বিনোদন প্রতিবেদক, ঢাকা
আসন্ন বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার। থাকবে বিশেষ গানের সম্প্রচার। সেই লক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথা ও সুরে তৈরি হলো নতুন পাঁচটি দেশাত্মবোধক গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, রাজিব, লিজা ও লুইপা। উজ্জ্বল সিনহা সংগীতায়োজন করেছেন চারটি গানের, কিশোর করেছেন একটি গানের। এবার বিজয় দিবসে গানগুলো নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
দিনাত জাহান মুন্নীর গানের শিরোনাম ‘সেনার বাংলাদেশ’। গানটির সংগীতায়োজন করেছেন কিশোর। মুন্নী বলেন, ‘অনেক দিন পর সুন্দর একটি দেশের গান গাইলাম। বলার জন্য বলছি না, গানটি আসলেই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
সাব্বির জামান গেয়েছেন ‘আকাশ পাহাড় নদী সাগর, দেশ থেকে দেশান্তর ঘুরে এলাম কত, আমি পাইনি খুঁজে, সুন্দর সবুজে, আর কোনো দেশ আমার দেশের মতো’—এমন কথার গান। সাব্বির বলেন, ‘বকুল ভাইয়ের লেখা গান দিয়ে সিনেমায় আমার প্লেব্যাক শুরু হয়। তাঁর লেখা মৌলিক গানও গেয়েছি। এবার গাইলাম দেশাত্মবোধক গান। আমার মনে হয়েছে “আমার দেশের মতো” গানটি দেশাত্মবোধক গানের একটি উদাহরণ হয়ে থাকবে। অনেক দিন মানুষের মনে গেঁথে থাকবে।’
লুইপা গেয়েছেন ‘কুয়াশার পথ কেটে শিশির পায়ে হেঁটে, জানালায় উঁকি দিলো সূর্য।’ ‘অপরূপ বাংলাদেশ’ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘কবির বকুল ভাই এই দেশের একজন গুণী গীতিকার। তাঁর লেখা বহু গান কাভার সং হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি। আমার কণ্ঠে তাঁর লেখা একমাত্র মৌলিক গান হতে যাচ্ছে এটি। বেতারের জন্য গাওয়া দেশাত্মবোধক গানটি গাইতে পেরে আমি ভীষণ খুশি। আমার ক্যারিয়ারে একটি অনন্য সংযোজন হতে যাচ্ছে এই গান।’
এ ছাড়া রাজিব গেয়েছেন ‘স্লোগানে স্লোগানে বলছি বাংলাদেশের কথা’ এবং লিজা গেয়েছেন ‘মা দেশ মাটি, সোনার চেয়ে খাঁটি’।
একই অনুষ্ঠানের জন্য নিজের কথা ও সুরে পাঁচটি দেশাত্মবোধক গান করতে পেরে আনন্দিত কবির বকুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম আমার কথা ও সুরে একই অনুষ্ঠানের জন্য পাঁচটি গান করলাম। সাধারণত দেশের গান করার সুযোগ কম হয়। তাই যখন সুযোগ হলো, চেষ্টা করেছি এমন কিছু গান করতে যেন গানগুলো শ্রোতার মনে, বাংলার সংগীতাঙ্গনে অনেক দিন থেকে যায়। প্রত্যেকই ভালো গেয়েছেন। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।’
আসন্ন বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার। থাকবে বিশেষ গানের সম্প্রচার। সেই লক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথা ও সুরে তৈরি হলো নতুন পাঁচটি দেশাত্মবোধক গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, রাজিব, লিজা ও লুইপা। উজ্জ্বল সিনহা সংগীতায়োজন করেছেন চারটি গানের, কিশোর করেছেন একটি গানের। এবার বিজয় দিবসে গানগুলো নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
দিনাত জাহান মুন্নীর গানের শিরোনাম ‘সেনার বাংলাদেশ’। গানটির সংগীতায়োজন করেছেন কিশোর। মুন্নী বলেন, ‘অনেক দিন পর সুন্দর একটি দেশের গান গাইলাম। বলার জন্য বলছি না, গানটি আসলেই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
সাব্বির জামান গেয়েছেন ‘আকাশ পাহাড় নদী সাগর, দেশ থেকে দেশান্তর ঘুরে এলাম কত, আমি পাইনি খুঁজে, সুন্দর সবুজে, আর কোনো দেশ আমার দেশের মতো’—এমন কথার গান। সাব্বির বলেন, ‘বকুল ভাইয়ের লেখা গান দিয়ে সিনেমায় আমার প্লেব্যাক শুরু হয়। তাঁর লেখা মৌলিক গানও গেয়েছি। এবার গাইলাম দেশাত্মবোধক গান। আমার মনে হয়েছে “আমার দেশের মতো” গানটি দেশাত্মবোধক গানের একটি উদাহরণ হয়ে থাকবে। অনেক দিন মানুষের মনে গেঁথে থাকবে।’
লুইপা গেয়েছেন ‘কুয়াশার পথ কেটে শিশির পায়ে হেঁটে, জানালায় উঁকি দিলো সূর্য।’ ‘অপরূপ বাংলাদেশ’ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘কবির বকুল ভাই এই দেশের একজন গুণী গীতিকার। তাঁর লেখা বহু গান কাভার সং হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি। আমার কণ্ঠে তাঁর লেখা একমাত্র মৌলিক গান হতে যাচ্ছে এটি। বেতারের জন্য গাওয়া দেশাত্মবোধক গানটি গাইতে পেরে আমি ভীষণ খুশি। আমার ক্যারিয়ারে একটি অনন্য সংযোজন হতে যাচ্ছে এই গান।’
এ ছাড়া রাজিব গেয়েছেন ‘স্লোগানে স্লোগানে বলছি বাংলাদেশের কথা’ এবং লিজা গেয়েছেন ‘মা দেশ মাটি, সোনার চেয়ে খাঁটি’।
একই অনুষ্ঠানের জন্য নিজের কথা ও সুরে পাঁচটি দেশাত্মবোধক গান করতে পেরে আনন্দিত কবির বকুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম আমার কথা ও সুরে একই অনুষ্ঠানের জন্য পাঁচটি গান করলাম। সাধারণত দেশের গান করার সুযোগ কম হয়। তাই যখন সুযোগ হলো, চেষ্টা করেছি এমন কিছু গান করতে যেন গানগুলো শ্রোতার মনে, বাংলার সংগীতাঙ্গনে অনেক দিন থেকে যায়। প্রত্যেকই ভালো গেয়েছেন। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে