দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্নির্বাচন দাবি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৬

সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য (জিরাফ) প্রার্থী রহিমা খাতুন ও তাঁর ছেলে মাসুদ রানার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার খাসপুর মোড়ের পাশে কলারোয়া-সোনাবাড়িয়া প্রধান সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রহিমা খাতুনের বোন বিউটি খাতুন ৷ তিনি বলেন, নির্বাচন ঘিরে তাঁর বোনের পরিবার এখন সমস্যার সম্মুখীন। বোন ও তাঁর ছেলেকে সন্ত্রাসীরা জখম করে ফেলে রেখে গেলে পথচারীরা উদ্ধার করে প্রথমে সোনাবাড়িয়া নার্সিং হোমে নিয়ে যান। সেখান থেকে পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পরপরই রহিমা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রহিমা খাতুনের ছেলে মাসুদ রানা বলেন, ‘মাকে নিয়ে মোটরসাইকেলে কলারোয়া থেকে বাড়ি সোনাবাড়িয়ার উদ্দেশ ফিরছিলাম। খাসপুরের মোড় পার হয়ে সামান্য একটু সামনে এলেই মুখবাঁধা কয়েকজন আমাদের গতিরোধ করে। মুহূর্তেই সাত-আটজন যুবক এসে এলোপাতাড়ি কিল, ঘুষি মারতে থাকে। মা মাটিতে পড়ে গেলে তাঁকে লাথি মেরে প্রচণ্ড রকম আঘাত করতে থাকে। দুপুর হওয়ায় সেখানে অন্য কোনো মানুষ ছিল না। দূর থেকে মানুষ বহনের মাহিন্দ্র আসতে দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুখ বাঁধা থাকায় তাঁদের কাউকে চিনতে পারিনি।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নারী সদস্য রহিমা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর রক্তপাত এখনো বন্ধ হয়নি। গত বুধবার সন্ধ্যার দিকে জ্ঞান ফিরেছে। তিনি এখন অনেকটা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ও দুই প্রার্থী একই সংখ্যক ভোট পাওয়ায় পুনর্নির্বাচনের দাবিতে সোনাবাড়িয়ায় মানববন্ধন করেছে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কয়েক শ নারী-পুরুষ। মানববন্ধনে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

একই আসনের দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় অতি দ্রুত একটি পুনর্নির্বাচনের জোর দাবি জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস বলেন, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণের পরে সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দুজন প্রার্থী একই ভোট পেয়েছেন ৷ এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন দেওয়া হয়েছে। নির্বাচনের তারিখ ও ভোটগ্রহণের অনুমতির চিঠি পেলে আবার ভোটগ্রহণ করা হবে ৷

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত