আব্দুল আউয়াল, বানারীপাড়া
অগ্রহায়ণের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত পড়তে শুরু করেছে। সাধারণত এ সময় শীতের পোশাক কেনা শুরু করে মানুষ। বানারীপাড়ার বিক্রেতারাও আশায় বুক বেঁধে নানান শীতের পোশাক দোকানে তুলেছেন। তবে বিক্রি নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।
গত দুই বছরে করোনার প্রভাবে শীতকালীন পোশাকের বেচাকেনা তেমন হয়নি দেশে। বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারেও এর ব্যতিক্রম হয়নি, জানান বিক্রেতারা। বাজারে ঘুরে দেখা যায় প্রত্যেক দোকানেই শীতের পোশাকের সমাহার। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি। ক্রেতাদের বাজেটের বাইরে হওয়ায় পোশাক দেখে নাড়াচাড়া করে চলে যান।
বন্দরবাজারে বৈশাখী প্লাসের সামনে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে বলেন, এবারের শীতের পোশাকের দাম একটু বেশিই মনে হচ্ছে। কয়েকটা দিন দেখে তারপর কিনবেন।
দোকানটির স্বত্বাধিকারী শামসুল আলম শীমু বলেন, ‘এখন পর্যন্ত তেমন বেচাকেনা নেই। শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের গরম কাপড়সহ সোয়েটার, চামড়ার জ্যাকেট ও কম্বল উঠিয়েছি। বেশি দাম হওয়ায় কাস্টমার দেখে ঘুরে যায় কিন্তু কেনে না। কিন্তু পোশাকগুলো আমাদের কিনতে হচ্ছে বেশি দামে। আশা রাখি ডিসেম্বরের দিকে শীত বাড়লে বিক্রি ভালো হবে।’
তালুকদার স্টোরের স্বত্বাধিকারী মামুন বলেন, গত দুই বছর করোনা থাকাকালীন দোকানের শুধু লোকসান হয়েছে। এ বছর করোনা শিথিল হওয়ায় ভেবেছিলাম বিক্রি ভালো হবে। তাই প্রচুর কম্বল উঠিয়েছি। প্রত্যেক কম্বল মান অনুযায়ী দাম ২০০ থেকে ৩০০০-৩৫০০ টাকা। সামনে শীত বাড়লে বিক্রি বাড়বে আশা রাখি।’
খাজাবাবা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ বলেন, ‘আমি কম্বলের পাশাপাশি বিভিন্ন ধরনের শাল ও চাদর উঠিয়েছি। প্রত্যেকটি দেশীয় চাদরের দাম ২০০ থেকে ১২০০ টাকা। বিক্রি কেমন হয় এটাই আসল কথা।’
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আশরাফী বলেন, করোনা মহামারির কারণে প্রত্যেক ব্যবসায়ীর কমবেশি ক্ষতি আছেন। এবারের শীতকে সামনে রেখে অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে শীতের পণ্য উঠিয়েছেন। বেচাকেনা ভালো না হলে সমস্যায় পড়বেন।
অগ্রহায়ণের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত পড়তে শুরু করেছে। সাধারণত এ সময় শীতের পোশাক কেনা শুরু করে মানুষ। বানারীপাড়ার বিক্রেতারাও আশায় বুক বেঁধে নানান শীতের পোশাক দোকানে তুলেছেন। তবে বিক্রি নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।
গত দুই বছরে করোনার প্রভাবে শীতকালীন পোশাকের বেচাকেনা তেমন হয়নি দেশে। বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারেও এর ব্যতিক্রম হয়নি, জানান বিক্রেতারা। বাজারে ঘুরে দেখা যায় প্রত্যেক দোকানেই শীতের পোশাকের সমাহার। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি। ক্রেতাদের বাজেটের বাইরে হওয়ায় পোশাক দেখে নাড়াচাড়া করে চলে যান।
বন্দরবাজারে বৈশাখী প্লাসের সামনে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে বলেন, এবারের শীতের পোশাকের দাম একটু বেশিই মনে হচ্ছে। কয়েকটা দিন দেখে তারপর কিনবেন।
দোকানটির স্বত্বাধিকারী শামসুল আলম শীমু বলেন, ‘এখন পর্যন্ত তেমন বেচাকেনা নেই। শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের গরম কাপড়সহ সোয়েটার, চামড়ার জ্যাকেট ও কম্বল উঠিয়েছি। বেশি দাম হওয়ায় কাস্টমার দেখে ঘুরে যায় কিন্তু কেনে না। কিন্তু পোশাকগুলো আমাদের কিনতে হচ্ছে বেশি দামে। আশা রাখি ডিসেম্বরের দিকে শীত বাড়লে বিক্রি ভালো হবে।’
তালুকদার স্টোরের স্বত্বাধিকারী মামুন বলেন, গত দুই বছর করোনা থাকাকালীন দোকানের শুধু লোকসান হয়েছে। এ বছর করোনা শিথিল হওয়ায় ভেবেছিলাম বিক্রি ভালো হবে। তাই প্রচুর কম্বল উঠিয়েছি। প্রত্যেক কম্বল মান অনুযায়ী দাম ২০০ থেকে ৩০০০-৩৫০০ টাকা। সামনে শীত বাড়লে বিক্রি বাড়বে আশা রাখি।’
খাজাবাবা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ বলেন, ‘আমি কম্বলের পাশাপাশি বিভিন্ন ধরনের শাল ও চাদর উঠিয়েছি। প্রত্যেকটি দেশীয় চাদরের দাম ২০০ থেকে ১২০০ টাকা। বিক্রি কেমন হয় এটাই আসল কথা।’
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আশরাফী বলেন, করোনা মহামারির কারণে প্রত্যেক ব্যবসায়ীর কমবেশি ক্ষতি আছেন। এবারের শীতকে সামনে রেখে অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে শীতের পণ্য উঠিয়েছেন। বেচাকেনা ভালো না হলে সমস্যায় পড়বেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে