নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কের কার্পেটং উঠে খানাখন্দের কারণে চলাচলে ভোগান্তি বেড়েছে। বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা।
শুকনার সময় খানাখন্দ রাস্তা দিয়ে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে ভোগান্তি চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী অফিস বলছে রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।
জানা গেছে, মোয়াজ্জেমপুর উপজেলার শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসা, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনা খান চৌধুরী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও একাধিক কিন্ডারগার্টেন রয়েছে। এ ছাড়া ভূমি অফিস, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিকসহ দুটি বাজার রয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন অবস্থায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কে পিচ সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিকের সামনে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পাশে পুকুরে অনেকটা রাস্তা দেবে গেছে। সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরী বাড়ির সামনের সড়ক থেকে পিচসহ কংক্রিট সরে গিয়ে বিশাল গর্ত হয়েছে ৷ এতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে।
স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে সড়কটি সংস্কার করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এক বছরও টেকেনি। বর্ষাকালে পানি জমে সড়কের অবস্থা বেশি খারাপ হয়। সড়কের উন্নয়নের তেমন কোনো অগ্রগতি নেই। সড়কটি দিয়ে ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে ৷ গর্ত সৃষ্টির কারণে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসা অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে ৷ অটোচালক মো. বারিক মিয়া বলেন, ‘রাস্তার কথা কী বলব, কেউ তো দেখে না। শিক্ষার্থী তানিয়া জান্নাত জানায়, এই এলাকায় এত এত শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও সড়কটি খুবই নাজুক অবস্থায়।
নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. শাহবো রহমান সজিব বলেন, ‘রাস্তাটি খানাখন্দে ভরা শুনেছি। রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। আশা করি, খুবই শিগগিরই অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।’
নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কের কার্পেটং উঠে খানাখন্দের কারণে চলাচলে ভোগান্তি বেড়েছে। বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা।
শুকনার সময় খানাখন্দ রাস্তা দিয়ে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে ভোগান্তি চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী অফিস বলছে রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।
জানা গেছে, মোয়াজ্জেমপুর উপজেলার শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসা, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনা খান চৌধুরী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও একাধিক কিন্ডারগার্টেন রয়েছে। এ ছাড়া ভূমি অফিস, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিকসহ দুটি বাজার রয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন অবস্থায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কে পিচ সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিকের সামনে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পাশে পুকুরে অনেকটা রাস্তা দেবে গেছে। সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরী বাড়ির সামনের সড়ক থেকে পিচসহ কংক্রিট সরে গিয়ে বিশাল গর্ত হয়েছে ৷ এতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে।
স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে সড়কটি সংস্কার করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এক বছরও টেকেনি। বর্ষাকালে পানি জমে সড়কের অবস্থা বেশি খারাপ হয়। সড়কের উন্নয়নের তেমন কোনো অগ্রগতি নেই। সড়কটি দিয়ে ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে ৷ গর্ত সৃষ্টির কারণে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসা অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে ৷ অটোচালক মো. বারিক মিয়া বলেন, ‘রাস্তার কথা কী বলব, কেউ তো দেখে না। শিক্ষার্থী তানিয়া জান্নাত জানায়, এই এলাকায় এত এত শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও সড়কটি খুবই নাজুক অবস্থায়।
নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. শাহবো রহমান সজিব বলেন, ‘রাস্তাটি খানাখন্দে ভরা শুনেছি। রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। আশা করি, খুবই শিগগিরই অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে