শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝের বলেশ্বর নদে বহু প্রতীক্ষার পর ফেরি সার্ভিস চালু হয়। এতে দুই তীরের মানুষের মনে স্বস্তি এলেও সেই আনন্দে ভাটা পড়েছে। ফেরি পারাপার এখন তাঁদের কাছে রীতিমতো ভোগান্তিতে পরিণত হয়েছে। ফেরিঘাটে টোল আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বিক্ষোভ করছেন দুই পাড়ের মানুষ।
জানা গেছে, শরণখোলা ও মঠবাড়িয়ার বড়মাছুয়া ফেরিঘাটে পারাপারের খেয়ার ইজারা নিয়ে ফেরিঘাটে এসে জনসাধারণের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। এ নিয়ে শরণখোলা ও মঠবাড়িয়ার ভুক্তভোগী মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শনিবার শরণখোলা পাড়ে বিক্ষোভ মিছিল এবং বড়মাছুয়া পাড়ে ফেরিঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী দুই তীরের মানুষ। এ নিয়ে এলাকায় শরণখোলার পাড়ে উত্তেজিত মানুষ টোলঘর ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শনিবার দুপুরে মঠবাড়িয়ার বড়মাছুয়া ফেরিঘাটে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। এ সময় তারা ফেরি পারাপারে জনসাধারণের কাছ থেকে টোল আদায় বন্ধ করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বড়মাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান কাইয়ূম হাওলাদার, স্কুলশিক্ষক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি মো. আরিফুল ইসলাম ও সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, এ ঘটনায় সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ফেরি পারাপারে জনসাধারণের কাছ থেকে টোল আদায় দ্রুত বন্ধ করা উচিত।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়েছে।
অভিযুক্ত ইজারাদার মো. সালাম হাওলাদার বলেন, পঞ্চাশ লক্ষাধিক টাকায় খেয়ার ইজারা নিয়েছেন। কিন্তু ফেরি চালু হওয়ার পর তাঁদের লোকসান হলে টাকা ফেরত চেয়ে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন। তাঁর নির্দেশনা অনুযায়ী টোল আদায় শুরু করেন। কিন্তু ইজারা না পেয়ে তাঁদের প্রতিপক্ষরা টোলঘর ভেঙে দিয়েছে।
বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝের বলেশ্বর নদে বহু প্রতীক্ষার পর ফেরি সার্ভিস চালু হয়। এতে দুই তীরের মানুষের মনে স্বস্তি এলেও সেই আনন্দে ভাটা পড়েছে। ফেরি পারাপার এখন তাঁদের কাছে রীতিমতো ভোগান্তিতে পরিণত হয়েছে। ফেরিঘাটে টোল আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বিক্ষোভ করছেন দুই পাড়ের মানুষ।
জানা গেছে, শরণখোলা ও মঠবাড়িয়ার বড়মাছুয়া ফেরিঘাটে পারাপারের খেয়ার ইজারা নিয়ে ফেরিঘাটে এসে জনসাধারণের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। এ নিয়ে শরণখোলা ও মঠবাড়িয়ার ভুক্তভোগী মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শনিবার শরণখোলা পাড়ে বিক্ষোভ মিছিল এবং বড়মাছুয়া পাড়ে ফেরিঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী দুই তীরের মানুষ। এ নিয়ে এলাকায় শরণখোলার পাড়ে উত্তেজিত মানুষ টোলঘর ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শনিবার দুপুরে মঠবাড়িয়ার বড়মাছুয়া ফেরিঘাটে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। এ সময় তারা ফেরি পারাপারে জনসাধারণের কাছ থেকে টোল আদায় বন্ধ করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বড়মাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান কাইয়ূম হাওলাদার, স্কুলশিক্ষক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি মো. আরিফুল ইসলাম ও সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, এ ঘটনায় সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ফেরি পারাপারে জনসাধারণের কাছ থেকে টোল আদায় দ্রুত বন্ধ করা উচিত।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়েছে।
অভিযুক্ত ইজারাদার মো. সালাম হাওলাদার বলেন, পঞ্চাশ লক্ষাধিক টাকায় খেয়ার ইজারা নিয়েছেন। কিন্তু ফেরি চালু হওয়ার পর তাঁদের লোকসান হলে টাকা ফেরত চেয়ে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন। তাঁর নির্দেশনা অনুযায়ী টোল আদায় শুরু করেন। কিন্তু ইজারা না পেয়ে তাঁদের প্রতিপক্ষরা টোলঘর ভেঙে দিয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে