রিমন রহমান, রাজশাহী
রাজশাহী শহরের লাগোয়া পবা উপজেলার অনেকটা অংশ নিয়ে সিটি করপোরেশনের পরিধি বাড়াতে চান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এতে পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনের এলাকা ছোট হয়ে যাবে বলে অখুশি ওই আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্বও তৈরি হয়। তবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে দলীয় মেয়র প্রার্থী লিটনের পক্ষে মাঠে নেমেছেন তিনি।
‘লিটনবিরোধী’ হিসেবে পরিচিত রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও দূরত্ব ঘুচিয়েছেন। আপত্তিকর ভিডিও ফাঁসকাণ্ডে বেকায়দায় পড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও মাঠে নেমেছেন লিটনের পক্ষে। তবে দলীয় এই দুই নেতার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ।
এমপি আয়েন উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গত বুধবার পবার নওহাটায় মতবিনিময় সভায় মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে পবা আওয়ামী লীগের নেতাদের নগরে প্রচার চালাতে বলেন। কারণ, পবার অনেক মানুষ ও তাঁদের স্বজন সিটি নির্বাচনের ভোটার।
এদিকে বুধবার বিকেলে ডাবলু সরকার তাঁর অনুসারী কিছু নেতা-কর্মী নিয়ে ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে আবারও লিটনকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই লিফলেটে গত পাঁচ বছরে মেয়র লিটনের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ভিডিও ফাঁস ইস্যুতে দলীয় পদ হারানোর ঝুঁকিতে আছেন ডাবলু সরকার। পদ বাঁচানোর জন্য কেন্দ্রের মন জোগাতে লিটনের জন্য মাঠে নেমেছেন। এমপি আয়েন উদ্দিনও কেন্দ্রের মন জোগাতে চান।
জানতে চাইলে ডাবলু সরকার বলেন, ‘আমাকে কেউ চাক কিংবা না চাক, আমি নৌকার পক্ষে আছি। নৌকাকে বিজয়ী করতে কাজ শুরু করেছি।’ তবে আয়েন উদ্দিনের সঙ্গে কথা বলা যায়নি। তিনি ফোনও ধরেননি।
এমপি আয়েন উদ্দিন ও ডাবলু সরকারের বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘এত দিন তাঁরা খায়রুজ্জামান লিটনের বিরোধিতা করলেন, এখন কেন তাঁর জন্য মাঠে নামলেন—সেটা একটু চিন্তার বিষয়। এ জন্য আমরা তাঁদের ব্যাপারে সতর্ক আছি। তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও কিছুদিন পর্যবেক্ষণের পর তাঁদের ব্যাপারে মন্তব্য করা যাবে।’
আওয়ামী লীগের সূত্র বলেছে, ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনবার এমপি নির্বাচিত হওয়া ফজলে হোসেন বাদশা গত দুই বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মেয়রের সমালোচনা করেছেন। এ কারণে মেয়র গত দুই বছর তাঁর সঙ্গে কথা বলেননি। এড়িয়ে চলেছেন। মেয়র পদে লিটন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বাদশা তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। সিটি নির্বাচন নিয়ে ২ মে রাজশাহী ১৪ দলের সভায় দুজন পাশাপাশি বসেন। বাদশা আগামী সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী হতে চান।
এ বিষয়ে এমপি বাদশার সঙ্গে কথা বলা যায়নি। ফোন করলেও ধরেননি। তবে ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, আগের দুই বছরে বাদশার সমালোচনা ‘ভুল-বোঝাবুঝি’।
এমপি বাদশার ব্যাপারে মহানগর আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু বলেন, ‘আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি এমপি হয়ে আমাদের দলের নেতাদেরই সমালোচনা করেছেন। এখন এসব “ভুল-বোঝাবুঝি” ছিল বলে জানিয়েছেন। আমরাও চাই না এ রকম ভুল-বোঝাবুঝি হোক।’
জাপা প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় প্রার্থী জাপার মহানগর আহ্বায়ক স্বপন না থাকলেও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ কিংবা ২১ মে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র লিটনের পক্ষে ইতিমধ্যে মনোনয়নপত্র তোলা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরশিদ আলম ফারুকীকে প্রার্থী ঘোষণা করলেও তাঁর পক্ষে মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।
রাজশাহী শহরের লাগোয়া পবা উপজেলার অনেকটা অংশ নিয়ে সিটি করপোরেশনের পরিধি বাড়াতে চান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এতে পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ আসনের এলাকা ছোট হয়ে যাবে বলে অখুশি ওই আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্বও তৈরি হয়। তবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে দলীয় মেয়র প্রার্থী লিটনের পক্ষে মাঠে নেমেছেন তিনি।
‘লিটনবিরোধী’ হিসেবে পরিচিত রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও দূরত্ব ঘুচিয়েছেন। আপত্তিকর ভিডিও ফাঁসকাণ্ডে বেকায়দায় পড়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও মাঠে নেমেছেন লিটনের পক্ষে। তবে দলীয় এই দুই নেতার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে মহানগর আওয়ামী লীগ।
এমপি আয়েন উদ্দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গত বুধবার পবার নওহাটায় মতবিনিময় সভায় মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে পবা আওয়ামী লীগের নেতাদের নগরে প্রচার চালাতে বলেন। কারণ, পবার অনেক মানুষ ও তাঁদের স্বজন সিটি নির্বাচনের ভোটার।
এদিকে বুধবার বিকেলে ডাবলু সরকার তাঁর অনুসারী কিছু নেতা-কর্মী নিয়ে ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে আবারও লিটনকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই লিফলেটে গত পাঁচ বছরে মেয়র লিটনের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ভিডিও ফাঁস ইস্যুতে দলীয় পদ হারানোর ঝুঁকিতে আছেন ডাবলু সরকার। পদ বাঁচানোর জন্য কেন্দ্রের মন জোগাতে লিটনের জন্য মাঠে নেমেছেন। এমপি আয়েন উদ্দিনও কেন্দ্রের মন জোগাতে চান।
জানতে চাইলে ডাবলু সরকার বলেন, ‘আমাকে কেউ চাক কিংবা না চাক, আমি নৌকার পক্ষে আছি। নৌকাকে বিজয়ী করতে কাজ শুরু করেছি।’ তবে আয়েন উদ্দিনের সঙ্গে কথা বলা যায়নি। তিনি ফোনও ধরেননি।
এমপি আয়েন উদ্দিন ও ডাবলু সরকারের বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘এত দিন তাঁরা খায়রুজ্জামান লিটনের বিরোধিতা করলেন, এখন কেন তাঁর জন্য মাঠে নামলেন—সেটা একটু চিন্তার বিষয়। এ জন্য আমরা তাঁদের ব্যাপারে সতর্ক আছি। তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও কিছুদিন পর্যবেক্ষণের পর তাঁদের ব্যাপারে মন্তব্য করা যাবে।’
আওয়ামী লীগের সূত্র বলেছে, ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনবার এমপি নির্বাচিত হওয়া ফজলে হোসেন বাদশা গত দুই বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মেয়রের সমালোচনা করেছেন। এ কারণে মেয়র গত দুই বছর তাঁর সঙ্গে কথা বলেননি। এড়িয়ে চলেছেন। মেয়র পদে লিটন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বাদশা তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। সিটি নির্বাচন নিয়ে ২ মে রাজশাহী ১৪ দলের সভায় দুজন পাশাপাশি বসেন। বাদশা আগামী সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী হতে চান।
এ বিষয়ে এমপি বাদশার সঙ্গে কথা বলা যায়নি। ফোন করলেও ধরেননি। তবে ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, আগের দুই বছরে বাদশার সমালোচনা ‘ভুল-বোঝাবুঝি’।
এমপি বাদশার ব্যাপারে মহানগর আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু বলেন, ‘আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি এমপি হয়ে আমাদের দলের নেতাদেরই সমালোচনা করেছেন। এখন এসব “ভুল-বোঝাবুঝি” ছিল বলে জানিয়েছেন। আমরাও চাই না এ রকম ভুল-বোঝাবুঝি হোক।’
জাপা প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় প্রার্থী জাপার মহানগর আহ্বায়ক স্বপন না থাকলেও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২০ কিংবা ২১ মে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র লিটনের পক্ষে ইতিমধ্যে মনোনয়নপত্র তোলা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরশিদ আলম ফারুকীকে প্রার্থী ঘোষণা করলেও তাঁর পক্ষে মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে