শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রির বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বুধবার ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে স্থানীয় দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ছাড়া অভিযোগ আনা ছাত্রীর সঙ্গে কয়েকজন সহপাঠীর কথোপকথনের অডিও ক্লিপ বুধবার ভাইরাল হয়।
জানা গেছে, রথি কান্ত মিস্ত্রি বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থীকে স্কুলের তিনতলার একটি কক্ষে দেখা করতে বলেন তিনি। তারপর সেখানে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ বিষয়টি শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সাংবাদিক শাহাদাত হোসেন ও আশিকুর রহমান ওই বিদ্যালয়ে গেলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। সাংবাদিকেরা চলে আসেন। পরে সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার সাংবাদিক আশিকুর রহমানের মোবাইলে ফোন করে গালিগালাজ করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরের ডামুড্যার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রির বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বুধবার ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে স্থানীয় দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ছাড়া অভিযোগ আনা ছাত্রীর সঙ্গে কয়েকজন সহপাঠীর কথোপকথনের অডিও ক্লিপ বুধবার ভাইরাল হয়।
জানা গেছে, রথি কান্ত মিস্ত্রি বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থীকে স্কুলের তিনতলার একটি কক্ষে দেখা করতে বলেন তিনি। তারপর সেখানে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ বিষয়টি শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সাংবাদিক শাহাদাত হোসেন ও আশিকুর রহমান ওই বিদ্যালয়ে গেলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। সাংবাদিকেরা চলে আসেন। পরে সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার সাংবাদিক আশিকুর রহমানের মোবাইলে ফোন করে গালিগালাজ করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে