আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
জীর্ণ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধসে পড়ার শঙ্কায় এর বড় একটি অংশে ৮-৯ বছর ধরে বন্ধ আছে নামাজ আদায়। বর্ষাকালে মসজিদটির মূল অংশে পানি ভেতরে ঢুকে পড়ে। এরপরও নানা কারণে থমকে আছে মসজিদটির সংস্কারকাজ।
মসজিদটির উন্নয়নে কুয়েত সরকারের অনুদানের টাকাও ব্যাংকে পড়ে আছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুয়েত সরকারের অনুদান হিসেবে দেওয়া এই মসজিদ উন্নয়নের জন্য প্রথম কিস্তির প্রায় ৮ কোটি টাকা ইফা প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণে ব্যাংকে জমা আছে। আমরা খুব শিগগিরই প্রকল্প তৈরি করে কাজ শুরু করব।’
চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে দিল্লির মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সে হিসেবে মসজিদটি সাড়ে তিন শ’ বছরের পুরোনো। আনুমানিক ২ দশমিক ৪ একর জায়গার ওপর স্থাপিত মসজিদটি ১৯৮৬ সালে তৎকালীন এরশাদ সরকারের সময় জাতীয়করণ করা হয়। বর্তমানে এখানে ইমাম ও খতিবসহ ২৬ জন কর্মরত রয়েছেন। ১৯৯০ সালে সর্বশেষ মসজিদটির সংস্কার করা হয়। মসজিদ কমপ্লেক্সের মধ্যে মোট ২৩৫টি দোকান রয়েছে।
সরেজমিন দেখা যায়, ঝুঁকি বিবেচনায় এখন শুধু মসজিদের মূল অংশে নামাজ আদায় হয়। দ্বিতীয় তলার অবস্থা নাজুক। যে কারণে সেখানে ৮-৯ বছর ধরে নামাজ হয় না। অজুখানাও স্যাঁতসেঁতে হয়ে আছে। টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী। বর্ষাকালে মসজিদের মূল অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ে বলে জানান কয়েক জন মুসল্লি।
মুসল্লি কমিটির সাবেক সদস্য মুহাম্মদ ইউনুছ বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় এই মসজিদটি কী কারণে এত অবহেলার শিকার তা আমাদের জানা নেই। মুসল্লিদের বললে, তাঁরাই এ মসজিদ নির্মাণ করে ফেলবেন।’
মসজিদের প্রধান খতিব আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি বলেন, এত পুরোনো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন হচ্ছে না, এটা চট্টগ্রামবাসীর জন্য আক্ষেপের বিষয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অতিরিক্ত হেরিটেজ সেলের প্রত্ন সম্পদ ও সংরক্ষণ শাখার উপপরিচালক মো. আমিরুজ্জামান বলেন, ২০১৮ সাল পর্যন্ত মসজিদটির উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের কর্তৃক কমিটির সভায় অংশ নিতাম। অন্যত্র বদলি হয়ে যাওয়ার আর এ প্রকল্পের খোঁজ জানি না।
ওই মসজিদের উন্নয়ন সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের গঠিত কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ড. একেএম শাহনেওয়াজ। তিনি বলেন, অনেক দিন ধরেই সভায় অংশ নিতে কিছু জানানো হয়নি তাঁকে।
ইফার প্রধান কার্যালয়ের প্লানিং ডিভিশনের উপপরিচালক মো. বজলুর রশিদ বলেন, এই মসজিদের বিষয়ে গত মাসে বৈঠক হয়েছে। এটি কয়েক শ’ বছরের পুরোনো হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হচ্ছে। আগামী মাসেই কনসালট্যান্ট নিয়োগ করে প্রাক্কলন ও ডিজাইন প্রণয়ন করা হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, ২০১৭ সালে কুয়েত সরকার আন্দরকিল্লা শাহী মসজিদের উন্নয়নে প্রথম কিস্তিতে ১০ লাখ ডলার অনুদান দেয়। পরবর্তীতে কাজের অগ্রগতির প্রতিবেদন ভিত্তিতে পর্যায়ক্রমে অনুদান দেওয়ার কথা ছিল। যেহেতু কাজই শুরু হয়নি, তাই আর অনুদান আসেনি।
জীর্ণ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধসে পড়ার শঙ্কায় এর বড় একটি অংশে ৮-৯ বছর ধরে বন্ধ আছে নামাজ আদায়। বর্ষাকালে মসজিদটির মূল অংশে পানি ভেতরে ঢুকে পড়ে। এরপরও নানা কারণে থমকে আছে মসজিদটির সংস্কারকাজ।
মসজিদটির উন্নয়নে কুয়েত সরকারের অনুদানের টাকাও ব্যাংকে পড়ে আছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুয়েত সরকারের অনুদান হিসেবে দেওয়া এই মসজিদ উন্নয়নের জন্য প্রথম কিস্তির প্রায় ৮ কোটি টাকা ইফা প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণে ব্যাংকে জমা আছে। আমরা খুব শিগগিরই প্রকল্প তৈরি করে কাজ শুরু করব।’
চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে দিল্লির মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সে হিসেবে মসজিদটি সাড়ে তিন শ’ বছরের পুরোনো। আনুমানিক ২ দশমিক ৪ একর জায়গার ওপর স্থাপিত মসজিদটি ১৯৮৬ সালে তৎকালীন এরশাদ সরকারের সময় জাতীয়করণ করা হয়। বর্তমানে এখানে ইমাম ও খতিবসহ ২৬ জন কর্মরত রয়েছেন। ১৯৯০ সালে সর্বশেষ মসজিদটির সংস্কার করা হয়। মসজিদ কমপ্লেক্সের মধ্যে মোট ২৩৫টি দোকান রয়েছে।
সরেজমিন দেখা যায়, ঝুঁকি বিবেচনায় এখন শুধু মসজিদের মূল অংশে নামাজ আদায় হয়। দ্বিতীয় তলার অবস্থা নাজুক। যে কারণে সেখানে ৮-৯ বছর ধরে নামাজ হয় না। অজুখানাও স্যাঁতসেঁতে হয়ে আছে। টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী। বর্ষাকালে মসজিদের মূল অংশ দিয়ে বৃষ্টির পানি পড়ে বলে জানান কয়েক জন মুসল্লি।
মুসল্লি কমিটির সাবেক সদস্য মুহাম্মদ ইউনুছ বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় এই মসজিদটি কী কারণে এত অবহেলার শিকার তা আমাদের জানা নেই। মুসল্লিদের বললে, তাঁরাই এ মসজিদ নির্মাণ করে ফেলবেন।’
মসজিদের প্রধান খতিব আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি বলেন, এত পুরোনো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন হচ্ছে না, এটা চট্টগ্রামবাসীর জন্য আক্ষেপের বিষয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অতিরিক্ত হেরিটেজ সেলের প্রত্ন সম্পদ ও সংরক্ষণ শাখার উপপরিচালক মো. আমিরুজ্জামান বলেন, ২০১৮ সাল পর্যন্ত মসজিদটির উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের কর্তৃক কমিটির সভায় অংশ নিতাম। অন্যত্র বদলি হয়ে যাওয়ার আর এ প্রকল্পের খোঁজ জানি না।
ওই মসজিদের উন্নয়ন সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের গঠিত কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ড. একেএম শাহনেওয়াজ। তিনি বলেন, অনেক দিন ধরেই সভায় অংশ নিতে কিছু জানানো হয়নি তাঁকে।
ইফার প্রধান কার্যালয়ের প্লানিং ডিভিশনের উপপরিচালক মো. বজলুর রশিদ বলেন, এই মসজিদের বিষয়ে গত মাসে বৈঠক হয়েছে। এটি কয়েক শ’ বছরের পুরোনো হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হচ্ছে। আগামী মাসেই কনসালট্যান্ট নিয়োগ করে প্রাক্কলন ও ডিজাইন প্রণয়ন করা হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, ২০১৭ সালে কুয়েত সরকার আন্দরকিল্লা শাহী মসজিদের উন্নয়নে প্রথম কিস্তিতে ১০ লাখ ডলার অনুদান দেয়। পরবর্তীতে কাজের অগ্রগতির প্রতিবেদন ভিত্তিতে পর্যায়ক্রমে অনুদান দেওয়ার কথা ছিল। যেহেতু কাজই শুরু হয়নি, তাই আর অনুদান আসেনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৬ ঘণ্টা আগে