তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে সরিষার চাষ। কৃষকেরা আশা করছেন এইবার সরিষার বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ৭ শত ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরিষা চাষ হয়েছে ৭ শত ৬৮ হেক্টর জমিতে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় রাশি রাশি হলুদে সেজেছে সরিষার মাঠ। পৌষের বাতাসে দোল খাচ্ছে সরিষা।
স্থানীয় কৃষকেরা বলছেন, এক সময় কৃষকেরা আমন ধান কাটার পর জমি পতিত ফেলে রাখত। কিন্তু সরিষা কেটে একই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে অল্প সময়ে একই জমিতে দুটি ফসলের চাষ করে লাভবান হচ্ছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষা একটি লাভজনক ফসল। অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের কৃষক আবদুল হাই বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে দেড় হাজার টাকা করে ব্যয় হয়েছে। বাজারে দাম ভালো থাকলে আশা করি, ভালোই লাভ হবে।’ একই গ্রামের আরেক কৃষক ফজলুর রহমান বলেন, ‘আমি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি ভালো ফলন হবে। এই সরিষা বিক্রি করে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হয়ে যাবে। উপজেলা কৃষি বিভাগের লোকজনের কাছে নিয়মিত পরামর্শ পাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘এক সময় বোরো আবাদের আগে জমি খালি থাকত। এখন অনেকেই সরিষা চাষ করে। কারণ বোরো আবাদের আগেই সরিষা ঘরে তোলা যায়। এতে অল্পসময়ে সরিষা চাষ করে বাড়তি কিছু আয় করা যায়। তা ছাড়া উৎপাদনের খরচ অনেক কম। তাই ঝুঁকিও কম। আমিও চলতি মৌসুমে সরিষার চাষ করেছি। আশা করছি ফলন ভালোই হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে আমি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, যেন কৃষকের কোনো সমস্যায় না পড়েন। আশা করছি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার এই উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে।’
কিশোরগঞ্জের তাড়াইলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে সরিষার চাষ। কৃষকেরা আশা করছেন এইবার সরিষার বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ৭ শত ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরিষা চাষ হয়েছে ৭ শত ৬৮ হেক্টর জমিতে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় রাশি রাশি হলুদে সেজেছে সরিষার মাঠ। পৌষের বাতাসে দোল খাচ্ছে সরিষা।
স্থানীয় কৃষকেরা বলছেন, এক সময় কৃষকেরা আমন ধান কাটার পর জমি পতিত ফেলে রাখত। কিন্তু সরিষা কেটে একই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে অল্প সময়ে একই জমিতে দুটি ফসলের চাষ করে লাভবান হচ্ছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরিষা একটি লাভজনক ফসল। অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের কৃষক আবদুল হাই বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে দেড় হাজার টাকা করে ব্যয় হয়েছে। বাজারে দাম ভালো থাকলে আশা করি, ভালোই লাভ হবে।’ একই গ্রামের আরেক কৃষক ফজলুর রহমান বলেন, ‘আমি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি ভালো ফলন হবে। এই সরিষা বিক্রি করে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হয়ে যাবে। উপজেলা কৃষি বিভাগের লোকজনের কাছে নিয়মিত পরামর্শ পাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘এক সময় বোরো আবাদের আগে জমি খালি থাকত। এখন অনেকেই সরিষা চাষ করে। কারণ বোরো আবাদের আগেই সরিষা ঘরে তোলা যায়। এতে অল্পসময়ে সরিষা চাষ করে বাড়তি কিছু আয় করা যায়। তা ছাড়া উৎপাদনের খরচ অনেক কম। তাই ঝুঁকিও কম। আমিও চলতি মৌসুমে সরিষার চাষ করেছি। আশা করছি ফলন ভালোই হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। স্বল্প সময়ের মধ্যে কৃষককে অধিক ফলন পেতে আমি এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, যেন কৃষকের কোনো সমস্যায় না পড়েন। আশা করছি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার এই উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে