নুরুল আমীন রবীন, শরীয়তপুর
মুন্সিগঞ্জের শিমুলিয়া-জাজিরার মাঝিরঘাট নৌপথে ২৪ ঘণ্টাই চলছে ফেরি। এ পথে নিয়মিত ব্যক্তিগত ও জরুরি যানবাহনের সঙ্গে ছোট পণ্যবাহী যানও পারাপার করা হচ্ছে। পদ্মা সেতু এড়িয়ে এ নৌপথে স্থায়ীভাবে ফেরি চালানোর জন্য ঘাট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসন।
এর আগে ২৫ আগস্ট মাঝিরঘাটে নতুন পন্টুন স্থাপন করে বিআইডব্লিউটিএ। পরীক্ষামূলক ফেরি চলাচল শেষে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে শুধু বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরিতে যানবাহন পারাপার শুরু করে বিআইডব্লিউটিসি। পরে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে জানুয়ারিতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরি পার হয়। ওই নৌপথে গত বছর ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকায় পদ্মা সেতুর সঙ্গে কয়েক দফা ধাক্কা লাগে ফেরির। এমন পরিস্থিতিতে গত বছর ১৮ আগস্ট থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েন। জরুরি সেবা নিশ্চিত করতে তখন শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিটিএ। নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ওই নৌপথে ফেরি চালু করা যায়নি।
গত ১৮ ডিসেম্বর থেকে ওই নৌপথে ফেরি কুঞ্জলতা চলাচল শুরু করে। ফেরিটি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাচল করত। সম্প্রতি নৌপথে আরও চারটি ফেরি বাড়ানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর ও কর্ণফুলী নামের ২টি ছোট ফেরি ও বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৩টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে পারাপার করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি যানবাহন, পণ্যবাহী ছোট যানবাহন, জরুরি সেবার যানবাহন। প্রতিদিন অন্তত সাড়ে তিন শ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে এই নৌ-রুটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা জানান, জুনে পদ্মা সেতু চালু করা হবে। সেতু চালু হওয়ার পরও ভারী যানবাহন পারাপারের জন্য ফেরি চালু থাকবে। আর সেতুর উজানে কোনো ফেরিঘাট না রাখার পরামর্শ সেতু বিভাগের। তখন বাংলাবাজার ঘাটটি বন্ধ করে দিতে হবে। তাই জাজিরার মাঝিরঘাটটি স্থায়ী ফেরিঘাট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘাট সম্প্রসারণ করার জন্য আগেই মাঝিরঘাটে রো রো ফেরির পন্টুন স্থাপন করা হয়েছে। আর ঘাটে গাড়ি পার্ক করার জন্য টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রফুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরিঘাট চালু হওয়ার পর যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনের জন্য সড়কের পাশে সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণ করা সরকারি জায়গায় গাড়ি পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক সাহাদৎ হোসেন বলেন, ‘বাংলাবাজার ঘাট বন্ধ করে দেওয়া হবে। তখন মাঝিরঘাট স্থায়ীভাবে ঘাট করা হবে। টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। জমি পাওয়া গেলে ঘাটের অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে।’
মুন্সিগঞ্জের শিমুলিয়া-জাজিরার মাঝিরঘাট নৌপথে ২৪ ঘণ্টাই চলছে ফেরি। এ পথে নিয়মিত ব্যক্তিগত ও জরুরি যানবাহনের সঙ্গে ছোট পণ্যবাহী যানও পারাপার করা হচ্ছে। পদ্মা সেতু এড়িয়ে এ নৌপথে স্থায়ীভাবে ফেরি চালানোর জন্য ঘাট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসন।
এর আগে ২৫ আগস্ট মাঝিরঘাটে নতুন পন্টুন স্থাপন করে বিআইডব্লিউটিএ। পরীক্ষামূলক ফেরি চলাচল শেষে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে শুধু বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরিতে যানবাহন পারাপার শুরু করে বিআইডব্লিউটিসি। পরে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে জানুয়ারিতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরি পার হয়। ওই নৌপথে গত বছর ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকায় পদ্মা সেতুর সঙ্গে কয়েক দফা ধাক্কা লাগে ফেরির। এমন পরিস্থিতিতে গত বছর ১৮ আগস্ট থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েন। জরুরি সেবা নিশ্চিত করতে তখন শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিটিএ। নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ওই নৌপথে ফেরি চালু করা যায়নি।
গত ১৮ ডিসেম্বর থেকে ওই নৌপথে ফেরি কুঞ্জলতা চলাচল শুরু করে। ফেরিটি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাচল করত। সম্প্রতি নৌপথে আরও চারটি ফেরি বাড়ানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর ও কর্ণফুলী নামের ২টি ছোট ফেরি ও বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৩টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে পারাপার করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি যানবাহন, পণ্যবাহী ছোট যানবাহন, জরুরি সেবার যানবাহন। প্রতিদিন অন্তত সাড়ে তিন শ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে এই নৌ-রুটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা জানান, জুনে পদ্মা সেতু চালু করা হবে। সেতু চালু হওয়ার পরও ভারী যানবাহন পারাপারের জন্য ফেরি চালু থাকবে। আর সেতুর উজানে কোনো ফেরিঘাট না রাখার পরামর্শ সেতু বিভাগের। তখন বাংলাবাজার ঘাটটি বন্ধ করে দিতে হবে। তাই জাজিরার মাঝিরঘাটটি স্থায়ী ফেরিঘাট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘাট সম্প্রসারণ করার জন্য আগেই মাঝিরঘাটে রো রো ফেরির পন্টুন স্থাপন করা হয়েছে। আর ঘাটে গাড়ি পার্ক করার জন্য টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রফুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরিঘাট চালু হওয়ার পর যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনের জন্য সড়কের পাশে সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণ করা সরকারি জায়গায় গাড়ি পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক সাহাদৎ হোসেন বলেন, ‘বাংলাবাজার ঘাট বন্ধ করে দেওয়া হবে। তখন মাঝিরঘাট স্থায়ীভাবে ঘাট করা হবে। টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। জমি পাওয়া গেলে ঘাটের অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে