নৌকার পক্ষে কাজ না করায় ভূমিহীনকে উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০৭: ১০

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১০ বছর আগে স্বামী পরিত্যক্ত ও ভূমিহীন নারী মুক্তারা বেগমকে নিজের জায়গাতে বাড়ি করতে দিয়েছিলেন সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। কিন্তু নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করার কারণে তাঁর বাড়ি ভাঙচুর করে তাড়িয়ে দেন নৌকার প্রার্থীর সমর্থকেরা। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের রিপন মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গোবরাতলা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরাফুল ইসলাম আজিজি। সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ হাজার ৬৬৭ ভোট পেয়ে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।

অভিযোগ উঠেছে, নির্বাচনে হেরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা হঠাৎ করে গত শনিবার সন্ধ্যায় মুক্তারা বেগমের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তাঁদের বাড়ি থেকে কোনো কিছু বের করারও সুযোগ দেওয়া হয়নি।

জানা যায়, সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজির ইচ্ছাতেই তাঁর জমিতে ১০ বছর আগে বাড়ি নির্মাণ করেন মুক্তারা বেগম। এর পর থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি। বাড়ির পাশে রাস্তাসংলগ্ন ছোট্ট মুদিখানার দোকান ও কয়েকটি ছাগল পালন করেই তাঁর সংসার চলত। বাড়ি ভাঙচুর করায় এখন আশ্রয় নিয়েছেন ছোট ভাই সাদিকুল ইসলামের বাড়িতে।

মুক্তারা বেগম বলেন, ‘সকাল হলেই আমার কীভাবে দিন পার হবে, তা নিয়েই চিন্তা করতে হয়। আমার এসব ভোট নিয়ে ভাবার সময় নাই। কিন্তু তারপরও নৌকার ভোট না করার কারণে আমার বাড়ি ভাঙচুর করেছে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ১৫-২০ জন।’

বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী আরাফুল ইসলাম আজিজি বলেন, নির্বাচনের সঙ্গে বাড়ি ভাঙচুরের কোনো সম্পর্ক নেই। তাঁর জায়গাটিতে অন্য স্থাপনা নির্মাণ করা হবে। তাই তাঁর লোকজন তাঁদের বের করে জায়গাটি পরিষ্কার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারব না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

স্বামীও জানতেন না স্ত্রী ঢাকা মেডিকেলের ছাত্রী নন

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যারা

এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত