রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। বর্ষায় তীব্র স্রোত, শীতে ঘন কুয়াশা, ঘাটসংকট, ফেরিসংকট ও নদীতে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে সারা বছরই দুর্ভোগের শিকার হয় দৌলতদিয়া ব্যবহারকারীরা।
স্বাভাবিক সময়ে দিনে তিন থেকে চার হাজার যানবাহন পারাপার হলেও ঈদের আগে বেড়ে যায় কয়েক গুণ। এ সময় যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সেই সঙ্গে ঘাট এলাকায় বেড়ে যায় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীর দৌরাত্ম্য।
এসব দুর্বৃত্তের কবলে পড়ে সব হারিয়ে খালি হাতে বাড়িতে ফিরতে হয় অনেক যাত্রীকে। আসন্ন ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে এরই মধ্যে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও জেলা পুলিশ নিয়েছে নানা উদ্যোগ।
জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৯টি ফেরি রয়েছে। ঈদ উপলক্ষে এই পথে ২১টি ফেরি চলবে। দৌলতদিয়া ও পাটুরিয়ায় চারটি করে আটটি ঘাট রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুই পাড়ে আরও দুটি ঘাট বাড়ানো হয়েছে। এ ছাড়াও ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত থাকবে আলোর ব্যবস্থা এবং শৌচাগার।
সরেজমিন গতকাল শনিবার দুপুরে দেখা যায়, ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। প্রতিটা যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষার পর ফেরিতে উঠতে হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিলেও এমন অবস্থায় ভোগান্তির শঙ্কায় রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক গফুর মোল্লা বলেন, গত শুক্রবার দুপুরে ফেরিঘাটে এসেছেন। শনিবার দুপুরেও ফেরিতে উঠতে পারেননি। কখন ফেরি পাবেন, সেটা জানি না। ঘাটে আটকে থেকে খুবই কষ্ট হচ্ছে, ঠিকমতো সাহ্রি ও ইফতার করতে পারছেন না।
একটি পরিবহনের যাত্রী ইসমাইল বলেন, ‘ঈদের আগেই ভোগান্তি। ফেরিতে উঠতে ৫-৬ ঘণ্টা সময় লাগছে। ঈদের সময় ১০ ঘণ্টাতেও ফেরিতে উঠতে পারব না। ফেরির সংখ্যা বাড়াতে হবে, নইলে ভোগান্তিতে মানুষের ঈদ তেতো হয়ে যাবে।’
সোহাগ পরিবহনের চালক মনিরুজ্জামান বলেন, ঈদে ভোগান্তির শেষ থাকবে না। এখনো সময় আছে, ফেরি বাড়াতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। এই পথে কমপক্ষে ৩০টি ফেরি দরকার। তাহলে ভোগান্তি কমবে।
আরেক চালক গোলাম মওলা বলেন, ‘শুনেছি ঈদে ২১টি ফেরি চলবে। তবে সব কটি সচল থাকবে তো? ২৪ ঘণ্টা ফেরি চলাচল করলে ২১টার মধ্যে দু-একটি বিকল হবেই। তখন ফেরির সংখ্যা দাঁড়াবে ১৮ থেকে ১৯। তাহলে ভোগান্তি কমবে কী করে? এখন ১৯টি ফেরি দিয়ে চাপ সামাল দিতে পারছে না, তখন তো থাকবে কঠিন চাপ।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, এই পথে ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে দুটি যান্ত্রিক ত্রুটির জন্য ভাসমান করখানায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদে ২১টি চলবে। এরই মধ্যে বিকল ফেরিগুলো মেরামত করা হয়েছে। দৌলতদিয়ায় পাঁচটি ও পাটুরিয়াতে পাঁচটি ঘাট সচল রাখা হয়েছে। এ ছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে ঘাট এলাকায় বিভিন্ন অপরাধ বেড়ে যায়। অজ্ঞান পার্টি, ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরতে হয় অনেক যাত্রীকে। এবারের ঈদযাত্রায় যাত্রীরা এমন পরিস্থিতিতে যেন না পড়ে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মহাসড়কে পুলিশের টহল দল থাকবে। ঘাট এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্য থাকবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। বর্ষায় তীব্র স্রোত, শীতে ঘন কুয়াশা, ঘাটসংকট, ফেরিসংকট ও নদীতে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে সারা বছরই দুর্ভোগের শিকার হয় দৌলতদিয়া ব্যবহারকারীরা।
স্বাভাবিক সময়ে দিনে তিন থেকে চার হাজার যানবাহন পারাপার হলেও ঈদের আগে বেড়ে যায় কয়েক গুণ। এ সময় যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সেই সঙ্গে ঘাট এলাকায় বেড়ে যায় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীর দৌরাত্ম্য।
এসব দুর্বৃত্তের কবলে পড়ে সব হারিয়ে খালি হাতে বাড়িতে ফিরতে হয় অনেক যাত্রীকে। আসন্ন ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে এরই মধ্যে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও জেলা পুলিশ নিয়েছে নানা উদ্যোগ।
জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৯টি ফেরি রয়েছে। ঈদ উপলক্ষে এই পথে ২১টি ফেরি চলবে। দৌলতদিয়া ও পাটুরিয়ায় চারটি করে আটটি ঘাট রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুই পাড়ে আরও দুটি ঘাট বাড়ানো হয়েছে। এ ছাড়াও ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত থাকবে আলোর ব্যবস্থা এবং শৌচাগার।
সরেজমিন গতকাল শনিবার দুপুরে দেখা যায়, ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। প্রতিটা যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষার পর ফেরিতে উঠতে হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিলেও এমন অবস্থায় ভোগান্তির শঙ্কায় রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক গফুর মোল্লা বলেন, গত শুক্রবার দুপুরে ফেরিঘাটে এসেছেন। শনিবার দুপুরেও ফেরিতে উঠতে পারেননি। কখন ফেরি পাবেন, সেটা জানি না। ঘাটে আটকে থেকে খুবই কষ্ট হচ্ছে, ঠিকমতো সাহ্রি ও ইফতার করতে পারছেন না।
একটি পরিবহনের যাত্রী ইসমাইল বলেন, ‘ঈদের আগেই ভোগান্তি। ফেরিতে উঠতে ৫-৬ ঘণ্টা সময় লাগছে। ঈদের সময় ১০ ঘণ্টাতেও ফেরিতে উঠতে পারব না। ফেরির সংখ্যা বাড়াতে হবে, নইলে ভোগান্তিতে মানুষের ঈদ তেতো হয়ে যাবে।’
সোহাগ পরিবহনের চালক মনিরুজ্জামান বলেন, ঈদে ভোগান্তির শেষ থাকবে না। এখনো সময় আছে, ফেরি বাড়াতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। এই পথে কমপক্ষে ৩০টি ফেরি দরকার। তাহলে ভোগান্তি কমবে।
আরেক চালক গোলাম মওলা বলেন, ‘শুনেছি ঈদে ২১টি ফেরি চলবে। তবে সব কটি সচল থাকবে তো? ২৪ ঘণ্টা ফেরি চলাচল করলে ২১টার মধ্যে দু-একটি বিকল হবেই। তখন ফেরির সংখ্যা দাঁড়াবে ১৮ থেকে ১৯। তাহলে ভোগান্তি কমবে কী করে? এখন ১৯টি ফেরি দিয়ে চাপ সামাল দিতে পারছে না, তখন তো থাকবে কঠিন চাপ।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, এই পথে ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে দুটি যান্ত্রিক ত্রুটির জন্য ভাসমান করখানায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদে ২১টি চলবে। এরই মধ্যে বিকল ফেরিগুলো মেরামত করা হয়েছে। দৌলতদিয়ায় পাঁচটি ও পাটুরিয়াতে পাঁচটি ঘাট সচল রাখা হয়েছে। এ ছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে ঘাট এলাকায় বিভিন্ন অপরাধ বেড়ে যায়। অজ্ঞান পার্টি, ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরতে হয় অনেক যাত্রীকে। এবারের ঈদযাত্রায় যাত্রীরা এমন পরিস্থিতিতে যেন না পড়ে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মহাসড়কে পুলিশের টহল দল থাকবে। ঘাট এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্য থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে