জমির উদ্দিন, চট্টগ্রাম
রেলের দোকান বরাদ্দ পাওয়ার জন্য দরপত্র নিতে গিয়ে মারধরের শিকার হন আজাদুর ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি সিন্ডিকেটের কেউ নন, তাই মারধরের শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে, অনেকটা গোপনে নিজেদের লোকদের দরপত্র নেওয়ার সুযোগ করে দিয়েছে রেলের একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট প্রতিটি প্লট থেকে আগাম নিয়েছে ১০ লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, রেলের ভূসম্পত্তি বিভাগের আওতাধীন চাঁদপুর থেকে দোহাজারী পর্যন্ত ১২টি স্টেশনে ১০১০টি প্লট বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার আগে থেকে সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেটটি। রেলের এক ঠিকাদার, ক্ষমতাসীন দলের দুই নেতা ও ভূসম্পত্তি বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে ১০১০টি প্লট নিজেদের আওতায় আনতে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর নিজেদের লোকেরা এসব প্লট বিক্রির দরপত্র কিনছেন। যাঁরা প্লট পাচ্ছেন, তাঁরা সবাই ওই সিন্ডিকেটের সদস্য। প্রতিটি স্টেশনে আগ্রহীরা ১০ লাখ টাকা দিয়ে সিন্ডিকেটটির কাছ থেকে দোকান বরাদ্দ নিচ্ছেন।
চাঁদপুর কোর্ট স্টেশন, নগরের ২ নম্বর গেটে দোকান বরাদ্দ পাওয়া ১২ জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০০ বর্গফুটের একটি দোকান
নিতে ১০ লাখ টাকা করে দিতে হয়েছে এবং ২০০ বর্গফুটের দোকানগুলো ২০ লাখ টাকায়।
এদিকে এখন পর্যন্ত ১০১০টি প্লটের মধ্যে ৪৬০টি বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর বিপরীতে শিডিউল কিনেছেন মাত্র এক হাজার জন। যাঁদের থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ টাকা।
গত ১২ ডিসেম্বর তফসিল ঘোষণা করে রেলের ভূসম্পত্তি বিভাগ। চাঁদপুরের চিতোষী, লাকসাম, ষোলশহর, মাদারবাড়ী, চৌমুহনী, দোহাজারীতে ৬৩১টি প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তিও দুটি জাতীয় ও দুটি স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর দরপত্র বিক্রির দিন নিজেদের লোক ছাড়া বাইরের কারও কাছে দরপত্র বিক্রি করেনি ভূসম্পত্তি বিভাগ।
যদিও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উর আলম দরপত্র বিক্রির প্রথম দিনেই শিডিউল জেলা প্রশাসনে পাঠানো হয়েছে বলে দাবি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সিন্ডিকেটের বাইরে যাঁরা দরপত্র নিয়েছেন, সবাইকে মারধর করা হয়েছে। সিসিটিভির ফুটেজেও ঘটনাটি সংরক্ষিত আছে। মারধর করার পর কাউকে কাউকে বিষয়টি কোথাও না বলার জন্য হুমকিও দেওয়া হয়। মারধরের শিকার পাঁচজনের একজন নাম প্রকাশ করে কথা বলতে রাজি হন। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের নিচতলায় রুম থেকে পাঁচটি শিডিউল কিনে নিই। তারপর জমা দিয়ে রুম থেকে বের হওয়ার সময় সামনে আসেন ১০-১৫ জন। পকেট থেকে তাঁরা টাকাপয়সা হাতিয়ে নেন। মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার পর বেধড়ক মারধর করে শিডিউলগুলো ছিঁড়ে ফেলেন তাঁরা। পরে কোনোরকমে জান নিয়ে পালিয়ে আসি।’
দরপত্র বিক্রির দিন এটির তত্ত্বাবধান করছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। জানতে চাইলে তিনি বলেন, শিডিউল নেওয়ার পর যাওয়ার পথে কাউকে মারধর ঠেকানো ম্যাজিস্ট্রেটের কাজ নয়।
মাহবুব উর আলম বলেন, প্রকল্পের দরপত্রের বিষয়টি দেখার জন্য আলাদা কমিটি আছে। সেই কমিটি দরপত্র মূল্যায়ন করে। দরপত্র যেগুলো জমা পড়ছে, সেগুলোর মধ্যে বেশি দাম দেওয়া ব্যক্তিদের দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।
জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দোকান বরাদ্দে অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি অবশ্যই বিষয়টি নিয়ে তদন্ত করব।’
রেলের দোকান বরাদ্দ পাওয়ার জন্য দরপত্র নিতে গিয়ে মারধরের শিকার হন আজাদুর ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি সিন্ডিকেটের কেউ নন, তাই মারধরের শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে, অনেকটা গোপনে নিজেদের লোকদের দরপত্র নেওয়ার সুযোগ করে দিয়েছে রেলের একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট প্রতিটি প্লট থেকে আগাম নিয়েছে ১০ লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, রেলের ভূসম্পত্তি বিভাগের আওতাধীন চাঁদপুর থেকে দোহাজারী পর্যন্ত ১২টি স্টেশনে ১০১০টি প্লট বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার আগে থেকে সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেটটি। রেলের এক ঠিকাদার, ক্ষমতাসীন দলের দুই নেতা ও ভূসম্পত্তি বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে ১০১০টি প্লট নিজেদের আওতায় আনতে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর নিজেদের লোকেরা এসব প্লট বিক্রির দরপত্র কিনছেন। যাঁরা প্লট পাচ্ছেন, তাঁরা সবাই ওই সিন্ডিকেটের সদস্য। প্রতিটি স্টেশনে আগ্রহীরা ১০ লাখ টাকা দিয়ে সিন্ডিকেটটির কাছ থেকে দোকান বরাদ্দ নিচ্ছেন।
চাঁদপুর কোর্ট স্টেশন, নগরের ২ নম্বর গেটে দোকান বরাদ্দ পাওয়া ১২ জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০০ বর্গফুটের একটি দোকান
নিতে ১০ লাখ টাকা করে দিতে হয়েছে এবং ২০০ বর্গফুটের দোকানগুলো ২০ লাখ টাকায়।
এদিকে এখন পর্যন্ত ১০১০টি প্লটের মধ্যে ৪৬০টি বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর বিপরীতে শিডিউল কিনেছেন মাত্র এক হাজার জন। যাঁদের থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ টাকা।
গত ১২ ডিসেম্বর তফসিল ঘোষণা করে রেলের ভূসম্পত্তি বিভাগ। চাঁদপুরের চিতোষী, লাকসাম, ষোলশহর, মাদারবাড়ী, চৌমুহনী, দোহাজারীতে ৬৩১টি প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তিও দুটি জাতীয় ও দুটি স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর দরপত্র বিক্রির দিন নিজেদের লোক ছাড়া বাইরের কারও কাছে দরপত্র বিক্রি করেনি ভূসম্পত্তি বিভাগ।
যদিও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উর আলম দরপত্র বিক্রির প্রথম দিনেই শিডিউল জেলা প্রশাসনে পাঠানো হয়েছে বলে দাবি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সিন্ডিকেটের বাইরে যাঁরা দরপত্র নিয়েছেন, সবাইকে মারধর করা হয়েছে। সিসিটিভির ফুটেজেও ঘটনাটি সংরক্ষিত আছে। মারধর করার পর কাউকে কাউকে বিষয়টি কোথাও না বলার জন্য হুমকিও দেওয়া হয়। মারধরের শিকার পাঁচজনের একজন নাম প্রকাশ করে কথা বলতে রাজি হন। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের নিচতলায় রুম থেকে পাঁচটি শিডিউল কিনে নিই। তারপর জমা দিয়ে রুম থেকে বের হওয়ার সময় সামনে আসেন ১০-১৫ জন। পকেট থেকে তাঁরা টাকাপয়সা হাতিয়ে নেন। মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার পর বেধড়ক মারধর করে শিডিউলগুলো ছিঁড়ে ফেলেন তাঁরা। পরে কোনোরকমে জান নিয়ে পালিয়ে আসি।’
দরপত্র বিক্রির দিন এটির তত্ত্বাবধান করছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। জানতে চাইলে তিনি বলেন, শিডিউল নেওয়ার পর যাওয়ার পথে কাউকে মারধর ঠেকানো ম্যাজিস্ট্রেটের কাজ নয়।
মাহবুব উর আলম বলেন, প্রকল্পের দরপত্রের বিষয়টি দেখার জন্য আলাদা কমিটি আছে। সেই কমিটি দরপত্র মূল্যায়ন করে। দরপত্র যেগুলো জমা পড়ছে, সেগুলোর মধ্যে বেশি দাম দেওয়া ব্যক্তিদের দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।
জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দোকান বরাদ্দে অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি অবশ্যই বিষয়টি নিয়ে তদন্ত করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে