আজকের পত্রিকা ডেস্ক
দলের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে এবার কাউকে মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রেখেছিল। এ সুযোগে অনেক নেতা ভোটের লড়াইয়ে ছিলেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ছয়টি পৌরসভার মেয়র পদের নির্বাচনের ভোট গ্রহণ।
ফলাফলে দেখা গেছে, চারটিতে দলটির নেতা কিংবা দলের রাজনীতির সঙ্গে জড়িত এমন পরিবারের সদস্য নির্বাচিত হয়েছেন। দুটিতে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক ও বহিষ্কৃত দুই নেতা। এ ছাড়া একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এক সংসদপত্নী।
ত্রিশালে বিএনপির সাবেক নেতা বিজয়ী
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন সরকার। তিনি নারিকেলগাছ প্রতীকে ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ আসনের বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
মুন্সিগঞ্জে এমপিপত্নী বিজয়ী
মুন্সিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারিকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট। আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফয়সাল বিপ্লবের স্ত্রী।
বকশীগঞ্জের মেয়র হলেন
বিএনপির বহিষ্কৃত নেতা
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মো. ফকরুজ্জামান মতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল ৭ হাজার ৫৪৩ এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক জগ প্রতীকের প্রার্থী নজরুল সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট।
শিবগঞ্জে আ.লীগ নেতা মানিক বিজয়ী
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেলগাছ প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক। ৮ হাজার ১৩১ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
পটুয়াখালীতে ফের বিজয়ী মহিউদ্দিন
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ আবার বিজয়ী হয়েছেন। জগ প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন সাবেক পৌর আওয়ামী লীগের এ সদস্য। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বলেন, ‘গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। এ জন্য মানুষ এর প্রতিদানস্বরূপ আজ আমাকে বিজয়ী করেছেন। পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশা আল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করব।’
আমতলীতে আ.লীগ সভাপতি মতিয়ার বিজয়ী
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিজয়ী হয়েছেন। মতিয়ার রহমান মোবাইল প্রতীক নিয়ে ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীক নিয়ে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।
বাগমারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদপত্নী সায়লা
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে খন্দকার সায়লা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সায়লার স্বামী আবুল কালাম আজাদ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য। তিনি এই পৌরসভার মেয়র ছিলেন। আবুল কালাম মেয়রের পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
দলের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে এবার কাউকে মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রেখেছিল। এ সুযোগে অনেক নেতা ভোটের লড়াইয়ে ছিলেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ছয়টি পৌরসভার মেয়র পদের নির্বাচনের ভোট গ্রহণ।
ফলাফলে দেখা গেছে, চারটিতে দলটির নেতা কিংবা দলের রাজনীতির সঙ্গে জড়িত এমন পরিবারের সদস্য নির্বাচিত হয়েছেন। দুটিতে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক ও বহিষ্কৃত দুই নেতা। এ ছাড়া একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এক সংসদপত্নী।
ত্রিশালে বিএনপির সাবেক নেতা বিজয়ী
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন সরকার। তিনি নারিকেলগাছ প্রতীকে ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ আসনের বর্তমান সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট।
মুন্সিগঞ্জে এমপিপত্নী বিজয়ী
মুন্সিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারিকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট। আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফয়সাল বিপ্লবের স্ত্রী।
বকশীগঞ্জের মেয়র হলেন
বিএনপির বহিষ্কৃত নেতা
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মো. ফকরুজ্জামান মতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল ৭ হাজার ৫৪৩ এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক জগ প্রতীকের প্রার্থী নজরুল সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট।
শিবগঞ্জে আ.লীগ নেতা মানিক বিজয়ী
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেলগাছ প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক। ৮ হাজার ১৩১ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
পটুয়াখালীতে ফের বিজয়ী মহিউদ্দিন
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ আবার বিজয়ী হয়েছেন। জগ প্রতীক নিয়ে ২০ হাজার ৭১৮ ভোট পেয়েছেন সাবেক পৌর আওয়ামী লীগের এ সদস্য। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বলেন, ‘গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। এ জন্য মানুষ এর প্রতিদানস্বরূপ আজ আমাকে বিজয়ী করেছেন। পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশা আল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করব।’
আমতলীতে আ.লীগ সভাপতি মতিয়ার বিজয়ী
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিজয়ী হয়েছেন। মতিয়ার রহমান মোবাইল প্রতীক নিয়ে ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীক নিয়ে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।
বাগমারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদপত্নী সায়লা
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে খন্দকার সায়লা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সায়লার স্বামী আবুল কালাম আজাদ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য। তিনি এই পৌরসভার মেয়র ছিলেন। আবুল কালাম মেয়রের পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে