ক্রীড়া ডেস্ক
আপনি একটি ছেলেকে ব্রিসবেনের বাইরে নিতে পারবেন, কিন্তু ব্রিসবেনকে কখনো তাঁর বাইরে নিতে পারবেন না—গলফের অন্যতম মর্যাদাপূর্ণ মেজর ব্রিটিশ ওপেন বা দ্য ওপেনের নতুন বিজয়ী ক্যামেরুন স্মিথকে নিয়ে করা সংবাদের শুরুটা এভাবেই করেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের অনলাইন সংস্করণ। মূলত চারিত্রিক ও আচরণের উড়নচণ্ডী (বোগান) বৈশিষ্ট্যের কারণে এই কথাটি বলা হয়েছে। যেটা তাঁকে আগের চ্যাম্পিয়নদের থেকেও আলাদা করেছে।
স্মিথের ক্যাডি (গলফারের সহকারী) স্যাম পিনফোল্ড বলছেন, প্রতিপক্ষকে আটকাতে তিনি স্টেট ইন অরিজিনে কুইন্সল্যান্ড মেরুনের বিখ্যাত লড়াইয়ের সংস্কৃতিও অনুসরণ করেছেন। গলফের মাঠে যেটা খানিকটা বেমানানই বটে। পিনফোল্ড বলেছেন, ‘এটা তাঁর মধ্যে থাকা কুইন্সল্যান্ডবাসীদের বৈশিষ্ট্য। আমার ধারণা, সে সেখান থেকে অনেক কিছু নিয়েছে। সে কখনো সেভাবে ফেবারিট কিংবা খুব শক্তিশালী নয়। তবে সে লড়তে পছন্দ করে। পিছিয়ে থাকলেও সে লড়াই করে লক্ষ্যে এগিয়ে যাবে।’ হোম অব গলফে প্রথম মেজর জেতার আগে থেকেই অবশ্য নিজের এসব বৈশিষ্ট্যের জন্য পরিচিত ছিলেন স্মিথ।
স্মিথের ইনস্টাগ্রাম আইডিতে গেলে অবশ্য তাঁর উড়নচণ্ডীপনার কিছু ধারণা পাওয়া যাবে। মাছ ধরার ছবির পাশাপাশি বিয়ারের বোতল এবং ম্যাকডোনাল্ডের খাবারের ছবিও দেখতে পাওয়া যাবে সেখানে। স্মিথ যে একজন প্রকৃত বোগান, সেটা বোঝা যাবে আরেকটি তথ্যে। অর্থ ও খ্যাতি জোটার পর প্রথম যে জিনিসটি স্মিথ কিনেছিলেন সেটা হলো, ৩৯ ফুট দৈর্ঘ্যের মাছ ধরার নৌকা। যেটা কি না প্রত্যেক বোগানের স্বপ্নও বটে। এই নৌকাটি এখন তাঁর ফ্লোরিডার বাড়ির বাইরে একটি খালে রাখা আছে, যেন যখন ইচ্ছা হয় তখনই মাছ ধরতে চলে যেতে পারেন।
এই স্মিথকে নিয়েই আবার দ্য গার্ডিয়ানে ম্যাট ক্ল্যারি লিখেছেন, ‘সে আমাদের নিজেদের কথা মনে করিয়ে দেয়। সে এমন একজন সাধারণ মানুষ, যে গলফ অবিশ্বাস্যভাবে ভালো খেলে।’
স্মিথের বাবা ডেসও একজন পেশাদার গলফার ছিলেন। ছেলের সাফল্যের কথা শুনে চোখ কপালে তুলে বলেন, ‘আজ অনেক বিয়ারের জন্য বিপদ অপেক্ষা করছে।’ স্মিথ ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করে আসছেন। গলফের প্রতি ছেলের আগ্রহ দেখে তিনি ছেলেকে নিজের সঙ্গে নিয়ে খেলতে যেতেন। ছেলের সাফল্য দেখে স্মিথ সিনিয়র বলেন, ‘কোনো কিছু এখন আমাকে আর বিস্মিত করে না। সে বেশ প্রতিভাবান একজন খেলোয়াড় এবং এটুকু আসতে সে অনেক পরিশ্রম করেছে।’
খুব বেশি অর্থবিত্তের মাঝে বড় হননি স্মিথ। তবে জীবনের সহজ ও সাধারণ বিষয়গুলোর প্রতি ভালোবাসার কমতি ছিল না তার। এ বছরের শুরুতে প্লেয়ারস চ্যাম্পিয়নশিপ জেতার পর পেয়েছিলেন ৫ দশমিক ২৫ মিলিয়ন ডলারের চেক। এত টাকা তাঁর পুরো পরিবার নাকি সারা জীবনে একসঙ্গে দেখেনি। আর এবার দ্য ওপেন জিতে সেই অর্থ ভান্ডারে যুক্ত করলেন আরও ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার। দ্য ওপেন জেতার পর স্মিথ বলেছেন, ‘দ্য ওপেনের ১৫০তম আসরে চ্যাম্পিয়ন হতে পারাটা স্বপ্নের মতো।’ তবে খ্যাতি, অর্থ ও স্বপ্নের পথে যাত্রাটা মাত্রই শুরু করলেন ২৮ বছর বয়সী এই গলফার। এরপর নিশ্চিতভাবেই নামের সঙ্গে যুক্ত হতে অপেক্ষা করছে আরও অনেক কিছু।
আপনি একটি ছেলেকে ব্রিসবেনের বাইরে নিতে পারবেন, কিন্তু ব্রিসবেনকে কখনো তাঁর বাইরে নিতে পারবেন না—গলফের অন্যতম মর্যাদাপূর্ণ মেজর ব্রিটিশ ওপেন বা দ্য ওপেনের নতুন বিজয়ী ক্যামেরুন স্মিথকে নিয়ে করা সংবাদের শুরুটা এভাবেই করেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের অনলাইন সংস্করণ। মূলত চারিত্রিক ও আচরণের উড়নচণ্ডী (বোগান) বৈশিষ্ট্যের কারণে এই কথাটি বলা হয়েছে। যেটা তাঁকে আগের চ্যাম্পিয়নদের থেকেও আলাদা করেছে।
স্মিথের ক্যাডি (গলফারের সহকারী) স্যাম পিনফোল্ড বলছেন, প্রতিপক্ষকে আটকাতে তিনি স্টেট ইন অরিজিনে কুইন্সল্যান্ড মেরুনের বিখ্যাত লড়াইয়ের সংস্কৃতিও অনুসরণ করেছেন। গলফের মাঠে যেটা খানিকটা বেমানানই বটে। পিনফোল্ড বলেছেন, ‘এটা তাঁর মধ্যে থাকা কুইন্সল্যান্ডবাসীদের বৈশিষ্ট্য। আমার ধারণা, সে সেখান থেকে অনেক কিছু নিয়েছে। সে কখনো সেভাবে ফেবারিট কিংবা খুব শক্তিশালী নয়। তবে সে লড়তে পছন্দ করে। পিছিয়ে থাকলেও সে লড়াই করে লক্ষ্যে এগিয়ে যাবে।’ হোম অব গলফে প্রথম মেজর জেতার আগে থেকেই অবশ্য নিজের এসব বৈশিষ্ট্যের জন্য পরিচিত ছিলেন স্মিথ।
স্মিথের ইনস্টাগ্রাম আইডিতে গেলে অবশ্য তাঁর উড়নচণ্ডীপনার কিছু ধারণা পাওয়া যাবে। মাছ ধরার ছবির পাশাপাশি বিয়ারের বোতল এবং ম্যাকডোনাল্ডের খাবারের ছবিও দেখতে পাওয়া যাবে সেখানে। স্মিথ যে একজন প্রকৃত বোগান, সেটা বোঝা যাবে আরেকটি তথ্যে। অর্থ ও খ্যাতি জোটার পর প্রথম যে জিনিসটি স্মিথ কিনেছিলেন সেটা হলো, ৩৯ ফুট দৈর্ঘ্যের মাছ ধরার নৌকা। যেটা কি না প্রত্যেক বোগানের স্বপ্নও বটে। এই নৌকাটি এখন তাঁর ফ্লোরিডার বাড়ির বাইরে একটি খালে রাখা আছে, যেন যখন ইচ্ছা হয় তখনই মাছ ধরতে চলে যেতে পারেন।
এই স্মিথকে নিয়েই আবার দ্য গার্ডিয়ানে ম্যাট ক্ল্যারি লিখেছেন, ‘সে আমাদের নিজেদের কথা মনে করিয়ে দেয়। সে এমন একজন সাধারণ মানুষ, যে গলফ অবিশ্বাস্যভাবে ভালো খেলে।’
স্মিথের বাবা ডেসও একজন পেশাদার গলফার ছিলেন। ছেলের সাফল্যের কথা শুনে চোখ কপালে তুলে বলেন, ‘আজ অনেক বিয়ারের জন্য বিপদ অপেক্ষা করছে।’ স্মিথ ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করে আসছেন। গলফের প্রতি ছেলের আগ্রহ দেখে তিনি ছেলেকে নিজের সঙ্গে নিয়ে খেলতে যেতেন। ছেলের সাফল্য দেখে স্মিথ সিনিয়র বলেন, ‘কোনো কিছু এখন আমাকে আর বিস্মিত করে না। সে বেশ প্রতিভাবান একজন খেলোয়াড় এবং এটুকু আসতে সে অনেক পরিশ্রম করেছে।’
খুব বেশি অর্থবিত্তের মাঝে বড় হননি স্মিথ। তবে জীবনের সহজ ও সাধারণ বিষয়গুলোর প্রতি ভালোবাসার কমতি ছিল না তার। এ বছরের শুরুতে প্লেয়ারস চ্যাম্পিয়নশিপ জেতার পর পেয়েছিলেন ৫ দশমিক ২৫ মিলিয়ন ডলারের চেক। এত টাকা তাঁর পুরো পরিবার নাকি সারা জীবনে একসঙ্গে দেখেনি। আর এবার দ্য ওপেন জিতে সেই অর্থ ভান্ডারে যুক্ত করলেন আরও ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার। দ্য ওপেন জেতার পর স্মিথ বলেছেন, ‘দ্য ওপেনের ১৫০তম আসরে চ্যাম্পিয়ন হতে পারাটা স্বপ্নের মতো।’ তবে খ্যাতি, অর্থ ও স্বপ্নের পথে যাত্রাটা মাত্রই শুরু করলেন ২৮ বছর বয়সী এই গলফার। এরপর নিশ্চিতভাবেই নামের সঙ্গে যুক্ত হতে অপেক্ষা করছে আরও অনেক কিছু।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে