শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০৭: ২৬

মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী সোমবার ভোট। শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে ইউনিয়নের অলি-গলি, হাটবাজারের সড়ক ছেয়ে গেছে পোস্টারে।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তৎপর হয়ে উঠছেন। খাওয়া-দাওয়া, বিশ্রাম ভুলে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকা সরগরম করে তুলছেন। অটোরিকশায় মাইক বেঁধে নির্বাচনী গান বাজাচ্ছেন।

তবে প্রার্থীদের প্রচার ও গতিবিধির ওপর নজর রাখছে প্রশাসন। আচরণবিধি নিশ্চিত এবং সুষ্ঠু নির্বাচন পরিপন্থী কার্যক্রম ঠেকাতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রার্থীসহ অনেকেই জরিমানা গুনেছেন।

কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘অন্য সময়ের চাইতে এবারের ইউপি নির্বাচনে জমজমাট প্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার সত্যিকারের পরিবেশ ফুটিয়ে তুলছেন প্রার্থীরা। গণতন্ত্রের অন্যতম বাহক ভোটাধিকার প্রয়োগ ও ভোটারদের মূল্যায়ন সবকিছুরই একটা প্রতিফলন ঘটবে বলে আশা করি।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘নির্বাচন নিয়ে যাঁরা বিভিন্ন কথা বলেন, তাঁদের বলব আপনারা মুরাদনগরে এসে দেখেন নির্বাচনের কী চিত্র। প্রত্যেক প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তাই করছে প্রশাসন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, ‘সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী আচরণবিধি মানছে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। যেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার, সেখানেই তা করছি।’

উপজেলার ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত নারী সদস্য পদে ২১৬ এবং সাধারণ সদস্য পদে ৭৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত