গৌরীপুর প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৪ সেপ্টেম্বর। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় উৎফুল্ল নেতা-কর্মীরা। তাঁরা পদ পেতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সম্মেলনের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এর আগে তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তখন ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জন সদস্য মারা গেছেন। নিয়মানুযায়ী ঘোষিত এই সম্মেলনটি ২০০৬ সালে হওয়ার কথা ছিল। ১৬ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় উজ্জীবিত নেতা-কর্মীরা। পাশাপাশি সভাপতি ও সম্পাদক হিসেবে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন অনেকে। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে করছেন লবিং-তদবির।
আরও জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কালাম মো. আজাদ, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন, কলেজশিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক ছাত্র নেতা সাদেকুর রহমান সেলিম নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম বলেন, সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ভোট হওয়ার সম্ভাবনা কম, আলোচনার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হতে পারে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘সম্মেলন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সভাপতি ও সম্পাদক পদে অনেকেই প্রার্থিতা ঘোষণা করেছেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৪ সেপ্টেম্বর। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় উৎফুল্ল নেতা-কর্মীরা। তাঁরা পদ পেতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সম্মেলনের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এর আগে তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তখন ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে সেই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জন সদস্য মারা গেছেন। নিয়মানুযায়ী ঘোষিত এই সম্মেলনটি ২০০৬ সালে হওয়ার কথা ছিল। ১৬ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় উজ্জীবিত নেতা-কর্মীরা। পাশাপাশি সভাপতি ও সম্পাদক হিসেবে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন অনেকে। জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে করছেন লবিং-তদবির।
আরও জানা গেছে, ইতিমধ্যে সভাপতি পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কালাম মো. আজাদ, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন, কলেজশিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক ছাত্র নেতা সাদেকুর রহমান সেলিম নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম বলেন, সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ভোট হওয়ার সম্ভাবনা কম, আলোচনার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হতে পারে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘সম্মেলন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সভাপতি ও সম্পাদক পদে অনেকেই প্রার্থিতা ঘোষণা করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে