নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আগুনে পুড়ে দুই হাতে গভীর ক্ষত। পায়ের মাংস কেটে লাগানো হয়েছে হাতে। স্ট্যান্ডের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থাতেই যন্ত্রণায় ছটফট করছেন রিপন হোসেন (২৩)। এক মাস ধরে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। আগুনে তিনি প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি তাঁর স্ত্রী হালিমা খাতুন (১৯)। হাসপাতালে ভর্তির পরদিনই মারা যান তিনি।
১৪ মাস আগে হালিমাকে ভালোবেসে ঘরে তুলেছিলেন। ভালোই চলছিল তাঁদের সংসার। ২১ অক্টোবর রাতে তাঁদের ভালোবাসার সংসার আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর শরীরে আগুন লাগে। কে বা কারা আগুন দিয়েছেন বলতে পারছেন না রিপন। এদিকে, হালিমার পরিবারের পক্ষ থেকে রিপনকে দায়ী করে মামলাও করা হয়েছে।
রিপনের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি গ্রামে আর হালিমার বাড়ি মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামে।
গত মঙ্গলবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় রিপনকে। বড় বোন আমিনা খাতুন পোশাক কারখানার চাকরি ফেলে ঢাকা থেকে ছুটে এসেছেন ভাইয়ের জন্য। পাশে দাঁড়িয়ে ছিলেন রিপনের চাচা কলিম উদ্দিন। তিনি জানালেন, খুবই দরিদ্র পরিবারের ছেলে রিপন। নজিপুরে তিনি একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। সেখানে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গ্রামের হালিমার সঙ্গে। এরপর বিয়ে হয়; কিন্তু রিপনের পরিবার বিয়ে মেনে নিলেও আপত্তি ছিল হালিমার পরিবারের।
পরে তাঁরাও মেনে নেন।
২১ অক্টোবর রাতে কলিম দেখেন, গায়ে আগুন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে আসছেন হালিমা। তাঁর শরীরের আগুন নিভিয়ে ঘরে গিয়ে দেখেন, রিপনের শরীরও জ্বলছে। এরপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত পাঠানো হয় রামেক হাসপাতালে। পরদিন বেলা ১১টার দিকে হালিমা মারা যান। এ নিয়ে হালিমার পরিবারের পক্ষ থেকে রিপনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তবে রিপনের দাবি, সে রাতে তাঁরা দুজনেই শুয়ে পড়েছিলেন। হঠাৎ আগুনের তাপে তাঁর ঘুম ভাঙে। কে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। কারও সঙ্গে কোনো শত্রুতা না থাকায় কোনো অনুমানও করতে পারছেন না।
রিপন বলেন, ‘আমি আগুন লাগাইনি। তাও আমার নামে নাকি মামলা করা হয়েছে। এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।’
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, আগুনে হালিমার শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। তাই তাঁকে বাঁচানো যায়নি আর রিপনের দুই হাত, মুখ ও পেট পুড়ে গিয়েছিল। পোড়ার ধরন দেখে মনে হয়েছে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয়েছিল। গত মঙ্গলবার রিপনের পায়ের মাংস কেটে হাতে লাগানো হয়েছে। আজ শনিবার ছুটি দেওয়া হবে।
রিপনদের এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান বলেন, রিপন-হালিমা যে ঘরে থাকত সে ঘরে দুটি জানালা ছিল। সেদিক দিয়ে কেউ আগুন লাগাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কয়েক দিন আগেই তিনি এই থানায় যোগ দিয়েছেন। ঘটনা আগের ওসি থাকার সময়ের। তাই এ ব্যাপারে তিনি কিছু জানেন না। মামলাটি যিনি তদন্ত করছেন তাঁর কাছ থেকে তিনি বিস্তারিত জানার চেষ্টা করবেন।
আগুনে পুড়ে দুই হাতে গভীর ক্ষত। পায়ের মাংস কেটে লাগানো হয়েছে হাতে। স্ট্যান্ডের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থাতেই যন্ত্রণায় ছটফট করছেন রিপন হোসেন (২৩)। এক মাস ধরে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। আগুনে তিনি প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি তাঁর স্ত্রী হালিমা খাতুন (১৯)। হাসপাতালে ভর্তির পরদিনই মারা যান তিনি।
১৪ মাস আগে হালিমাকে ভালোবেসে ঘরে তুলেছিলেন। ভালোই চলছিল তাঁদের সংসার। ২১ অক্টোবর রাতে তাঁদের ভালোবাসার সংসার আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর শরীরে আগুন লাগে। কে বা কারা আগুন দিয়েছেন বলতে পারছেন না রিপন। এদিকে, হালিমার পরিবারের পক্ষ থেকে রিপনকে দায়ী করে মামলাও করা হয়েছে।
রিপনের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি গ্রামে আর হালিমার বাড়ি মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামে।
গত মঙ্গলবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় রিপনকে। বড় বোন আমিনা খাতুন পোশাক কারখানার চাকরি ফেলে ঢাকা থেকে ছুটে এসেছেন ভাইয়ের জন্য। পাশে দাঁড়িয়ে ছিলেন রিপনের চাচা কলিম উদ্দিন। তিনি জানালেন, খুবই দরিদ্র পরিবারের ছেলে রিপন। নজিপুরে তিনি একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। সেখানে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গ্রামের হালিমার সঙ্গে। এরপর বিয়ে হয়; কিন্তু রিপনের পরিবার বিয়ে মেনে নিলেও আপত্তি ছিল হালিমার পরিবারের।
পরে তাঁরাও মেনে নেন।
২১ অক্টোবর রাতে কলিম দেখেন, গায়ে আগুন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে আসছেন হালিমা। তাঁর শরীরের আগুন নিভিয়ে ঘরে গিয়ে দেখেন, রিপনের শরীরও জ্বলছে। এরপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত পাঠানো হয় রামেক হাসপাতালে। পরদিন বেলা ১১টার দিকে হালিমা মারা যান। এ নিয়ে হালিমার পরিবারের পক্ষ থেকে রিপনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তবে রিপনের দাবি, সে রাতে তাঁরা দুজনেই শুয়ে পড়েছিলেন। হঠাৎ আগুনের তাপে তাঁর ঘুম ভাঙে। কে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। কারও সঙ্গে কোনো শত্রুতা না থাকায় কোনো অনুমানও করতে পারছেন না।
রিপন বলেন, ‘আমি আগুন লাগাইনি। তাও আমার নামে নাকি মামলা করা হয়েছে। এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।’
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, আগুনে হালিমার শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। তাই তাঁকে বাঁচানো যায়নি আর রিপনের দুই হাত, মুখ ও পেট পুড়ে গিয়েছিল। পোড়ার ধরন দেখে মনে হয়েছে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয়েছিল। গত মঙ্গলবার রিপনের পায়ের মাংস কেটে হাতে লাগানো হয়েছে। আজ শনিবার ছুটি দেওয়া হবে।
রিপনদের এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান বলেন, রিপন-হালিমা যে ঘরে থাকত সে ঘরে দুটি জানালা ছিল। সেদিক দিয়ে কেউ আগুন লাগাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কয়েক দিন আগেই তিনি এই থানায় যোগ দিয়েছেন। ঘটনা আগের ওসি থাকার সময়ের। তাই এ ব্যাপারে তিনি কিছু জানেন না। মামলাটি যিনি তদন্ত করছেন তাঁর কাছ থেকে তিনি বিস্তারিত জানার চেষ্টা করবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে