দোহার (ঢাকা) প্রতিনিধি
পাট নিয়ে বিপাকে পড়েছেন ঢাকার দোহারের কৃষকেরা। পানির অভাবে জাগ দিতে পারছেন না তাঁরা। অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ে এবার পানি নেই।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই মাঠের পর মাঠজুড়ে শোভা পাচ্ছে পাটখেত। পাট কাটার উপযোগী হলেও পানির অভাবে বেশির ভাগ জমির পাট কাটা শুরু হয়নি। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, ডোবায় পানি জমেনি। রোদে পাট নষ্ট হয়ে যাওয়ায় অনেকে পাট কেটে জমিতেই রেখে দিচ্ছেন। অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। আবার অনেকেই অল্প পানিতে পাট পচিয়ে আঁশ ছড়ানোর কাজ করছেন।
দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, নারিশা, মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির আশায় চাষিরা পাট কেটে খেতেই রেখেছেন। কেউ কেউ নিজ বাড়ির পুকুরে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার সড়কের পাশের ডোবা, খাল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচানোর জন্য জাগ দিচ্ছেন।
মাহমুদপুর ইউনিয়নের চাষি ওহাব বলেন, ‘পানির অভাবে আমরা পাট জাগ দিতে পারছি না। পাট নিয়ে বিপদে আছি।’
নয়াবাড়ি ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, এবার পাটের ভালো ফলন হয়েছে। কিন্তু পানি না থাকায় কাটা হচ্ছে না।
বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকার কৃষক ওমর জানান, তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। ফলন ভালো হলেও পানি না থাকায় জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে।
এ বিষয়ে দোহার উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াকুব মামুন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলায় এবার তোষা, মেসতা ও দেশি জাতের পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশি জাতের পাটের চাষাবাদ হয়েছে ১২ হেক্টরে, তোষা ৩৮ হেক্টর ও মেসতা ২৭ হেক্টরে। একবার ফলনও ভালো হয়েছে। তবে যে বৃষ্টি হয়েছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়। পাটচাষিদের ল্যাটিনিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাট নিয়ে বিপাকে পড়েছেন ঢাকার দোহারের কৃষকেরা। পানির অভাবে জাগ দিতে পারছেন না তাঁরা। অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ে এবার পানি নেই।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই মাঠের পর মাঠজুড়ে শোভা পাচ্ছে পাটখেত। পাট কাটার উপযোগী হলেও পানির অভাবে বেশির ভাগ জমির পাট কাটা শুরু হয়নি। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, ডোবায় পানি জমেনি। রোদে পাট নষ্ট হয়ে যাওয়ায় অনেকে পাট কেটে জমিতেই রেখে দিচ্ছেন। অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। আবার অনেকেই অল্প পানিতে পাট পচিয়ে আঁশ ছড়ানোর কাজ করছেন।
দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, নারিশা, মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির আশায় চাষিরা পাট কেটে খেতেই রেখেছেন। কেউ কেউ নিজ বাড়ির পুকুরে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার সড়কের পাশের ডোবা, খাল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচানোর জন্য জাগ দিচ্ছেন।
মাহমুদপুর ইউনিয়নের চাষি ওহাব বলেন, ‘পানির অভাবে আমরা পাট জাগ দিতে পারছি না। পাট নিয়ে বিপদে আছি।’
নয়াবাড়ি ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, এবার পাটের ভালো ফলন হয়েছে। কিন্তু পানি না থাকায় কাটা হচ্ছে না।
বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকার কৃষক ওমর জানান, তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। ফলন ভালো হলেও পানি না থাকায় জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে।
এ বিষয়ে দোহার উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াকুব মামুন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলায় এবার তোষা, মেসতা ও দেশি জাতের পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশি জাতের পাটের চাষাবাদ হয়েছে ১২ হেক্টরে, তোষা ৩৮ হেক্টর ও মেসতা ২৭ হেক্টরে। একবার ফলনও ভালো হয়েছে। তবে যে বৃষ্টি হয়েছে, তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়। পাটচাষিদের ল্যাটিনিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে