থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় পৌনে ৩ কোটি টাকার তিনটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।
গতকাল শুক্রবার সরকারি সফরে থানচি এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) অর্থায়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের উদ্বোধন করেন বীর বাহাদুর।
এ ছাড়া উপজেলা সদরের সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালীন মন্দির নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন তিনি। একই দিনে দুপুরে উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গণে ৫৭৬ পরিবারে বিনা মূল্যে সোলার হোম সিস্টেম, ক্রীড়া সামগ্রী, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভিজিডি, ডেকোরেটর সামগ্রী, জেনারেটর বিতরণ করেন বীর বাহাদুর।
মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, ‘সরকার পাহাড় ও সমতলের নিরলসভাবে উন্নয়নের কাজ যাচ্ছে বলেই দুর্গম থানচি উপজেলা একটি মডেল উপজেলা পরিণত করতে পেরেছি। থানচির পর্যটনের বিকাশ, পাহাড়ে যোগাযোগের জন্য অভ্যন্তরীণ সড়ক, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। এতে এ অঞ্চলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।’
পাচউবোর ২ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নের বাস্তবায়নাধীন মেগা প্রকল্প হলো বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক থেকে নাইন্দারীপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, বাস স্টেশন নির্মাণ।
প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালোবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেই চলছে। গ্রাম হবে শহর ও পাহাড়ে ছেলেমেয়েরা বাড়িতে বসে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে এমন ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে যাচ্ছি।’
পার্বত্য মন্ত্রীর সরকারি সফর সঙ্গী ছিলেন পাচউবো হোম সোলার সিস্টেমের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার। এ ছাড়া বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিন্দু ইউনিয়নে হোম সোলার সিস্টেম বিতরণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘১৯৯০ সালে বান্দরবান থেকে শঙ্খ নদীর বইঠায় চালিত নৌকায় থানচি যাতায়াত করতে সময় লাগত ৪ দিন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেখানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় তিন্দু বাজার পর্যন্ত সড়ক হয়েছে। বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবায় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, পর্যটন বিকাশে নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এটা তিন্দুবাসীদের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে।’
বান্দরবানের থানচি উপজেলায় পৌনে ৩ কোটি টাকার তিনটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।
গতকাল শুক্রবার সরকারি সফরে থানচি এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) অর্থায়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের উদ্বোধন করেন বীর বাহাদুর।
এ ছাড়া উপজেলা সদরের সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালীন মন্দির নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন তিনি। একই দিনে দুপুরে উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গণে ৫৭৬ পরিবারে বিনা মূল্যে সোলার হোম সিস্টেম, ক্রীড়া সামগ্রী, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভিজিডি, ডেকোরেটর সামগ্রী, জেনারেটর বিতরণ করেন বীর বাহাদুর।
মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, ‘সরকার পাহাড় ও সমতলের নিরলসভাবে উন্নয়নের কাজ যাচ্ছে বলেই দুর্গম থানচি উপজেলা একটি মডেল উপজেলা পরিণত করতে পেরেছি। থানচির পর্যটনের বিকাশ, পাহাড়ে যোগাযোগের জন্য অভ্যন্তরীণ সড়ক, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। এতে এ অঞ্চলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।’
পাচউবোর ২ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নের বাস্তবায়নাধীন মেগা প্রকল্প হলো বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক থেকে নাইন্দারীপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, বাস স্টেশন নির্মাণ।
প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালোবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেই চলছে। গ্রাম হবে শহর ও পাহাড়ে ছেলেমেয়েরা বাড়িতে বসে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে এমন ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে যাচ্ছি।’
পার্বত্য মন্ত্রীর সরকারি সফর সঙ্গী ছিলেন পাচউবো হোম সোলার সিস্টেমের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার। এ ছাড়া বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিন্দু ইউনিয়নে হোম সোলার সিস্টেম বিতরণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘১৯৯০ সালে বান্দরবান থেকে শঙ্খ নদীর বইঠায় চালিত নৌকায় থানচি যাতায়াত করতে সময় লাগত ৪ দিন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেখানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় তিন্দু বাজার পর্যন্ত সড়ক হয়েছে। বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবায় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, পর্যটন বিকাশে নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এটা তিন্দুবাসীদের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে