রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিনজিরাম, ধরনী ও কালজানি নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও ১৫টি গ্রাম। উপজেলার ৩২টি গ্রামের ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি বাড়ার সঙ্গে দুর্ভোগও বাড়ছে। পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ে।
রাস্তা তলিয়ে যাওয়ায় নৌকা ও কলার ভেলায় করে চলাচল করছে পানিবন্দী মানুষ। এতে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া ব্যক্তিরা। কিছু গ্রামে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তলিয়ে গেছে আমন বীজতলা, বিআর জাতের বোরো ধান ও সবজিবাগান।
উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পানিবন্দী হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। তাদের জন্য ত্রাণসামগ্রী ক্রয় করে প্যাকেট করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে আবারও ত্রাণের ব্যবস্থা করা হবে।
সরেজমিনে গতকাল দেখা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে চর গয়টাপাড়া, তেকানী গ্রাম, চর বোয়ালমারী; শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা, শৌলমারী, মোল্লারচর; রৌমারী ইউনিয়নের কড়াইকান্দি, মির্জাপাড়া, নতুন চুলিয়ারচর; যাদুরচর ইউনিয়নের বকবান্দা, বিক্রিবিল, আলগারচর ও কাশিয়াবাড়ি।
বন্যার শুরুতে পানিবন্দী গ্রামগুলো হচ্ছে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর, ছাটকড়াইবাড়ি, খেতারচর, গাছবাড়ি, ইটালুকান্দা, কাউনিয়ারচর, কাজাইকাটা; শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া, বোয়ালমারী, বেগুলারচর, চৎলাকান্দা, টালুয়ারচর, ঝুনকিরচর; রৌমারী ইউনিয়নের মণ্ডলপাড়া, নটানপাড়া (আমবাড়ী), চান্দারচর, ইজলামারি, চরইজলামারী, মাদারটিলা, চর ইছাকুড়ি, বড়াইবাড়ী, চুলিয়ারচর, ঝাউবাড়ি, পাটাধোয়া পাড়া, বাওয়ার গ্রাম, ধুবলাবাড়ি; বন্দবেড় ইউনিয়নের বাইসপাড়া, ফলুয়ারচর, বাঘমারা, বলদমারা; যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর, খেওয়ারচর, নামাবকবান্দা, দক্ষিণ আলগারচর, চর লাঠিয়াল ডাঙ্গা, পাখিউড়া ধনারচর নতুন গ্রাম; চর শৌলমারী ইউনিয়নের চর ঘুঘুমারী, খাউরিয়া, সুখের বাতি।
যাদুরচর এলাকার আলী আকবর বলেন, ‘তাঁর ঘরে বন্যার পানি ঢুকেছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি খুবই কষ্টে আছেন। সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ।’
একই এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘তাঁর পরিবারের সদস্য ১৩ জন। ঘরের অধিকাংশ সদস্য দিনমজুর। ঘরে খাবার নেই। বন্যার কারণে কাজ নেই। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে আছেন।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্যায় আপাতত উপজেলার ২৫টি বিদ্যালয় পানিবন্দী হওয়ায় সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘স্কুলমাঠ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বকবান্ধা উচ্চবিদ্যালয়, নামা বকবান্ধা বালিকা উচ্চবিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলী যুবায়ের হোসেন বলেন, ‘সম্প্রতি বন্যায় শৌলমারী, রৌমারী ও যাদুরচর ইউনিয়নের ২২ কিলোমিটার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নৌকায় ও ভেলায় করে চলাচল করছেন।’
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ভারী বর্ষণে উপজেলায় ধান, পাট, সবজি, তিলসহ ২৮৩ হেক্টর জমির ফসল বন্যায় তলিয়ে গেছে।
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ২৫ হাজার মানুষ। বন্যাদুর্গতদের জন্য ৩ লাখ টাকায় ত্রাণসামগ্রী ক্রয় করে প্যাকেট করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে আবারও ত্রাণের ব্যবস্থা করা হবে।
কুড়িগ্রামের রৌমারীতে কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিনজিরাম, ধরনী ও কালজানি নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও ১৫টি গ্রাম। উপজেলার ৩২টি গ্রামের ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি বাড়ার সঙ্গে দুর্ভোগও বাড়ছে। পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ে।
রাস্তা তলিয়ে যাওয়ায় নৌকা ও কলার ভেলায় করে চলাচল করছে পানিবন্দী মানুষ। এতে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া ব্যক্তিরা। কিছু গ্রামে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তলিয়ে গেছে আমন বীজতলা, বিআর জাতের বোরো ধান ও সবজিবাগান।
উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পানিবন্দী হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। তাদের জন্য ত্রাণসামগ্রী ক্রয় করে প্যাকেট করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে আবারও ত্রাণের ব্যবস্থা করা হবে।
সরেজমিনে গতকাল দেখা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে চর গয়টাপাড়া, তেকানী গ্রাম, চর বোয়ালমারী; শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা, শৌলমারী, মোল্লারচর; রৌমারী ইউনিয়নের কড়াইকান্দি, মির্জাপাড়া, নতুন চুলিয়ারচর; যাদুরচর ইউনিয়নের বকবান্দা, বিক্রিবিল, আলগারচর ও কাশিয়াবাড়ি।
বন্যার শুরুতে পানিবন্দী গ্রামগুলো হচ্ছে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর, ছাটকড়াইবাড়ি, খেতারচর, গাছবাড়ি, ইটালুকান্দা, কাউনিয়ারচর, কাজাইকাটা; শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া, বোয়ালমারী, বেগুলারচর, চৎলাকান্দা, টালুয়ারচর, ঝুনকিরচর; রৌমারী ইউনিয়নের মণ্ডলপাড়া, নটানপাড়া (আমবাড়ী), চান্দারচর, ইজলামারি, চরইজলামারী, মাদারটিলা, চর ইছাকুড়ি, বড়াইবাড়ী, চুলিয়ারচর, ঝাউবাড়ি, পাটাধোয়া পাড়া, বাওয়ার গ্রাম, ধুবলাবাড়ি; বন্দবেড় ইউনিয়নের বাইসপাড়া, ফলুয়ারচর, বাঘমারা, বলদমারা; যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর, খেওয়ারচর, নামাবকবান্দা, দক্ষিণ আলগারচর, চর লাঠিয়াল ডাঙ্গা, পাখিউড়া ধনারচর নতুন গ্রাম; চর শৌলমারী ইউনিয়নের চর ঘুঘুমারী, খাউরিয়া, সুখের বাতি।
যাদুরচর এলাকার আলী আকবর বলেন, ‘তাঁর ঘরে বন্যার পানি ঢুকেছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি খুবই কষ্টে আছেন। সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ।’
একই এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘তাঁর পরিবারের সদস্য ১৩ জন। ঘরের অধিকাংশ সদস্য দিনমজুর। ঘরে খাবার নেই। বন্যার কারণে কাজ নেই। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে আছেন।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্যায় আপাতত উপজেলার ২৫টি বিদ্যালয় পানিবন্দী হওয়ায় সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘স্কুলমাঠ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বকবান্ধা উচ্চবিদ্যালয়, নামা বকবান্ধা বালিকা উচ্চবিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশলী যুবায়ের হোসেন বলেন, ‘সম্প্রতি বন্যায় শৌলমারী, রৌমারী ও যাদুরচর ইউনিয়নের ২২ কিলোমিটার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার লোকজন নৌকায় ও ভেলায় করে চলাচল করছেন।’
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ভারী বর্ষণে উপজেলায় ধান, পাট, সবজি, তিলসহ ২৮৩ হেক্টর জমির ফসল বন্যায় তলিয়ে গেছে।
রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ২৫ হাজার মানুষ। বন্যাদুর্গতদের জন্য ৩ লাখ টাকায় ত্রাণসামগ্রী ক্রয় করে প্যাকেট করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে আবারও ত্রাণের ব্যবস্থা করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে