মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি
যশোর সদরের বসুন্দিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রস্তাবিত রেলপথের সঙ্গে অন্তর্ভুক্তির দাবি উঠেছে বাদ পড়া মনিরামপুর ও কেশবপুরে। জেলার বাকি ছয় জেলা প্রস্তাবিত রেলপথের আওতায় থাকলেও বাদ পড়েছে মনিরামপুর ও কেশবপুর।
এ জন্য গতকাল সোমবার উপজেলা দুটির বিভিন্ন সংগঠনের ব্যানারে রেলপথের দাবিতে মানববন্ধন করা হয়। তাঁরা বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবি জানান।
সোমবার বেলা ১১টার দিকে মনিরামপুরে প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন করে ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠন। অপরদিকে একই দিন বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মনিরামপুর: ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন বক্তারা বলেন, সম্প্রতি নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ কাজ খুব দ্রুত শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর, নাভারণ হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথ থেকে বাদ পড়েছে জেলার কেশবপুর ও মনিরামপুর এ দুই উপজেলা।
তাঁরা বলেন, রেলপথ পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেলপথের দূরত্ব কমবে ৪৩ কিলোমিটার। অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধু সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে। এতে করে যশোরের সব কটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে।
মানববন্ধনে বক্তব্য দেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, আয়োজক শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
কেশবপুর: কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান প্রমুখ।
যশোর সদরের বসুন্দিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রস্তাবিত রেলপথের সঙ্গে অন্তর্ভুক্তির দাবি উঠেছে বাদ পড়া মনিরামপুর ও কেশবপুরে। জেলার বাকি ছয় জেলা প্রস্তাবিত রেলপথের আওতায় থাকলেও বাদ পড়েছে মনিরামপুর ও কেশবপুর।
এ জন্য গতকাল সোমবার উপজেলা দুটির বিভিন্ন সংগঠনের ব্যানারে রেলপথের দাবিতে মানববন্ধন করা হয়। তাঁরা বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবি জানান।
সোমবার বেলা ১১টার দিকে মনিরামপুরে প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন করে ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠন। অপরদিকে একই দিন বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মনিরামপুর: ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন বক্তারা বলেন, সম্প্রতি নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ কাজ খুব দ্রুত শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর, নাভারণ হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথ থেকে বাদ পড়েছে জেলার কেশবপুর ও মনিরামপুর এ দুই উপজেলা।
তাঁরা বলেন, রেলপথ পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেলপথের দূরত্ব কমবে ৪৩ কিলোমিটার। অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধু সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে। এতে করে যশোরের সব কটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে।
মানববন্ধনে বক্তব্য দেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, আয়োজক শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
কেশবপুর: কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে