নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুপুরের তাতানো রোদ। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সামনে শিশুশিক্ষার্থী আর তাদের অভিভাবকদের ভিড়। এক মা এসেছেন ছেলেকে নিয়ে। দুজনই গলদঘর্ম। ছেলেকে কোনো মতে স্কুলে ঢুকিয়ে তিনি ছুটলেন ছায়ার দিকে। রাজধানী শহরে ছায়া মেলাও ভার।
ঢাকাসহ সারা দেশে এক মাসের বেশি সময় পর গতকাল স্কুল-
কলেজে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল সবার। বেশি কষ্ট পেতে হয়েছে শিশুশিক্ষার্থীদের।তবে এত গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভক্তি দেখা গেল অভিভাবকদের মধ্যে। শিশুদের কষ্টের
কথা ভেবে ক্ষুব্ধ অনেক অভিভাবক। তবে কেউ কেউ আবার বলছেন, স্কুল-কলেজ খোলা দরকার। শিশুদের পড়াশোনায় ঘাটতি হচ্ছে। গরমের মধ্যে হয়তো স্কুল শুরু ও শেষের সময় এগিয়ে নিয়ে আসা যেতে পারে।
৫ জেলায় স্কুল-কলেজ আজ বন্ধ
গতকাল দেশের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এই অবস্থায় তাপমাত্রা অতিরিক্ত বেশি এমন পাঁচটি জেলায় আজ সোমবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলাগুলো হলো—ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলা। গতকাল রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী ওই পাঁচ জেলায় আজ সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।
কিছু শিক্ষার্থী অসুস্থ
দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও গতকাল ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের উপস্থিতির হার কম ছিল। প্রচণ্ড তাপপ্রবাহ চলায় অভিভাবকেরাও স্কুলে বাচ্চাদের পাঠাননি।
এ দিকে প্রচণ্ড গরমে সারা দেশে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুলের ১৪ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চবিদ্যালয়েও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
অভিভাবকেরা বিভক্ত
রাজধানী বনশ্রী আইডিয়ালের আশপাশেই আছে আরও কিছু স্কুল। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, ন্যাশনাল আইডিয়াল স্কুল, রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজ ও ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। শেষের প্রতিষ্ঠানটির ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন অভিভাবক। তাঁদের চেহারা উদ্বিগ্ন।
তাঁদেরই একজন সুবর্ণা খান। তাঁর মতে, ‘যে গরম পড়েছে তাতে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখা উচিত ছিল। শুনেছি হিট স্ট্রোকে একটা বাচ্চা মারাও গেছে। বাচ্চারা তো আর বড় না!।’
সুবর্ণা খানের কথার সঙ্গে যোগ দেন আরেকজন মা। তিনি নাসরিন আক্তার। তাঁর কথা, ‘দুপুর ১২টার পরে তাপ বেশি। তাই সকালেই যদি দুই শিফট করা যেত, তাহলে ভালো হতো। আগে তো জীবন।’
তবে স্কুল খোলার পক্ষেও আছেন কোনো কোনো অভিভাবক। তেমনই একজন আনোয়ার হোসেন। তাঁর কথা, পড়ালেখা ব্যাহত হচ্ছে। গরমের দিনে গরম থাকবে। বাড়িতেও গরম। স্কুলেও গরম। সুতরাং স্কুল খোলায় খুব একটা সমস্যা মনে করছেন না তিনি।
একজন মা একেবারে যেন দৌড়ে এলেন আইডিয়াল স্কুলের সামনে। তাঁর গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। ছেলেটাও হাঁসফাঁস করছে। নাম প্রকাশ করার শর্তে তিনি বললেন, ‘পরীক্ষা এগিয়ে আসছে। পড়ালেখা না করলে খারাপ করবে। বাসায় তো পড়ালেখা হয় না। এখন একটা কাজ করা যেতে পারে। কিছুদিন বন্ধ কিছুদিন খোলা রেখে আগানো যেতে পারে। একেবারে বন্ধ করে দিলে বিপদ।’
স্কুল খোলা বা বন্ধ রাখা নিয়ে গতকাল নিজের অবস্থান স্পষ্ট করেছেন করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে আসার আশঙ্কা রয়েছে। এটা বাংলাদেশে তো নতুন নয়।
সুতরাং, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয়।
দুপুরের তাতানো রোদ। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সামনে শিশুশিক্ষার্থী আর তাদের অভিভাবকদের ভিড়। এক মা এসেছেন ছেলেকে নিয়ে। দুজনই গলদঘর্ম। ছেলেকে কোনো মতে স্কুলে ঢুকিয়ে তিনি ছুটলেন ছায়ার দিকে। রাজধানী শহরে ছায়া মেলাও ভার।
ঢাকাসহ সারা দেশে এক মাসের বেশি সময় পর গতকাল স্কুল-
কলেজে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল সবার। বেশি কষ্ট পেতে হয়েছে শিশুশিক্ষার্থীদের।তবে এত গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভক্তি দেখা গেল অভিভাবকদের মধ্যে। শিশুদের কষ্টের
কথা ভেবে ক্ষুব্ধ অনেক অভিভাবক। তবে কেউ কেউ আবার বলছেন, স্কুল-কলেজ খোলা দরকার। শিশুদের পড়াশোনায় ঘাটতি হচ্ছে। গরমের মধ্যে হয়তো স্কুল শুরু ও শেষের সময় এগিয়ে নিয়ে আসা যেতে পারে।
৫ জেলায় স্কুল-কলেজ আজ বন্ধ
গতকাল দেশের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এই অবস্থায় তাপমাত্রা অতিরিক্ত বেশি এমন পাঁচটি জেলায় আজ সোমবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলাগুলো হলো—ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলা। গতকাল রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী ওই পাঁচ জেলায় আজ সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।
কিছু শিক্ষার্থী অসুস্থ
দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও গতকাল ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের উপস্থিতির হার কম ছিল। প্রচণ্ড তাপপ্রবাহ চলায় অভিভাবকেরাও স্কুলে বাচ্চাদের পাঠাননি।
এ দিকে প্রচণ্ড গরমে সারা দেশে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুলের ১৪ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চবিদ্যালয়েও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
অভিভাবকেরা বিভক্ত
রাজধানী বনশ্রী আইডিয়ালের আশপাশেই আছে আরও কিছু স্কুল। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, ন্যাশনাল আইডিয়াল স্কুল, রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজ ও ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। শেষের প্রতিষ্ঠানটির ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন অভিভাবক। তাঁদের চেহারা উদ্বিগ্ন।
তাঁদেরই একজন সুবর্ণা খান। তাঁর মতে, ‘যে গরম পড়েছে তাতে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখা উচিত ছিল। শুনেছি হিট স্ট্রোকে একটা বাচ্চা মারাও গেছে। বাচ্চারা তো আর বড় না!।’
সুবর্ণা খানের কথার সঙ্গে যোগ দেন আরেকজন মা। তিনি নাসরিন আক্তার। তাঁর কথা, ‘দুপুর ১২টার পরে তাপ বেশি। তাই সকালেই যদি দুই শিফট করা যেত, তাহলে ভালো হতো। আগে তো জীবন।’
তবে স্কুল খোলার পক্ষেও আছেন কোনো কোনো অভিভাবক। তেমনই একজন আনোয়ার হোসেন। তাঁর কথা, পড়ালেখা ব্যাহত হচ্ছে। গরমের দিনে গরম থাকবে। বাড়িতেও গরম। স্কুলেও গরম। সুতরাং স্কুল খোলায় খুব একটা সমস্যা মনে করছেন না তিনি।
একজন মা একেবারে যেন দৌড়ে এলেন আইডিয়াল স্কুলের সামনে। তাঁর গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। ছেলেটাও হাঁসফাঁস করছে। নাম প্রকাশ করার শর্তে তিনি বললেন, ‘পরীক্ষা এগিয়ে আসছে। পড়ালেখা না করলে খারাপ করবে। বাসায় তো পড়ালেখা হয় না। এখন একটা কাজ করা যেতে পারে। কিছুদিন বন্ধ কিছুদিন খোলা রেখে আগানো যেতে পারে। একেবারে বন্ধ করে দিলে বিপদ।’
স্কুল খোলা বা বন্ধ রাখা নিয়ে গতকাল নিজের অবস্থান স্পষ্ট করেছেন করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে আসার আশঙ্কা রয়েছে। এটা বাংলাদেশে তো নতুন নয়।
সুতরাং, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে