সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির রূপক কুমার সাহা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের ছাত্র।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশের সরকারি, বেসরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩টি অনুষদের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে চারুকারু অধিক্ষেত্র থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী রূপক কুমার সাহাকে নির্বাচিত করা হয়।
২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষে, স্পিকারের হাত থেকে ক্রেস্ট, সনদ ও চেক গ্রহণ করেন রূপক। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
রূপক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম হওয়ার যোগ্যতা অর্জন করেন। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা স্কুলের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় ২০১৯ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান তিনি।
১৯৯৪ সালের বগুড়া সারিয়াকান্দি পৌরসভার বাজার এলাকায় রূপকের জন্ম। রুমা রানী সাহা ও নন্দ দুলাল সাহার একমাত্র ছেলে তিনি। সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর হাতেখড়ি। রূপক সারিয়াকান্দি সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং সারিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০১৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন।
রূপক বলেন, ‘সারিয়াকান্দির হয়ে এ রকম একটা জাতীয় পর্যায়ের স্বীকৃতি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আমাকে এ স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হওয়ায় ভাস্কর্য ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী রূপক কুমার সাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুবির উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বঙ্গবন্ধু স্কলারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আছেন ৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ জন, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে রয়েছেন ১ জন।
‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির রূপক কুমার সাহা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের ছাত্র।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশের সরকারি, বেসরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩টি অনুষদের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে চারুকারু অধিক্ষেত্র থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী রূপক কুমার সাহাকে নির্বাচিত করা হয়।
২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষে, স্পিকারের হাত থেকে ক্রেস্ট, সনদ ও চেক গ্রহণ করেন রূপক। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
রূপক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম হওয়ার যোগ্যতা অর্জন করেন। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা স্কুলের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় ২০১৯ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান তিনি।
১৯৯৪ সালের বগুড়া সারিয়াকান্দি পৌরসভার বাজার এলাকায় রূপকের জন্ম। রুমা রানী সাহা ও নন্দ দুলাল সাহার একমাত্র ছেলে তিনি। সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর হাতেখড়ি। রূপক সারিয়াকান্দি সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং সারিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০১৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন।
রূপক বলেন, ‘সারিয়াকান্দির হয়ে এ রকম একটা জাতীয় পর্যায়ের স্বীকৃতি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আমাকে এ স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বঙ্গবন্ধু স্কলার নির্বাচিত হওয়ায় ভাস্কর্য ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী রূপক কুমার সাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুবির উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বঙ্গবন্ধু স্কলারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আছেন ৭ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ জন, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে রয়েছেন ১ জন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে