বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিভিন্ন সবজির বাজারে এক সপ্তাহে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে মিলছে না সয়াবিন তেলের দুই ও পাঁচ লিটারের বোতল। দু-একটি দোকানে পাওয়া গেলেও দাম বেশি রাখা হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে, তেল মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটোল ৪০, ঢ্যাঁড়স ২০ ও বেগুন ৩০ টাকা দরে। কৃষকেরা এসব সবজি পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করেছেন ৫ থেকে ৭ টাকা কেজিতে কম দরে।
বালিয়াডাঙ্গী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান কলি জানান, গত সপ্তাহে বাজারে আসা নতুন করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে করলার দাম কমে দাঁড়িয়েছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া পটোল, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির দাম ৪০ শতাংশ কমে গেছে।
করলা ও পটোলচাষি ধনিবস্তী গ্রামের আব্দুল হক বলেন, ‘এক সপ্তাহে সবজিখেতে কয়েক গুণ বেশি ফলন এসেছে। গত সপ্তাহে ১৫ শতক জমিতে পটোল তুলেছিলাম ২২ কেজি। চলতি সপ্তাহে ৫৫ কেজি পটোল তুলেছি। ফলন বৃদ্ধি হলেও দাম কিছুটা কমে গেছে।’
এদিকে ৬টি দোকান যাচাইয়ের পর ১ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা দিয়ে কিনে বাড়িতে ফিরছিলেন উপজেলার দুওসুও ঢেকনাপাড়া গ্রামের আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেল পরিমাণমতো নেই বললেই চলে। এসেছিলাম ৫ লিটার ওজনের বোতল কিনতে। না পেয়ে ১ লিটারের বোতল কিনে ফিরছি।’
বালিয়াডাঙ্গী বাজারের মুদিদোকানি রাজু জানান, কোম্পানিগুলোর কাছে ১০ বোতল তেলের চাহিদা দিলে ২ বোতল সরবরাহ করছে। তেল নিতে গেলে নতুন শর্ত জুড়ে দিয়েছে, চা-পাতা নিতে হবে। গেল এক সপ্তাহে কোনো কোম্পানিই তেল দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, নিয়মিত বাজার তদারক করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বিভিন্ন সবজির বাজারে এক সপ্তাহে সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে মিলছে না সয়াবিন তেলের দুই ও পাঁচ লিটারের বোতল। দু-একটি দোকানে পাওয়া গেলেও দাম বেশি রাখা হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে, তেল মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটোল ৪০, ঢ্যাঁড়স ২০ ও বেগুন ৩০ টাকা দরে। কৃষকেরা এসব সবজি পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করেছেন ৫ থেকে ৭ টাকা কেজিতে কম দরে।
বালিয়াডাঙ্গী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান কলি জানান, গত সপ্তাহে বাজারে আসা নতুন করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে করলার দাম কমে দাঁড়িয়েছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া পটোল, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির দাম ৪০ শতাংশ কমে গেছে।
করলা ও পটোলচাষি ধনিবস্তী গ্রামের আব্দুল হক বলেন, ‘এক সপ্তাহে সবজিখেতে কয়েক গুণ বেশি ফলন এসেছে। গত সপ্তাহে ১৫ শতক জমিতে পটোল তুলেছিলাম ২২ কেজি। চলতি সপ্তাহে ৫৫ কেজি পটোল তুলেছি। ফলন বৃদ্ধি হলেও দাম কিছুটা কমে গেছে।’
এদিকে ৬টি দোকান যাচাইয়ের পর ১ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা দিয়ে কিনে বাড়িতে ফিরছিলেন উপজেলার দুওসুও ঢেকনাপাড়া গ্রামের আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেল পরিমাণমতো নেই বললেই চলে। এসেছিলাম ৫ লিটার ওজনের বোতল কিনতে। না পেয়ে ১ লিটারের বোতল কিনে ফিরছি।’
বালিয়াডাঙ্গী বাজারের মুদিদোকানি রাজু জানান, কোম্পানিগুলোর কাছে ১০ বোতল তেলের চাহিদা দিলে ২ বোতল সরবরাহ করছে। তেল নিতে গেলে নতুন শর্ত জুড়ে দিয়েছে, চা-পাতা নিতে হবে। গেল এক সপ্তাহে কোনো কোম্পানিই তেল দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, নিয়মিত বাজার তদারক করা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে