নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক-ছাতিয়াইন আঞ্চলিক সড়কে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের একটি খালের ওপরের সেতু ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি জেনেও এ সেতুর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই সপ্তাহ ধরে সেতুটির এক পাশে ভেঙে গর্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে এই সেতুতে চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনার ঘটতে পারে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তবে সরেজমিন সেতুটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিন দেখা গেছে, সেতুটি উপজেলা এবং পাশের দুটি উপজেলা মাধবপুর ও লাখাইয়ের সড়কপথে সংযোগ স্থাপন করেছে।
সেতুটির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ইট ও মাটিবোঝাই ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, রিকশা, ভ্যানসহ মানুষ চলাচল করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সেতু দিয়ে আতুকুড়া গ্রামের লোকজন আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফান্দাউক পণ্ডিতরাম উচ্চবিদ্যালয়, আতুকুড়া কমিউনিটি ক্লিনিক ও ফান্দাউক সোনালী ব্যাংকে যাতায়াত করেন। তা ছাড়া মাটি ও বালুবোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টর ও যান চলাচল করে এই সেতুতে। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই সেতুটি দ্রুত মেরামত করা দরকার।
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে সেতুটির একপাশে গর্ত। বড় বড় ট্রাক এই সেতু দিয়া প্রতিদিন যাতায়াত করে। যেকোনো সময় এই সেতু ভাইঙ্গা পইরা যাইতে পারে। ইঞ্জিনিয়ার অফিসে ফোন কইরা জানাইছি, কিন্তু তাঁরা এখনো সেতুটি আইসা দেখেননি।’
আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা জানান, সেতুটি ব্যবহার করে নাসিরনগর উপজেলা থেকে হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ যাতায়াত করে এখানকার মানুষ। মাঝেমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হলে এ সড়ক ব্যবহার করে মানুষ প্রয়োজনীয় গন্তব্যে যায়। তাই সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
মশিউর আলম নামের আরেক বাসিন্দা বলেন, এই সেতু দিয়ে এলাকার ছোট ছেলেমেয়েসহ সবাই যাতায়াত করেন। সেতুটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ফান্দাউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, ‘সেতুতে গর্ত হওয়ার বিষয়টি আমাদের এলাকার সবাই জানেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ইছাক মিয়া বলেন, ‘আতুকুড়া গ্রামের কাছে একটি সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। সেতুটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তারপরও আমরা সরেজমিন সেতুটি দেখে আসব।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক-ছাতিয়াইন আঞ্চলিক সড়কে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের একটি খালের ওপরের সেতু ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি জেনেও এ সেতুর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই সপ্তাহ ধরে সেতুটির এক পাশে ভেঙে গর্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে এই সেতুতে চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনার ঘটতে পারে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তবে সরেজমিন সেতুটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিন দেখা গেছে, সেতুটি উপজেলা এবং পাশের দুটি উপজেলা মাধবপুর ও লাখাইয়ের সড়কপথে সংযোগ স্থাপন করেছে।
সেতুটির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ইট ও মাটিবোঝাই ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, রিকশা, ভ্যানসহ মানুষ চলাচল করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সেতু দিয়ে আতুকুড়া গ্রামের লোকজন আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফান্দাউক পণ্ডিতরাম উচ্চবিদ্যালয়, আতুকুড়া কমিউনিটি ক্লিনিক ও ফান্দাউক সোনালী ব্যাংকে যাতায়াত করেন। তা ছাড়া মাটি ও বালুবোঝাই অতিরিক্ত ওজনের ট্রাক্টর ও যান চলাচল করে এই সেতুতে। সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই সেতুটি দ্রুত মেরামত করা দরকার।
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে সেতুটির একপাশে গর্ত। বড় বড় ট্রাক এই সেতু দিয়া প্রতিদিন যাতায়াত করে। যেকোনো সময় এই সেতু ভাইঙ্গা পইরা যাইতে পারে। ইঞ্জিনিয়ার অফিসে ফোন কইরা জানাইছি, কিন্তু তাঁরা এখনো সেতুটি আইসা দেখেননি।’
আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা জানান, সেতুটি ব্যবহার করে নাসিরনগর উপজেলা থেকে হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ যাতায়াত করে এখানকার মানুষ। মাঝেমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হলে এ সড়ক ব্যবহার করে মানুষ প্রয়োজনীয় গন্তব্যে যায়। তাই সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
মশিউর আলম নামের আরেক বাসিন্দা বলেন, এই সেতু দিয়ে এলাকার ছোট ছেলেমেয়েসহ সবাই যাতায়াত করেন। সেতুটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ফান্দাউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, ‘সেতুতে গর্ত হওয়ার বিষয়টি আমাদের এলাকার সবাই জানেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ইছাক মিয়া বলেন, ‘আতুকুড়া গ্রামের কাছে একটি সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। সেতুটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তারপরও আমরা সরেজমিন সেতুটি দেখে আসব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে