আজকের পত্রিকা ডেস্ক
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে বিপর্যস্ত ছিল ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। তবে নামতে শুরু করেছে সেই পানি। এর মধ্য দিয়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সরেজমিনে দেখা গেছে, প্লাবিত গ্রামগুলোর অধিকাংশ সড়কই ভেঙে গেছে। পচে গেছে খেতের ফসল। ভেসে গেছে খামারের মাছ। এদিকে গতকাল কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েক শ হেক্টর জমির ফসল।
শেরপুরে বন্যায় ভেসে গেছে সাড়ে ৬ হাজার ঘরবাড়ি: বন্যায় শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার অন্তত সাড়ে ছয় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির ঘরে থাকা পরিবারগুলো। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করাসহ টিন ও অর্থ বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যেই সেগুলো বিতরণ করা হবে।
ঝিনাইগাতী উপজেলার ব্রিজপাড় এলাকার বাসিন্দা রাশেদা বেগম বলেন, ‘ঢলে আমার তিনটা ঘর ভেঙে গেছে। আমি গরিব মানুষ। এখন কীভাবে এই ঘর ঠিক করমু, চিন্তা করে কূল পাইতাছি না।’
নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘ঢলের দিন আমার ছোট মেয়েটাকে কোনোরকমে ঘাড়ে নিয়ে ঘরের খুঁটি ধইরা গলাসমান পানিতে সারা রাত দাঁড়ায়া ছিলাম। মনে করছিলাম, নিজেও বাঁচমুনা আর মাইয়াটারেও বাঁচাতে পারমু না। চোখের সামনে ঘরের সব জিনিস ভাসায়া নিয়ে গেছে, কিচ্ছু বাঁচাইতে পারি নাই। অটো চালায়া সংসার চালাইতাম, সেইটাও নষ্ট হয়ে গেছে গা। এহন কী যে করমু, বুঝতাছি না।’
পানি ঢুকে ৩৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার ৩৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ অক্টোবর পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ময়মনসিংহের তিন উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে দুই লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় জমির আমন ধান, মাছের ঘের, রাস্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। তিন উপজেলায় পানি প্রবেশ করে ক্ষয়ক্ষতির শিকার হয় ২৭৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠাগুলোয় পূজার বন্ধ রয়েছে। শিক্ষকেরা বলছেন, ছুটি শেষে প্রতিষ্ঠানে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। তবে এখনো পুরোপুরি পানি না কমায় ছুটি শেষ হলেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসতে পারবে না। সে ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।
ফুলপুর উপজেলার সঞ্চুর গ্রামের বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘বন্যায় কৃষক যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, ঠিক একইভাবে আমাদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে। টানা ৪-৫ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ছিল। এই দুর্যোগে আমরা শিক্ষায়ও পিছিয়ে পড়ব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, হালুয়াঘাটে ১৬৫টি, ধোবাউড়ায় ৯০, ফুলপুরে ১৯ বিদ্যালয়সহ তিন উপজেলায় ২৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করে। এর মধ্যে ৬৩টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। ২১ অক্টোবর স্কুল খোলা হলে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে। তাৎক্ষণিকভাবে স্লিপের টাকায় মেরামতকাজ শুরু হবে। পরে বরাদ্দ চাওয়া হবে।
নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে পানি নামতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ভেঙে গেছে জেলার প্লাবিত ৫ উপজেলার অনেকগুলো ছোট-বড় সড়ক। এসব সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে বন্যায় জেলার ২২ হাজার ৬৪১ হেক্টর জমির রোপা আমন ধান তলিয়ে যায়। এতে ২৯৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান। এ ছাড়া ১ হাজার ৭০০-এর বেশি ফিশারির মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার কৃষক হাফিজ মিয়া বলেন, ‘৮ একর জমির ধান পানিতে চলে গেছে। পোলাপানের পড়ালেখা ও সংসারের খরচ চালানো দায় হবে।’
নদ-নদীর পানি বেড়ে তলিয়েছে ফসলি জমি
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, কালোর ও ধরনী নদীর পানি বেড়েছে। এতে করে এই নদীগুলোর অববাহিকার নিম্নাঞ্চলের কয়েক শ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। আরও এক দিন পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রৌমারীর যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাছি গ্রামের কৃষক গাজিবর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান লাগাইছিলাম। নদী দিয়া পাহাড়ি লাল পানি আইসা সব ধান তলায় গেছে।’ কাদাযুক্ত পানিতে তলিয়ে থাকায় খেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানান এই কৃষক।
এদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে এর নিম্নাঞ্চলের হাজারো হেক্টর ফসলি জমি ও চর ডুবে গেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক শ কৃষক।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে বিপর্যস্ত ছিল ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। তবে নামতে শুরু করেছে সেই পানি। এর মধ্য দিয়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সরেজমিনে দেখা গেছে, প্লাবিত গ্রামগুলোর অধিকাংশ সড়কই ভেঙে গেছে। পচে গেছে খেতের ফসল। ভেসে গেছে খামারের মাছ। এদিকে গতকাল কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েক শ হেক্টর জমির ফসল।
শেরপুরে বন্যায় ভেসে গেছে সাড়ে ৬ হাজার ঘরবাড়ি: বন্যায় শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার অন্তত সাড়ে ছয় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির ঘরে থাকা পরিবারগুলো। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করাসহ টিন ও অর্থ বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যেই সেগুলো বিতরণ করা হবে।
ঝিনাইগাতী উপজেলার ব্রিজপাড় এলাকার বাসিন্দা রাশেদা বেগম বলেন, ‘ঢলে আমার তিনটা ঘর ভেঙে গেছে। আমি গরিব মানুষ। এখন কীভাবে এই ঘর ঠিক করমু, চিন্তা করে কূল পাইতাছি না।’
নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘ঢলের দিন আমার ছোট মেয়েটাকে কোনোরকমে ঘাড়ে নিয়ে ঘরের খুঁটি ধইরা গলাসমান পানিতে সারা রাত দাঁড়ায়া ছিলাম। মনে করছিলাম, নিজেও বাঁচমুনা আর মাইয়াটারেও বাঁচাতে পারমু না। চোখের সামনে ঘরের সব জিনিস ভাসায়া নিয়ে গেছে, কিচ্ছু বাঁচাইতে পারি নাই। অটো চালায়া সংসার চালাইতাম, সেইটাও নষ্ট হয়ে গেছে গা। এহন কী যে করমু, বুঝতাছি না।’
পানি ঢুকে ৩৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার ৩৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। ৪ অক্টোবর পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ময়মনসিংহের তিন উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে দুই লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় জমির আমন ধান, মাছের ঘের, রাস্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। তিন উপজেলায় পানি প্রবেশ করে ক্ষয়ক্ষতির শিকার হয় ২৭৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠাগুলোয় পূজার বন্ধ রয়েছে। শিক্ষকেরা বলছেন, ছুটি শেষে প্রতিষ্ঠানে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। তবে এখনো পুরোপুরি পানি না কমায় ছুটি শেষ হলেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসতে পারবে না। সে ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।
ফুলপুর উপজেলার সঞ্চুর গ্রামের বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘বন্যায় কৃষক যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, ঠিক একইভাবে আমাদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে। টানা ৪-৫ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ছিল। এই দুর্যোগে আমরা শিক্ষায়ও পিছিয়ে পড়ব।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, হালুয়াঘাটে ১৬৫টি, ধোবাউড়ায় ৯০, ফুলপুরে ১৯ বিদ্যালয়সহ তিন উপজেলায় ২৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করে। এর মধ্যে ৬৩টি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। ২১ অক্টোবর স্কুল খোলা হলে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে। তাৎক্ষণিকভাবে স্লিপের টাকায় মেরামতকাজ শুরু হবে। পরে বরাদ্দ চাওয়া হবে।
নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে পানি নামতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ভেঙে গেছে জেলার প্লাবিত ৫ উপজেলার অনেকগুলো ছোট-বড় সড়ক। এসব সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে বন্যায় জেলার ২২ হাজার ৬৪১ হেক্টর জমির রোপা আমন ধান তলিয়ে যায়। এতে ২৯৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান। এ ছাড়া ১ হাজার ৭০০-এর বেশি ফিশারির মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার কৃষক হাফিজ মিয়া বলেন, ‘৮ একর জমির ধান পানিতে চলে গেছে। পোলাপানের পড়ালেখা ও সংসারের খরচ চালানো দায় হবে।’
নদ-নদীর পানি বেড়ে তলিয়েছে ফসলি জমি
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, কালোর ও ধরনী নদীর পানি বেড়েছে। এতে করে এই নদীগুলোর অববাহিকার নিম্নাঞ্চলের কয়েক শ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। আরও এক দিন পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রৌমারীর যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাছি গ্রামের কৃষক গাজিবর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান লাগাইছিলাম। নদী দিয়া পাহাড়ি লাল পানি আইসা সব ধান তলায় গেছে।’ কাদাযুক্ত পানিতে তলিয়ে থাকায় খেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানান এই কৃষক।
এদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে এর নিম্নাঞ্চলের হাজারো হেক্টর ফসলি জমি ও চর ডুবে গেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক শ কৃষক।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে