ফারিয়া এজাজ
নিজেকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি অনিন্দ্য একটি লুক পেতে মেকআপ করবেন। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার ত্বকের লোমকূপে কোনো ময়লা জমে না থাকে। এ জন্য অবশ্যই মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো হয় যদি আপনি ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে মসৃণ। শুষ্ক, রুক্ষ ত্বকে যতই মেকআপ করুন না কেন, তা কখনোই ভালো লাগবে না। তাতে মেকআপও ভালোভাবে বসবে না। ঘরে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মেকআপের আগে ব্যবহারের মতো ঘরোয়া কিছু ফেসপ্যাক।
ফলের ফেসপ্যাক
কলা, পেঁপে কমবেশি সবার বাসায় থাকে। পরিমাণ বুঝে পেঁপে বা কলা যেকোনো একটি ভালো করে চটকে নিন। এরপর এতে কমলার খোসা গুঁড়ো বা বাটা, কয়েক ফোঁটা মধু, সামান্য গ্লিসারিন, ১ চা-চামচ টক দই, আধা চা-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের খোসার ফেসপ্যাক
ডিমের খোসা পাটায় বেটে বা ব্লেন্ড করে একেবারে মিহি করুন। এরপর এতে চালের গুঁড়ো, মধু, কাঁচা দুধ, গোলাপ জল, বেটে মিহি করা চিনি পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ৫ থেকে ১০ মিনিট পরে আলতো হাতে ঘষে ফেসপ্যাকটি তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ফেসপ্যাক
আজকাল সবার বারান্দা বা ছাদের টবে অ্যালোভেরাগাছ থাকে। টক দই, অ্যালোভেরা জেল, মধু, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকাভাবে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দুধ-ডিমের ফেসপ্যাক
ডিমের সাদা অংশ ভালো করে ফেটে এর সঙ্গে কাঁচা হলুদবাটা, কাঁচা দুধ এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে ও গলায় মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে ফেলুন।
চন্দন ও শসার ফেসপ্যাক
চন্দনের গুঁড়ো, শসার রস, মুলতানি মাটি, অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো-মধুর ফেসপ্যাক
টমেটো ব্লেন্ড করে বা চটকে রস বের করে নিন। এরপর এতে কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ, টক দই মিশিয়ে পেস্ট করে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: কসমোপলিটন
নিজেকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি অনিন্দ্য একটি লুক পেতে মেকআপ করবেন। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার ত্বকের লোমকূপে কোনো ময়লা জমে না থাকে। এ জন্য অবশ্যই মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো হয় যদি আপনি ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে মসৃণ। শুষ্ক, রুক্ষ ত্বকে যতই মেকআপ করুন না কেন, তা কখনোই ভালো লাগবে না। তাতে মেকআপও ভালোভাবে বসবে না। ঘরে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মেকআপের আগে ব্যবহারের মতো ঘরোয়া কিছু ফেসপ্যাক।
ফলের ফেসপ্যাক
কলা, পেঁপে কমবেশি সবার বাসায় থাকে। পরিমাণ বুঝে পেঁপে বা কলা যেকোনো একটি ভালো করে চটকে নিন। এরপর এতে কমলার খোসা গুঁড়ো বা বাটা, কয়েক ফোঁটা মধু, সামান্য গ্লিসারিন, ১ চা-চামচ টক দই, আধা চা-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের খোসার ফেসপ্যাক
ডিমের খোসা পাটায় বেটে বা ব্লেন্ড করে একেবারে মিহি করুন। এরপর এতে চালের গুঁড়ো, মধু, কাঁচা দুধ, গোলাপ জল, বেটে মিহি করা চিনি পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ৫ থেকে ১০ মিনিট পরে আলতো হাতে ঘষে ফেসপ্যাকটি তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ফেসপ্যাক
আজকাল সবার বারান্দা বা ছাদের টবে অ্যালোভেরাগাছ থাকে। টক দই, অ্যালোভেরা জেল, মধু, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকাভাবে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দুধ-ডিমের ফেসপ্যাক
ডিমের সাদা অংশ ভালো করে ফেটে এর সঙ্গে কাঁচা হলুদবাটা, কাঁচা দুধ এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে ও গলায় মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে ফেলুন।
চন্দন ও শসার ফেসপ্যাক
চন্দনের গুঁড়ো, শসার রস, মুলতানি মাটি, অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো-মধুর ফেসপ্যাক
টমেটো ব্লেন্ড করে বা চটকে রস বের করে নিন। এরপর এতে কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ, টক দই মিশিয়ে পেস্ট করে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: কসমোপলিটন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে