বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুটি ঘটনার চিত্রনাট্য প্রায় একই। প্রথম ঘটনা ঘটে ২০১৭ সালের ১০ এপ্রিল। ওই দিন একটি টিভি অনুষ্ঠানে এসে রীতিমতো বোমা ফাটান অপু বিশ্বাস। ১৫ মাস বয়সী সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন অপু। তাঁর ওই লাইভের পর সারা দেশ জেনে যায় শাকিব-অপুর সম্পর্কের কাহিনি। ২০০৮ সালে শাকিবের সঙ্গে অপুর বিয়ে, দীর্ঘ বছরের সংসার, ২০১৬ সালে সন্তানের আগমন, এরপর অপুর অন্তরালে চলে যাওয়া। এসব ঘটনা সামনে আসার পর শাকিবের ভূমিকা নিয়ে কম বিতর্ক হয়নি! প্রথমে তো অপুর দাবিকে অস্বীকার করে বসেন শাকিব। একপর্যায়ে সন্তানের পরিচয় স্বীকার করলেও স্ত্রী হিসেবে অপুকে মেনে নিতে প্রবল আপত্তি ছিল দেশের ‘শীর্ষ’ চিত্রনায়কের। পরবর্তী সময়ে তো শাকিবের সঙ্গে অপুর ছাড়াছাড়িই হয়ে যায়।
পাঁচ বছর পর, ২৭ সেপ্টেম্বর ২০২২, বাংলা সিনেমায় আবার একই গল্পের পুনরাবৃত্তি। একই নাটকের মঞ্চায়ন। এবারের গল্পেও নায়ক শাকিব। তবে বদলে গেছে নায়িকা। পাঁচ বছর আগে শাকিবের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করায় যে বুবলী সোশ্যাল মিডিয়ায় তুলাধোনা করেছিলেন অপুকে, এবার সেই বুবলী একই পরিস্থিতির শিকার। দুটি ঘটনার চিত্রনাট্যে কেবল এটুকুই পার্থক্য—অপু ছেলের জন্ম দিয়েছিলেন কলকাতায়, আর বুবলী যুক্তরাষ্ট্রে। একজন ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন টিভি লাইভে, অন্যজন বেবি বাম্পের ছবি নিয়ে দ্বারস্থ হয়েছেন সোশ্যাল মিডিয়ার। অপুর চিত্রনাট্যের শেষটায় ছিল প্রচুর কান্না, আর বুবলীর শেষ দৃশ্যে আছে স্বস্তি।
তবে প্রথম ঘটনার মতো গল্পের নায়ক শাকিব এবার স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে নিন্দেমন্দ করেননি। বরং বুবলীর ফেসবুক স্ট্যাটাস কপি-পেস্ট করে জানিয়ে দিয়েছেন, ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।’ অথচ পাঁচ বছর আগে শাকিবের কাছ থেকে এটুকু স্বীকৃতি পেতে কম কান্না ঝরাতে হয়নি অপুকে!
তারকাদের বিয়ে নিয়ে লুকোচুরির ঘটনা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগেও ঘটেছে। ওমর সানী-মৌসুমী, শাকিল খান-পপি, ইমন, সাইমন, পরীমণি—অনেকেই আড়ালে বিয়ে করেছেন। জানা গেছে অনেক পরে। তবে বিয়ে লুকানোর বিষয়টিকে রীতিমতো ‘শিল্পের পর্যায়ে’ নিয়ে গেছেন শাকিব খান! তাঁর মতো এত ‘সফলভাবে’ এত বছর গোপন সংসার চালিয়ে যেতে পারেননি কেউ। বছরের পর বছর তিনি মিডিয়ার সামনে সম্পর্কের কথা অস্বীকার করে গেছেন। অপু কিংবা বুবলীও শাকিবের শিখিয়ে দেওয়া বুলি আওড়েছেন দিনের পর দিন। শাকিবের লেখা চিত্রনাট্যের চরিত্র হয়ে তাঁরাও অভিনয় করে গেছেন। কতটা হাহুতাশ বুকে নিয়ে ওইসব মুখস্থ দৃশ্যে, মুখস্থ সংলাপে অপু কিংবা বুবলীকে দিনের পর দিন অভিনয় করে যেতে হয়েছে, সেটা অনুমান করাটাও কঠিন। সত্যিই কঠিন।
গুঞ্জনে আরও এক নায়িকার নাম
শাকিব খানের বয়স ৪৩, পূজা চেরির ২২। এই দুই তারকাকে ঘিরেও গুঞ্জনের ছড়াছড়ি। বলা হচ্ছে, পূজার প্রেমে মজেছেন শাকিব খান। ‘গলুই’ সিনেমার শুটিংয়েই এই প্রেমের সূত্রপাত। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তাঁরা; তৈরি হয়েছে সখ্য। এরপরই ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন।
তবে তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। শাকিব খান, পূজা ও তাঁর মায়ের মোবাইলে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
তবে জানা যায়, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পূজা। মিলেছে সেখানকার ভিসা। সবকিছু ঠিক থাকলে এই অক্টোবরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন বলে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বুবলীর সঙ্গে ছাড়াছাড়ি!
শাকিব ও বুবলীর স্ট্যাটাস বিশ্লেষণেও ঘোলাজল কিছুটা হলেও পরিষ্কার হয়। বুবলীর স্ট্যাটাসে পাওয়া যায় শাকিবের সঙ্গে ছেলের ছবি, তবে শাকিবের স্ট্যাটাসে মেলে না বুবলীর ছবি। একটু পেছনে ফিরে অনেকেই বলছেন, গত বছরই বিচ্ছেদ হয়ে গেছে শাকিব খান-বুবলীর।
শোনা যায়, ২০১৯ সালের মে-এপ্রিলের দিকে যখন মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ সিনেমার শুটিং চলছিল, বুবলীর উত্তরার বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় তখন।
কেউ কেউ বলছেন, বুবলীর সঙ্গে শাকিবের আপসরফার মাধ্যমে আনুষ্ঠানিক ছাড়াছাড়িও হয়ে গেছে। তবে সব খবরই গুঞ্জনে ভাসছে। শাকিব কিংবা বুবলী কেউই এ নিয়ে কিছুই বলেননি।
অপু যাচ্ছেন শাকিবের বাড়ি
২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালে ছাড়াছাড়ি হয় তাঁদের। তত দিনে জন্ম নিয়েছে তাঁদের সন্তান আব্রাম। অনেকের ধারণা, শাকিব-অপুরও সম্পর্কের বরফ নাকি গলতে শুরু করেছে আবার। অপু এখন প্রায়ই সময় কাটান শাকিবের বাসায়। গত মঙ্গলবার শাকিবের বাসায় ছেলে আব্রামের জন্মদিন উদ্যাপন করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন অপু। ক্যাপশন দিয়েছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায় শাকিবের মা-বাবাসহ পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন অপু ও আব্রাম। অপু বলেছেন, ‘দাদাবাড়িতে আব্রাম সবার মধ্যমণি। জয় আমার সঙ্গে থাকলেও প্রায়ই দাদাবাড়ি যায়, তাঁদের ভীষণ স্নেহ পায়।’ শাকিবের সঙ্গেও মাঝেমধ্যে কথা হয় বলে জানান অপু।
গভীর রাতে সিদ্ধান্ত
শাকিব-বুবলীর গোপন কথা প্রকাশ হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত হয় বুধবার দিবাগত রাতে। বুবলীর বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। সিদ্ধান্তে পৌঁছাতে গিয়ে মধ্যরাত পেরিয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত হয় শুক্রবার সন্তানের ছবি প্রকাশ্যে আসবে। জানা যায়, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, তবে বুবলী তাঁর অবস্থানে অনড় ছিলেন। কারণ, সন্তান নিয়ে ক্রমেই নানা প্রশ্নে জর্জরিত হচ্ছিলেন বুবলী। তাই, শেষ পর্যন্ত ছবি প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দুটি ঘটনার চিত্রনাট্য প্রায় একই। প্রথম ঘটনা ঘটে ২০১৭ সালের ১০ এপ্রিল। ওই দিন একটি টিভি অনুষ্ঠানে এসে রীতিমতো বোমা ফাটান অপু বিশ্বাস। ১৫ মাস বয়সী সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন অপু। তাঁর ওই লাইভের পর সারা দেশ জেনে যায় শাকিব-অপুর সম্পর্কের কাহিনি। ২০০৮ সালে শাকিবের সঙ্গে অপুর বিয়ে, দীর্ঘ বছরের সংসার, ২০১৬ সালে সন্তানের আগমন, এরপর অপুর অন্তরালে চলে যাওয়া। এসব ঘটনা সামনে আসার পর শাকিবের ভূমিকা নিয়ে কম বিতর্ক হয়নি! প্রথমে তো অপুর দাবিকে অস্বীকার করে বসেন শাকিব। একপর্যায়ে সন্তানের পরিচয় স্বীকার করলেও স্ত্রী হিসেবে অপুকে মেনে নিতে প্রবল আপত্তি ছিল দেশের ‘শীর্ষ’ চিত্রনায়কের। পরবর্তী সময়ে তো শাকিবের সঙ্গে অপুর ছাড়াছাড়িই হয়ে যায়।
পাঁচ বছর পর, ২৭ সেপ্টেম্বর ২০২২, বাংলা সিনেমায় আবার একই গল্পের পুনরাবৃত্তি। একই নাটকের মঞ্চায়ন। এবারের গল্পেও নায়ক শাকিব। তবে বদলে গেছে নায়িকা। পাঁচ বছর আগে শাকিবের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করায় যে বুবলী সোশ্যাল মিডিয়ায় তুলাধোনা করেছিলেন অপুকে, এবার সেই বুবলী একই পরিস্থিতির শিকার। দুটি ঘটনার চিত্রনাট্যে কেবল এটুকুই পার্থক্য—অপু ছেলের জন্ম দিয়েছিলেন কলকাতায়, আর বুবলী যুক্তরাষ্ট্রে। একজন ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন টিভি লাইভে, অন্যজন বেবি বাম্পের ছবি নিয়ে দ্বারস্থ হয়েছেন সোশ্যাল মিডিয়ার। অপুর চিত্রনাট্যের শেষটায় ছিল প্রচুর কান্না, আর বুবলীর শেষ দৃশ্যে আছে স্বস্তি।
তবে প্রথম ঘটনার মতো গল্পের নায়ক শাকিব এবার স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে নিন্দেমন্দ করেননি। বরং বুবলীর ফেসবুক স্ট্যাটাস কপি-পেস্ট করে জানিয়ে দিয়েছেন, ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।’ অথচ পাঁচ বছর আগে শাকিবের কাছ থেকে এটুকু স্বীকৃতি পেতে কম কান্না ঝরাতে হয়নি অপুকে!
তারকাদের বিয়ে নিয়ে লুকোচুরির ঘটনা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগেও ঘটেছে। ওমর সানী-মৌসুমী, শাকিল খান-পপি, ইমন, সাইমন, পরীমণি—অনেকেই আড়ালে বিয়ে করেছেন। জানা গেছে অনেক পরে। তবে বিয়ে লুকানোর বিষয়টিকে রীতিমতো ‘শিল্পের পর্যায়ে’ নিয়ে গেছেন শাকিব খান! তাঁর মতো এত ‘সফলভাবে’ এত বছর গোপন সংসার চালিয়ে যেতে পারেননি কেউ। বছরের পর বছর তিনি মিডিয়ার সামনে সম্পর্কের কথা অস্বীকার করে গেছেন। অপু কিংবা বুবলীও শাকিবের শিখিয়ে দেওয়া বুলি আওড়েছেন দিনের পর দিন। শাকিবের লেখা চিত্রনাট্যের চরিত্র হয়ে তাঁরাও অভিনয় করে গেছেন। কতটা হাহুতাশ বুকে নিয়ে ওইসব মুখস্থ দৃশ্যে, মুখস্থ সংলাপে অপু কিংবা বুবলীকে দিনের পর দিন অভিনয় করে যেতে হয়েছে, সেটা অনুমান করাটাও কঠিন। সত্যিই কঠিন।
গুঞ্জনে আরও এক নায়িকার নাম
শাকিব খানের বয়স ৪৩, পূজা চেরির ২২। এই দুই তারকাকে ঘিরেও গুঞ্জনের ছড়াছড়ি। বলা হচ্ছে, পূজার প্রেমে মজেছেন শাকিব খান। ‘গলুই’ সিনেমার শুটিংয়েই এই প্রেমের সূত্রপাত। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তাঁরা; তৈরি হয়েছে সখ্য। এরপরই ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন।
তবে তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। শাকিব খান, পূজা ও তাঁর মায়ের মোবাইলে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
তবে জানা যায়, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পূজা। মিলেছে সেখানকার ভিসা। সবকিছু ঠিক থাকলে এই অক্টোবরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন বলে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বুবলীর সঙ্গে ছাড়াছাড়ি!
শাকিব ও বুবলীর স্ট্যাটাস বিশ্লেষণেও ঘোলাজল কিছুটা হলেও পরিষ্কার হয়। বুবলীর স্ট্যাটাসে পাওয়া যায় শাকিবের সঙ্গে ছেলের ছবি, তবে শাকিবের স্ট্যাটাসে মেলে না বুবলীর ছবি। একটু পেছনে ফিরে অনেকেই বলছেন, গত বছরই বিচ্ছেদ হয়ে গেছে শাকিব খান-বুবলীর।
শোনা যায়, ২০১৯ সালের মে-এপ্রিলের দিকে যখন মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ সিনেমার শুটিং চলছিল, বুবলীর উত্তরার বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় তখন।
কেউ কেউ বলছেন, বুবলীর সঙ্গে শাকিবের আপসরফার মাধ্যমে আনুষ্ঠানিক ছাড়াছাড়িও হয়ে গেছে। তবে সব খবরই গুঞ্জনে ভাসছে। শাকিব কিংবা বুবলী কেউই এ নিয়ে কিছুই বলেননি।
অপু যাচ্ছেন শাকিবের বাড়ি
২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালে ছাড়াছাড়ি হয় তাঁদের। তত দিনে জন্ম নিয়েছে তাঁদের সন্তান আব্রাম। অনেকের ধারণা, শাকিব-অপুরও সম্পর্কের বরফ নাকি গলতে শুরু করেছে আবার। অপু এখন প্রায়ই সময় কাটান শাকিবের বাসায়। গত মঙ্গলবার শাকিবের বাসায় ছেলে আব্রামের জন্মদিন উদ্যাপন করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন অপু। ক্যাপশন দিয়েছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায় শাকিবের মা-বাবাসহ পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন অপু ও আব্রাম। অপু বলেছেন, ‘দাদাবাড়িতে আব্রাম সবার মধ্যমণি। জয় আমার সঙ্গে থাকলেও প্রায়ই দাদাবাড়ি যায়, তাঁদের ভীষণ স্নেহ পায়।’ শাকিবের সঙ্গেও মাঝেমধ্যে কথা হয় বলে জানান অপু।
গভীর রাতে সিদ্ধান্ত
শাকিব-বুবলীর গোপন কথা প্রকাশ হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত হয় বুধবার দিবাগত রাতে। বুবলীর বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। সিদ্ধান্তে পৌঁছাতে গিয়ে মধ্যরাত পেরিয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত হয় শুক্রবার সন্তানের ছবি প্রকাশ্যে আসবে। জানা যায়, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, তবে বুবলী তাঁর অবস্থানে অনড় ছিলেন। কারণ, সন্তান নিয়ে ক্রমেই নানা প্রশ্নে জর্জরিত হচ্ছিলেন বুবলী। তাই, শেষ পর্যন্ত ছবি প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে