নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলায় দেড় মাস ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বন্ধ রয়েছে। সরবরাহ না থাকায় নবজাতকদের দেওয়া চারটি টিকার মধ্যে তিনটিরই মজুত ফুরিয়ে গেছে। ফলে প্রতিদিনই অভিভাবকদের নবজাতক নিয়ে টিকাকেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে।
জানা গেছে, শিশুদের জন্মের পর প্রথম দফায় হাত ও পায়ে যে চারটি টিকা দেওয়া হয়, তার মধ্যে তিনটির সরবরাহ নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়সংলগ্ন ইপিআই টিকাদানকেন্দ্রে দেখা হয় বিবি লাকী আক্তারের সঙ্গে। তিন মাস বয়সী শিশু বিবি জুলেখাকে নিয়ে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে টিকা দেওয়ানোর জন্য এসেছিলেন তিনি। কিন্তু টিকাদানকেন্দ্রে এসে জানতে পারেন, নবজাতকের জন্মের পর প্রথম যে চারটি টিকা দিতে হয়, তার মধ্যে তিনটির সরবরাহ নেই।
বিষয়টি জানতে পেরে সন্তান নিয়ে এদিক-সেদিক খোঁজ নিতে থাকেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে মজুত থাকা একটি টিকা দিয়েই তাঁকে ফিরে যেতে হয়েছে। বাকি তিনটি টিকা কবেনাগাদ পাবেন, সে বিষয়েও সঠিক তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
একই কথা জানালেন উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রাম থেকে আসা আড়াই মাস বয়সী শিশু ইমতিয়াজ হোসেনের মা মোসাম্মত সাজেদা। তিনি শিশু ইমতিয়াজের জন্মের ৪৫ দিনের মাথায় সিভিল সার্জন কার্যালয়সংলগ্ন ইপিআইকেন্দ্রে এসে শিশুকে শুধু বিসিজি টিকা দেওয়াতে পেরেছেন। পেন্টা, পিসিভি ও আইপিভি টিকা না থাকায় সেগুলো না দিয়েই ফিরে যেতে হয়েছে সাজেদাকে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুর ছয় সপ্তাহ হলে আইপিভি টিকার প্রথম ডোজ ও ১৪ সপ্তাহে দ্বিতীয় ডোজ দিতে হয়। একই সময়ে পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব), ওপিভি এবং পিসিভি টিকার প্রথম ডোজ দিতে হয়। তারপর কমপক্ষে চার সপ্তাহ বা ২৮ দিনের ব্যবধানে এসব টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ দিতে হয়। শিশুর ২৭০ দিন পূর্ণ হলেই শিশুকে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়স পূর্ণ হলে দ্বিতীয় ডোজ এমআর (হাম ও রুবেলা) টিকা দিতে হয়। কিন্তু জেলায় দেড় মাস ধরে বিসিজি টিকা থাকলেও পেন্টা, পিসিভি ও আইপিভির মজুত নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভার ২ হাজার ২৩৫টি ইপিআই টিকাদানকেন্দ্রে প্রতিবছর ২৭ হাজার ৭৯৪ সেশনে বিনা মূল্যে টিকাদান করে সরকার। প্রতিবছর জেলার লক্ষ্য ১ লাখ ১২ হাজার ৭৫২টি নবজাতককে টিকাদান। তিন মাস পরপর ঢাকা থেকে এসব টিকা এনে মজুত এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নোয়াখালীতে সবশেষ চলতি বছরের ২৭ জুলাই ৩৩ হাজার ৬০০ ভায়াল পেন্টা, আট হাজার ভায়াল পিসিভি ও ৬৬০ ভায়াল আইপিভি টিকা সরবরাহ করা হয়; যা আগস্টের মাঝামাঝি শেষ হয়ে যায়। এরপর থেকে আর কোনো টিকা আসেনি।
জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট অজিত রঞ্জন পাল বলেন, ‘টিকা ঢাকাতেই সরবরাহ নেই। সারা দেশে একই অবস্থা। বিভিন্ন দাতা সংস্থা আমাদের দেশে টিকাগুলো দিয়ে থাকে। হয়তো তারা সময়মতো দিতে পারছে না।’
নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহেই টিকা পাব।’
নোয়াখালী জেলায় দেড় মাস ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বন্ধ রয়েছে। সরবরাহ না থাকায় নবজাতকদের দেওয়া চারটি টিকার মধ্যে তিনটিরই মজুত ফুরিয়ে গেছে। ফলে প্রতিদিনই অভিভাবকদের নবজাতক নিয়ে টিকাকেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে।
জানা গেছে, শিশুদের জন্মের পর প্রথম দফায় হাত ও পায়ে যে চারটি টিকা দেওয়া হয়, তার মধ্যে তিনটির সরবরাহ নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়সংলগ্ন ইপিআই টিকাদানকেন্দ্রে দেখা হয় বিবি লাকী আক্তারের সঙ্গে। তিন মাস বয়সী শিশু বিবি জুলেখাকে নিয়ে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রাম থেকে টিকা দেওয়ানোর জন্য এসেছিলেন তিনি। কিন্তু টিকাদানকেন্দ্রে এসে জানতে পারেন, নবজাতকের জন্মের পর প্রথম যে চারটি টিকা দিতে হয়, তার মধ্যে তিনটির সরবরাহ নেই।
বিষয়টি জানতে পেরে সন্তান নিয়ে এদিক-সেদিক খোঁজ নিতে থাকেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে মজুত থাকা একটি টিকা দিয়েই তাঁকে ফিরে যেতে হয়েছে। বাকি তিনটি টিকা কবেনাগাদ পাবেন, সে বিষয়েও সঠিক তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
একই কথা জানালেন উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রাম থেকে আসা আড়াই মাস বয়সী শিশু ইমতিয়াজ হোসেনের মা মোসাম্মত সাজেদা। তিনি শিশু ইমতিয়াজের জন্মের ৪৫ দিনের মাথায় সিভিল সার্জন কার্যালয়সংলগ্ন ইপিআইকেন্দ্রে এসে শিশুকে শুধু বিসিজি টিকা দেওয়াতে পেরেছেন। পেন্টা, পিসিভি ও আইপিভি টিকা না থাকায় সেগুলো না দিয়েই ফিরে যেতে হয়েছে সাজেদাকে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুর ছয় সপ্তাহ হলে আইপিভি টিকার প্রথম ডোজ ও ১৪ সপ্তাহে দ্বিতীয় ডোজ দিতে হয়। একই সময়ে পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব), ওপিভি এবং পিসিভি টিকার প্রথম ডোজ দিতে হয়। তারপর কমপক্ষে চার সপ্তাহ বা ২৮ দিনের ব্যবধানে এসব টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ দিতে হয়। শিশুর ২৭০ দিন পূর্ণ হলেই শিশুকে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়স পূর্ণ হলে দ্বিতীয় ডোজ এমআর (হাম ও রুবেলা) টিকা দিতে হয়। কিন্তু জেলায় দেড় মাস ধরে বিসিজি টিকা থাকলেও পেন্টা, পিসিভি ও আইপিভির মজুত নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভার ২ হাজার ২৩৫টি ইপিআই টিকাদানকেন্দ্রে প্রতিবছর ২৭ হাজার ৭৯৪ সেশনে বিনা মূল্যে টিকাদান করে সরকার। প্রতিবছর জেলার লক্ষ্য ১ লাখ ১২ হাজার ৭৫২টি নবজাতককে টিকাদান। তিন মাস পরপর ঢাকা থেকে এসব টিকা এনে মজুত এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নোয়াখালীতে সবশেষ চলতি বছরের ২৭ জুলাই ৩৩ হাজার ৬০০ ভায়াল পেন্টা, আট হাজার ভায়াল পিসিভি ও ৬৬০ ভায়াল আইপিভি টিকা সরবরাহ করা হয়; যা আগস্টের মাঝামাঝি শেষ হয়ে যায়। এরপর থেকে আর কোনো টিকা আসেনি।
জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট অজিত রঞ্জন পাল বলেন, ‘টিকা ঢাকাতেই সরবরাহ নেই। সারা দেশে একই অবস্থা। বিভিন্ন দাতা সংস্থা আমাদের দেশে টিকাগুলো দিয়ে থাকে। হয়তো তারা সময়মতো দিতে পারছে না।’
নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহেই টিকা পাব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে