জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারী শহর যানজটমুক্ত রাখতে একটি বাইপাস সড়ক নির্মাণ করেছিল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু অতিরিক্ত বাঁকের কারণে এখন সেই সড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। শহরের কালীতলা থেকে পুলিশ লাইনস পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪০টি বাঁক। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সওজ সূত্রে জানা যায়, ২৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ২৭ নভেম্বর। শেষ হয় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি।
সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কটির দুই পাশে গড়ে উঠেছে দোকান ও বসতঘর। এসব স্থাপনার কারণে দূর থেকে বাঁক দেখতে পান না গাড়ির চালকেরা। এতে দুর্ঘটনার পাশাপাশি সৃষ্টি হয় যানজটও।
জেলা শহরের ব্যবসায়ী আক্তার হোসেন জানান, ‘আশা করছিলাম, বাইপাস সড়কটি চালু হলে শহর যানজটমুক্ত থাকবে। কিন্তু ওই সড়কে বাঁক বেশি থাকায় দূরপাল্লার ও দ্রুতগামী যানবাহনগুলো চলতে অসুবিধা হচ্ছে। ফলে শহরের ভেতর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে গিয়ে পুনরায় যানজট সৃষ্টি করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।’
ট্রাকচালক খোকন মিয়া জানান, বড় ট্রাক (১০ চাকা) ও কোচগুলো বাইপাস সড়কের বাঁকে মোড় নিতে পারে না। মানুষের দোকান ও বসতঘরে ঢুকে যায়। তাই সড়কটি সোজা করলে যান চলাচল যেমন সহজ হবে, তেমনি যানজটমুক্ত থাকবে শহর। দ্রুত বাইপাস সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
সড়কটির বিষয়ে জানতে চাইলে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সড়কটি সোজা করার কাজ প্রক্রিয়াধীন। বাইপাস সড়কটি সোজা করতে গেলে প্রায় ৮ দশমিক ৪ একর জমির প্রয়োজন। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের মাধ্যমে নীলফামারী শহর যানজটমুক্ত করা হবে।
নীলফামারী শহর যানজটমুক্ত রাখতে একটি বাইপাস সড়ক নির্মাণ করেছিল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু অতিরিক্ত বাঁকের কারণে এখন সেই সড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। শহরের কালীতলা থেকে পুলিশ লাইনস পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪০টি বাঁক। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সওজ সূত্রে জানা যায়, ২৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ২৭ নভেম্বর। শেষ হয় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি।
সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কটির দুই পাশে গড়ে উঠেছে দোকান ও বসতঘর। এসব স্থাপনার কারণে দূর থেকে বাঁক দেখতে পান না গাড়ির চালকেরা। এতে দুর্ঘটনার পাশাপাশি সৃষ্টি হয় যানজটও।
জেলা শহরের ব্যবসায়ী আক্তার হোসেন জানান, ‘আশা করছিলাম, বাইপাস সড়কটি চালু হলে শহর যানজটমুক্ত থাকবে। কিন্তু ওই সড়কে বাঁক বেশি থাকায় দূরপাল্লার ও দ্রুতগামী যানবাহনগুলো চলতে অসুবিধা হচ্ছে। ফলে শহরের ভেতর দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে গিয়ে পুনরায় যানজট সৃষ্টি করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।’
ট্রাকচালক খোকন মিয়া জানান, বড় ট্রাক (১০ চাকা) ও কোচগুলো বাইপাস সড়কের বাঁকে মোড় নিতে পারে না। মানুষের দোকান ও বসতঘরে ঢুকে যায়। তাই সড়কটি সোজা করলে যান চলাচল যেমন সহজ হবে, তেমনি যানজটমুক্ত থাকবে শহর। দ্রুত বাইপাস সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
সড়কটির বিষয়ে জানতে চাইলে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সড়কটি সোজা করার কাজ প্রক্রিয়াধীন। বাইপাস সড়কটি সোজা করতে গেলে প্রায় ৮ দশমিক ৪ একর জমির প্রয়োজন। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের মাধ্যমে নীলফামারী শহর যানজটমুক্ত করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে