রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। এদিকে রাজবাড়ীতে ডেঙ্গু রোগের চিকিৎসার সুব্যবস্থা না থাকায় ঝুঁকিতে থাকা রোগীকে পাঠানো হচ্ছে ঢাকা অথবা ফরিদপুরে। এলাকাবাসীর অভিযোগ, মশা নিধনে পৌর কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত সাত দিনে
ভর্তি হয়েছে ৯ জন রোগী, যাদের চারজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার ভবদিয়া গ্রামের বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তের প্লাটিলেট ক্রমেই নিচে নেমে যাচ্ছে।
শহরের কলেজপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আনিসুর রহমান বলেন, বেশ কয়েক দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। রোববার অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভর্তি হন হাসপাতালে।
রাজবাড়ী জিআরপি থানার পুলিশ কনস্টেবল মোতালেব হোসেনও আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। তিনি জানান, কিছুতেই ধারণা করতে পারছেন না, ডেঙ্গু তাঁর কী করে হলো।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। রাজবাড়ী শহরের বাসিন্দা লুৎফর রহমান (৮৮) আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। তাঁর ছেলে কবি খোকন মাহমুদ বলেন, তাঁর বাবাকে বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছেন। রক্তের প্লাটিলেট নেমে গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম হান্নান বলেন, রাজবাড়ীতে ডেঙ্গুর বিস্তার ইতিপূর্বে এভাবে দেখা যায়নি। যিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, এমন ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ওই মশার শরীরে ডেঙ্গুর জীবাণু চলে যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে কেউ ডেঙ্গুর জীবাণু বহন করে রাজবাড়ী এসেছে। এডিস মশা তাকে কামড় দিয়ে জীবাণু বহন করে পরে ছড়িয়ে দিয়েছে। এভাবেই বিস্তার হয়েছে ডেঙ্গুর। এ ছাড়া বৃষ্টির পরে পানি আটকে এডিস মশার বংশবিস্তার হয়েছে বলে ধারণা করা যায়। সাধারণ ডেঙ্গু রোগীকে রাজবাড়ী হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু রক্তের প্লাটিলেট নিচে নেমে গেলে তাদের ঢাকা অথবা ফরিদপুরে পাঠানো হয়। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন করা অতি জরুরি হয়ে পড়েছে। রাজবাড়ী পৌর কর্তৃপক্ষকে এ ব্যাপারে জোরালো ভূমিকা নিতে হবে।
রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র শেখর চক্রবর্তী বলেন, মশা নিধনের জন্য তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। দুটি ফগার মেশিন দিয়ে
মশা নিধন কার্যক্রম চালানো হলেও তা পর্যাপ্ত নয়।
রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। এদিকে রাজবাড়ীতে ডেঙ্গু রোগের চিকিৎসার সুব্যবস্থা না থাকায় ঝুঁকিতে থাকা রোগীকে পাঠানো হচ্ছে ঢাকা অথবা ফরিদপুরে। এলাকাবাসীর অভিযোগ, মশা নিধনে পৌর কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। গত সাত দিনে
ভর্তি হয়েছে ৯ জন রোগী, যাদের চারজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার ভবদিয়া গ্রামের বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তের প্লাটিলেট ক্রমেই নিচে নেমে যাচ্ছে।
শহরের কলেজপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আনিসুর রহমান বলেন, বেশ কয়েক দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। রোববার অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভর্তি হন হাসপাতালে।
রাজবাড়ী জিআরপি থানার পুলিশ কনস্টেবল মোতালেব হোসেনও আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। তিনি জানান, কিছুতেই ধারণা করতে পারছেন না, ডেঙ্গু তাঁর কী করে হলো।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। রাজবাড়ী শহরের বাসিন্দা লুৎফর রহমান (৮৮) আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। তাঁর ছেলে কবি খোকন মাহমুদ বলেন, তাঁর বাবাকে বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছেন। রক্তের প্লাটিলেট নেমে গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম হান্নান বলেন, রাজবাড়ীতে ডেঙ্গুর বিস্তার ইতিপূর্বে এভাবে দেখা যায়নি। যিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, এমন ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ওই মশার শরীরে ডেঙ্গুর জীবাণু চলে যায়। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে কেউ ডেঙ্গুর জীবাণু বহন করে রাজবাড়ী এসেছে। এডিস মশা তাকে কামড় দিয়ে জীবাণু বহন করে পরে ছড়িয়ে দিয়েছে। এভাবেই বিস্তার হয়েছে ডেঙ্গুর। এ ছাড়া বৃষ্টির পরে পানি আটকে এডিস মশার বংশবিস্তার হয়েছে বলে ধারণা করা যায়। সাধারণ ডেঙ্গু রোগীকে রাজবাড়ী হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু রক্তের প্লাটিলেট নিচে নেমে গেলে তাদের ঢাকা অথবা ফরিদপুরে পাঠানো হয়। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন করা অতি জরুরি হয়ে পড়েছে। রাজবাড়ী পৌর কর্তৃপক্ষকে এ ব্যাপারে জোরালো ভূমিকা নিতে হবে।
রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র শেখর চক্রবর্তী বলেন, মশা নিধনের জন্য তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। দুটি ফগার মেশিন দিয়ে
মশা নিধন কার্যক্রম চালানো হলেও তা পর্যাপ্ত নয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে