বিনোদন ডেস্ক
নায়কের নাম অগ্নিভ। নায়িকার নাম কথা। মেয়েটি গাছ ভালোবাসে। তার ঘরে, ছাদে, বাড়ির উঠানে হরেক রকম গাছ। দিনের বেশির ভাগ সময় তার কেটে যায় গাছের যত্ন করে। অন্যদিকে, অগ্নিভ বিখ্যাত শেফ। শহরের বড় রেস্তোরাঁয় কাজ করে। তার রান্না খেতে রেস্তোরাঁয় শত শত লোক আসে। অগ্নিভের সঙ্গে কথার সম্পর্কটা আদায়-কাঁচকলায়। কথাকে সে ডাকে মিস গোবর দেবী বলে। কথাও দেখতে পারে না অগ্নিভকে। পুরুষ জাতির প্রতি তার তীব্র বিদ্বেষ। কথার মতে, ‘পুরুষ মানেই বিশ্বাসঘাতক’।
সম্পূর্ণ বিপরীত চরিত্রের অগ্নিভ ও কথাকে মিলিয়ে দেবে গল্পের ম্যাজিক। এ দুই চরিত্রকে দেখা যাবে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালে। ১৫ ডিসেম্বর শুক্রবার প্রচারে আসবে সিরিয়ালটি। কথা চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে আর অগ্নিভ চরিত্রে সাহেব ভট্টাচার্য। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, চোখে কালো ফ্রেমের চশমা, বেণি করে বাঁধা চুল। পরনে সালোয়ার। সাদামাটা ঘরোয়া লুক। সারাক্ষণ গাছের পরিচর্যা করছে কথা। গোয়ালা তার বাড়িতে দুধ নয়, বালতি ভর্তি করে আনে গোবর। এসব দেখে পড়শিরা কথাকে নিয়ে হাসি-তামাশা করে।
অন্যদিকে, কঠোর অনুশাসন আর ঐতিহ্যে মোড়া কুণ্ডুবাড়ির ছেলে সাহেব। বাড়িতে কালীপূজা হচ্ছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর দায়িত্ব ছিল পূজার করমচা আনার। কিন্তু সব ভুলে সে ব্যস্ত রেস্তোরাঁয় নতুন মেন্যু নিয়ে। কুণ্ডুবাড়িতে করমচাগাছ নিয়ে হঠাৎ উপস্থিত হয় কথা। ধাক্কা খায় অগ্নিভের সঙ্গে। পরস্পরকে দেখে চমকে যায় দুজন।
সুস্মিতা অভিনীত সর্বশেষ দুই সিরিয়াল ‘বউমা একঘর’ ও ‘পঞ্চমী’ তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কথা’ দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন, তেমন প্রত্যাশা সবার।
নায়কের নাম অগ্নিভ। নায়িকার নাম কথা। মেয়েটি গাছ ভালোবাসে। তার ঘরে, ছাদে, বাড়ির উঠানে হরেক রকম গাছ। দিনের বেশির ভাগ সময় তার কেটে যায় গাছের যত্ন করে। অন্যদিকে, অগ্নিভ বিখ্যাত শেফ। শহরের বড় রেস্তোরাঁয় কাজ করে। তার রান্না খেতে রেস্তোরাঁয় শত শত লোক আসে। অগ্নিভের সঙ্গে কথার সম্পর্কটা আদায়-কাঁচকলায়। কথাকে সে ডাকে মিস গোবর দেবী বলে। কথাও দেখতে পারে না অগ্নিভকে। পুরুষ জাতির প্রতি তার তীব্র বিদ্বেষ। কথার মতে, ‘পুরুষ মানেই বিশ্বাসঘাতক’।
সম্পূর্ণ বিপরীত চরিত্রের অগ্নিভ ও কথাকে মিলিয়ে দেবে গল্পের ম্যাজিক। এ দুই চরিত্রকে দেখা যাবে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালে। ১৫ ডিসেম্বর শুক্রবার প্রচারে আসবে সিরিয়ালটি। কথা চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে আর অগ্নিভ চরিত্রে সাহেব ভট্টাচার্য। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, চোখে কালো ফ্রেমের চশমা, বেণি করে বাঁধা চুল। পরনে সালোয়ার। সাদামাটা ঘরোয়া লুক। সারাক্ষণ গাছের পরিচর্যা করছে কথা। গোয়ালা তার বাড়িতে দুধ নয়, বালতি ভর্তি করে আনে গোবর। এসব দেখে পড়শিরা কথাকে নিয়ে হাসি-তামাশা করে।
অন্যদিকে, কঠোর অনুশাসন আর ঐতিহ্যে মোড়া কুণ্ডুবাড়ির ছেলে সাহেব। বাড়িতে কালীপূজা হচ্ছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর দায়িত্ব ছিল পূজার করমচা আনার। কিন্তু সব ভুলে সে ব্যস্ত রেস্তোরাঁয় নতুন মেন্যু নিয়ে। কুণ্ডুবাড়িতে করমচাগাছ নিয়ে হঠাৎ উপস্থিত হয় কথা। ধাক্কা খায় অগ্নিভের সঙ্গে। পরস্পরকে দেখে চমকে যায় দুজন।
সুস্মিতা অভিনীত সর্বশেষ দুই সিরিয়াল ‘বউমা একঘর’ ও ‘পঞ্চমী’ তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কথা’ দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন, তেমন প্রত্যাশা সবার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে