গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় দুটি খালে অবৈধভাবে বাঁধ ও নেটপাটা দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এভাবে মাছ চাষে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ধান চাষ ব্যাহত হচ্ছে। উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নভুক্ত ওড়াবুনিয়া বিলের মধুমারী ও বিষের খাল নামের দুটি খালের চিত্র এটি।
এ ঘটনায় এলাকার ভুক্তভোগী রবিউল ইসলাম মিঠুসহ লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, ওড়াবুনিয়া বিলে এলাকার সাধারণ মানুষের অন্তত ২ হাজার একর ফসলি জমি রয়েছে। ওই জমিতে তাঁরা ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। বিলের ভেতর দিয়ে বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শুষ্ক মৌসুমে ধান ও মাছ চাষাবাদের জন্য মধুমারী ও বিষের খাল নামক দুটি খাল রয়েছে।
কিন্তু কয়েক বছর ধরে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিয়ার রহমান সরদার, দক্ষিণ চুকনগর গ্রামের প্রভাবশালী ব্যক্তি আলতাপ হোসেন শেখ, চাকুন্দিয়া গ্রামের আলমগীর শেখ, নরনিয়া গ্রামের সিরাজুল ইসলাম শেখ, মালতিয়া গ্রামের জব্বার মল্লিক ও আব্দুল হালিম মোড়ল, মাগুরাঘোনা গ্রামের সোহেল শেখসহ কতিপয় জমির মালিক তাঁদের জমির পাশ দিয়ে প্রবাহিত খাল দুটির বিভিন্ন অংশে অবৈধভাবে বাঁধ, পাটা দিয়ে ঘের তৈরি করে মাছ চাষ করছেন।
এতে খাল দিয়ে পানি সরবরাহে বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বিলের মৎস্যঘের তলিয়ে ভেসে যাওয়া এবং ধানের চাষ ব্যাহত হচ্ছে। অপরদিকে মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম, ঘোষড়া, কাঞ্চনপুর, হোগলাডাঙ্গা, মাগুরাঘোনা গ্রামসহ পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ খাল দুটিতে বাঁধ থাকায় পানি বের হতে না পারায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আসছে।
এ ছাড়া শুষ্ক মৌসুমে বিলের হাজার হাজার কৃষক তাঁদের উৎপাদিত ধান ও মাছ চাষাবাদের জন্য পানি পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। ফলে বিলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মাগুরাঘোনা এলাকার রবিউল ইসলাম মিঠু, বিমল চন্দ্র দাস, মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে জানান, ২০০৩ সালের দিকে এলাকায় সন্ত্রাসী বাহিনীর দাপট দেখিয়ে কতিপয় অসাধু ব্যক্তি সরকারি নদী-খাল জবর-দখল করে অবৈধভাবে ঘের তৈরি করে ভোগদখল করে আসছে। ২০১৮ সালের দিকে অতি বর্ষণে এলাকা প্লাবিত হওয়ার কারণে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসন দুটি ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। কিছুদিন যেতে না যেতে আবারও সেই সব লোকজন খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘের মালিক আলতাপ শেখ বলেন, ‘বিলে আমার অনেক জমি। তাই যাতে খাল দিয়ে লবণ পানি উঠে ধানের ক্ষতি করতে না পারে, তার জন্য আমি খালে বাঁধ দিয়েছি। চার বছর আগে একবার এলাকার লোকজন বাঁধ কেটে দেওয়ায় বিলে লবণপানি ঢুকে ধানের ক্ষতি হয়েছিল।
বিষয়টি নিয়ে আমি এমপি স্যারকে জানালে তিনি খাল আবারও বেঁধে দিতে বলেন।’ সরকারি খালের জমি বৈধ কোনো বন্দোবস্ত নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো বন্দোবস্ত নেওয়া নেই। আমার পূর্বপুরুষেরা এখানে ঘের দিয়ে মাছ চাষ করে আসছিল। আমিও সেই ধারাবাহিকতায় দখলে আছি।’
খুলনার ডুমুরিয়ায় দুটি খালে অবৈধভাবে বাঁধ ও নেটপাটা দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এভাবে মাছ চাষে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ধান চাষ ব্যাহত হচ্ছে। উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নভুক্ত ওড়াবুনিয়া বিলের মধুমারী ও বিষের খাল নামের দুটি খালের চিত্র এটি।
এ ঘটনায় এলাকার ভুক্তভোগী রবিউল ইসলাম মিঠুসহ লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, ওড়াবুনিয়া বিলে এলাকার সাধারণ মানুষের অন্তত ২ হাজার একর ফসলি জমি রয়েছে। ওই জমিতে তাঁরা ধান ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। বিলের ভেতর দিয়ে বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শুষ্ক মৌসুমে ধান ও মাছ চাষাবাদের জন্য মধুমারী ও বিষের খাল নামক দুটি খাল রয়েছে।
কিন্তু কয়েক বছর ধরে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিয়ার রহমান সরদার, দক্ষিণ চুকনগর গ্রামের প্রভাবশালী ব্যক্তি আলতাপ হোসেন শেখ, চাকুন্দিয়া গ্রামের আলমগীর শেখ, নরনিয়া গ্রামের সিরাজুল ইসলাম শেখ, মালতিয়া গ্রামের জব্বার মল্লিক ও আব্দুল হালিম মোড়ল, মাগুরাঘোনা গ্রামের সোহেল শেখসহ কতিপয় জমির মালিক তাঁদের জমির পাশ দিয়ে প্রবাহিত খাল দুটির বিভিন্ন অংশে অবৈধভাবে বাঁধ, পাটা দিয়ে ঘের তৈরি করে মাছ চাষ করছেন।
এতে খাল দিয়ে পানি সরবরাহে বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বিলের মৎস্যঘের তলিয়ে ভেসে যাওয়া এবং ধানের চাষ ব্যাহত হচ্ছে। অপরদিকে মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম, ঘোষড়া, কাঞ্চনপুর, হোগলাডাঙ্গা, মাগুরাঘোনা গ্রামসহ পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ খাল দুটিতে বাঁধ থাকায় পানি বের হতে না পারায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আসছে।
এ ছাড়া শুষ্ক মৌসুমে বিলের হাজার হাজার কৃষক তাঁদের উৎপাদিত ধান ও মাছ চাষাবাদের জন্য পানি পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। ফলে বিলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মাগুরাঘোনা এলাকার রবিউল ইসলাম মিঠু, বিমল চন্দ্র দাস, মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে জানান, ২০০৩ সালের দিকে এলাকায় সন্ত্রাসী বাহিনীর দাপট দেখিয়ে কতিপয় অসাধু ব্যক্তি সরকারি নদী-খাল জবর-দখল করে অবৈধভাবে ঘের তৈরি করে ভোগদখল করে আসছে। ২০১৮ সালের দিকে অতি বর্ষণে এলাকা প্লাবিত হওয়ার কারণে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের নির্দেশনায় জেলা ও উপজেলা প্রশাসন দুটি ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। কিছুদিন যেতে না যেতে আবারও সেই সব লোকজন খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘের মালিক আলতাপ শেখ বলেন, ‘বিলে আমার অনেক জমি। তাই যাতে খাল দিয়ে লবণ পানি উঠে ধানের ক্ষতি করতে না পারে, তার জন্য আমি খালে বাঁধ দিয়েছি। চার বছর আগে একবার এলাকার লোকজন বাঁধ কেটে দেওয়ায় বিলে লবণপানি ঢুকে ধানের ক্ষতি হয়েছিল।
বিষয়টি নিয়ে আমি এমপি স্যারকে জানালে তিনি খাল আবারও বেঁধে দিতে বলেন।’ সরকারি খালের জমি বৈধ কোনো বন্দোবস্ত নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো বন্দোবস্ত নেওয়া নেই। আমার পূর্বপুরুষেরা এখানে ঘের দিয়ে মাছ চাষ করে আসছিল। আমিও সেই ধারাবাহিকতায় দখলে আছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে