দৌলতপুর প্রতিনিধি
মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় মো. আজাদ (৩৫) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আজাদ মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি দুপুরে পৌরসভার আন্ধারমানিক গ্রামে নিজের সরিষাখেতে কৃষক কালীচরণ বেড়া দিচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী চর বেউথা এলাকার মো. আজাদ কালীচরণ মণ্ডলের কাছে দা চায়। দা দেওয়া-নেওয়া নিয়ে আজাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় কালীচরণ মণ্ডলের। এর একপর্যায়ে আজাদ কালীচরণ মণ্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর কৃষক কালীচরণ মণ্ডলের ডান হাত কেটে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আজাদকে আটক করে।
এই ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে গোপালচরণ মণ্ডল বাদী হয়ে আজাদকে একমাত্র আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। সদর থানার উপপরিদর্শক মো. শাহ-আলম পরের বছর ২০১৫ সালের ২৪ মে আসামি আজাদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। পরে মামলার বিচারকাজে আদালত ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব সাক্ষ্যগ্রহণ ও প্রমাণাদির ভিত্তিতে আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার বিকেল ৪টার দিকে বিচারক আজাদকে আমৃত্যু কারাদণ্ড রায় দেন। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আজাদের স্বজনেরা।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ টি এম শাহজাহান।
আসামিপক্ষের আইনজীবী এ টি এম শাহজাহান বলেন, ‘আমার মক্কেল মানসিক রোগী। এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আদালতের রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
তবে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত কালীচরণ মণ্ডলের ছেলে মামলার বাদী গোপালচরণ মণ্ডল।
মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় মো. আজাদ (৩৫) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেল ৪টায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আজাদ মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি দুপুরে পৌরসভার আন্ধারমানিক গ্রামে নিজের সরিষাখেতে কৃষক কালীচরণ বেড়া দিচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী চর বেউথা এলাকার মো. আজাদ কালীচরণ মণ্ডলের কাছে দা চায়। দা দেওয়া-নেওয়া নিয়ে আজাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় কালীচরণ মণ্ডলের। এর একপর্যায়ে আজাদ কালীচরণ মণ্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর কৃষক কালীচরণ মণ্ডলের ডান হাত কেটে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আজাদকে আটক করে।
এই ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে গোপালচরণ মণ্ডল বাদী হয়ে আজাদকে একমাত্র আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। সদর থানার উপপরিদর্শক মো. শাহ-আলম পরের বছর ২০১৫ সালের ২৪ মে আসামি আজাদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। পরে মামলার বিচারকাজে আদালত ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব সাক্ষ্যগ্রহণ ও প্রমাণাদির ভিত্তিতে আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার বিকেল ৪টার দিকে বিচারক আজাদকে আমৃত্যু কারাদণ্ড রায় দেন। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আজাদের স্বজনেরা।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ টি এম শাহজাহান।
আসামিপক্ষের আইনজীবী এ টি এম শাহজাহান বলেন, ‘আমার মক্কেল মানসিক রোগী। এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আদালতের রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
তবে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত কালীচরণ মণ্ডলের ছেলে মামলার বাদী গোপালচরণ মণ্ডল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে