন। এখন সাগরে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে আশা করছেন তাঁরা।
পাথরঘাটার জেলে সেলিম মিয়া বলেন, ট্রলার মেরামতের কাজ শেষ। এখন বাজার-সওদা করব। আরেক জেলে ইউসুফ বলেন, আশা করছি এবার ভালো মাছ পাব। পরিবারের অভাব দূর হবে। বরগুনা সদরের বদরখালি এলাকার জেলে জহির বলেন, ট্রলারের মেরামত শেষ। জেলেরা সবাই প্রস্তুত, বাজার-সওদাও করেছি।
পাথরঘাটার তালতলা এলাকার ট্রলার মালিক আবদুল সালাম বলেন, আমার সবগুলো ট্রলার মাছ ধরার জন্য সাগরে যেতে প্রস্তুত রয়েছে। সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিক সিদ্ধান্ত ছিল। এ কারণে সাগরে মাছ বাড়বে। আশা করছি, জেলেরা এখন বেশি মাছ নিয়ে ফিরবেন।
হরিণঘাটা এলাকার নুরুল আলম বলেন, দীর্ঘদিন আমার ট্রলার স্থলে পড়ে থাকায় ভাঙন ধরেছিল। ধারদেনা করে সেসবের মেরামত শেষ করেছি। এখন সাগরে যাওয়ার অপেক্ষা।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারেননি জেলেরা।
অনেকে কোরবানিও দিতে পারেননি। পরিবার নিয়ে চলতে-ফিরতে কষ্ট হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আশা করছি সাগরে ইলিশ শিকার করে নিরাপদে তীরে ফিরতে পারবেন আমাদের জেলেরা। সে ক্ষেত্রে জলদস্যুদের আক্রমণ থেকে জেলেদের সুরক্ষা দিতে হবে। আর দুর্ঘটনার শিকার হলে জেলে পরিবারের পাশে সরকারকে থাকতে হবে।
এদিকে পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্যবন্দর, চরমোন্তাজ মৎস্যবন্দর ও মৌডুবি মৎস্যকেন্দ্রসহ বিভিন্ন এলাকার জেলেরা তাঁদের ফিশিং বোট নিয়ে সাগরপথে পাড়ি দেবেন আজ।
দুই মাসেরও অধিক সময়ের পর সমুদ্রে আবার মাছ শিকারে যেতে পারায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দ ও খুশির হাসি ফুটে উঠেছে।
চরমোন্তাজ মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘টানা ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আজ রোববার থেকে জেলেরা আবার বঙ্গোপসাগরে মাছ শিকারে যাবেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। এর ফলে জেলেরা আদৌ সাগরে যেতে পারবেন কি না জানি না। তবে গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।’
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজারুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। আশা করি, এবার বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে