নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত আর যোগাযোগ করেনি সোমালির জলদস্যুরা। বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগে এই বিরতি জলদস্যুদের কৌশল। নিজেদের গুরুত্ব বোঝাতে ও বেশি মুক্তিপণ নির্ধারণের জন্য তারা বিরতি দিচ্ছে।
জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং কোম্পানির মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেছেন, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ ও জাহাজটির ২৩ নাবিককে উদ্ধারপ্রক্রিয়া দ্রুত হবে। তাঁদের উদ্ধারে ২০১০ সালে একই গোষ্ঠীর হাতে জিম্মি জাহান মনি ও ২৬ জিম্মি উদ্ধারের মতো ১০০ দিন লাগবে না।
ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে জিম্মি করার গতকাল ছিল ১০ম দিন। জাহাজটি ছিনতাইয়ের নবম দিনে গত বুধবার দুপুর ১২টার দিকে জলদস্যুরা যোগাযোগ করে মালিকপক্ষের সঙ্গে। এসআর শিপিং কোম্পানির মুখপাত্র মিজানুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টা পর্যন্ত আর যোগাযোগ হয়নি।
জলদস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগকে ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে জানান বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
মিজানুল ইসলামের তথ্যমতে, ১৬ মার্চ রাত ৮টায় সর্বশেষ জাহাজটিতে থাকা এক নাবিকের সঙ্গে মালিকপক্ষের কথা হয়। তিনি জাহাজের সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছিলেন। এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার জলদস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়, যা স্বস্তিদায়ক।
১৪ মার্চ রাত ৮টার দিকে সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে সাত নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল সমান ১ দশমিক ৮৫২ কিলোমিটার) দূরে জলদস্যুরা ছিনতাইয়ের পর প্রথম জাহাজটি নোঙর করেছিল। ১৫ মার্চ গ্যারাকাদ উপকূল থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তরে অবস্থান নেয়। ১৫ মার্চ রাত ৮টায় জাহাজটির অবস্থান ছিল উপকূলবর্তী গদবজিরান নামক স্থান থেকে মাত্র ৪ নটিক্যাল মাইল দূরে। এরপর আর অবস্থান বদলের তথ্য পাওয়া যায়নি।
১৬ মার্চ ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে। গত ডিসেম্বরে জলদস্যুরা ওই জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছিল। কমান্ডো অভিযানে ১৭ নাবিককে মুক্ত এবং ৩৫ জলদস্যুকে আটক করেছে ভারতীয় নৌবাহিনী। এরপর এমভি আবদুল্লাহকেও উদ্ধারে আন্তর্জাতিক নৌসেনা ও সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশের যৌথ অভিযানের প্রস্তুতির কথা গণমাধ্যমে আসে। এতে নড়েচড়ে বসেছিল জাহাজের মালিকপক্ষ ও সরকার।
এ ধরনের অভিযানকে বিপজ্জনক বলেছেন তাঁরা। নৌ বিশেষজ্ঞরাও একই মত দিয়ে বলেন, জলদস্যুদের সঙ্গে যেকোনো উপায়ে সমঝোতাই জাহাজ ও জিম্মিদের মুক্তির একমাত্র উপায়। সেই উপায় বেরিয়ে আসায় উদ্ধারপ্রক্রিয়া দ্রুত হবে বলে জানান জাহাজ মালিকপক্ষ।
মো. মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের সঙ্গে বুধবার যোগাযোগের মধ্য দিয়ে আলাপ-আলোচনার একটা পরিবেশ সৃষ্টির সুযোগ হয়েছে। মুক্তিপণের বিষয়ে কোনো কথা হয়নি।
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত আর যোগাযোগ করেনি সোমালির জলদস্যুরা। বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগে এই বিরতি জলদস্যুদের কৌশল। নিজেদের গুরুত্ব বোঝাতে ও বেশি মুক্তিপণ নির্ধারণের জন্য তারা বিরতি দিচ্ছে।
জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং কোম্পানির মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেছেন, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ ও জাহাজটির ২৩ নাবিককে উদ্ধারপ্রক্রিয়া দ্রুত হবে। তাঁদের উদ্ধারে ২০১০ সালে একই গোষ্ঠীর হাতে জিম্মি জাহান মনি ও ২৬ জিম্মি উদ্ধারের মতো ১০০ দিন লাগবে না।
ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে জিম্মি করার গতকাল ছিল ১০ম দিন। জাহাজটি ছিনতাইয়ের নবম দিনে গত বুধবার দুপুর ১২টার দিকে জলদস্যুরা যোগাযোগ করে মালিকপক্ষের সঙ্গে। এসআর শিপিং কোম্পানির মুখপাত্র মিজানুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টা পর্যন্ত আর যোগাযোগ হয়নি।
জলদস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগকে ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে জানান বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
মিজানুল ইসলামের তথ্যমতে, ১৬ মার্চ রাত ৮টায় সর্বশেষ জাহাজটিতে থাকা এক নাবিকের সঙ্গে মালিকপক্ষের কথা হয়। তিনি জাহাজের সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছিলেন। এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার জলদস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়, যা স্বস্তিদায়ক।
১৪ মার্চ রাত ৮টার দিকে সোমালিয়ার গ্যারাকাদ উপকূল থেকে সাত নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল সমান ১ দশমিক ৮৫২ কিলোমিটার) দূরে জলদস্যুরা ছিনতাইয়ের পর প্রথম জাহাজটি নোঙর করেছিল। ১৫ মার্চ গ্যারাকাদ উপকূল থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তরে অবস্থান নেয়। ১৫ মার্চ রাত ৮টায় জাহাজটির অবস্থান ছিল উপকূলবর্তী গদবজিরান নামক স্থান থেকে মাত্র ৪ নটিক্যাল মাইল দূরে। এরপর আর অবস্থান বদলের তথ্য পাওয়া যায়নি।
১৬ মার্চ ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে। গত ডিসেম্বরে জলদস্যুরা ওই জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছিল। কমান্ডো অভিযানে ১৭ নাবিককে মুক্ত এবং ৩৫ জলদস্যুকে আটক করেছে ভারতীয় নৌবাহিনী। এরপর এমভি আবদুল্লাহকেও উদ্ধারে আন্তর্জাতিক নৌসেনা ও সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশের যৌথ অভিযানের প্রস্তুতির কথা গণমাধ্যমে আসে। এতে নড়েচড়ে বসেছিল জাহাজের মালিকপক্ষ ও সরকার।
এ ধরনের অভিযানকে বিপজ্জনক বলেছেন তাঁরা। নৌ বিশেষজ্ঞরাও একই মত দিয়ে বলেন, জলদস্যুদের সঙ্গে যেকোনো উপায়ে সমঝোতাই জাহাজ ও জিম্মিদের মুক্তির একমাত্র উপায়। সেই উপায় বেরিয়ে আসায় উদ্ধারপ্রক্রিয়া দ্রুত হবে বলে জানান জাহাজ মালিকপক্ষ।
মো. মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের সঙ্গে বুধবার যোগাযোগের মধ্য দিয়ে আলাপ-আলোচনার একটা পরিবেশ সৃষ্টির সুযোগ হয়েছে। মুক্তিপণের বিষয়ে কোনো কথা হয়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে