হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
লিফট থেকে নেমে হাতের বাঁ পাশে যেতেই চোখে পড়বে তুলি ফ্যাশন। সানমার ওশান সিটির তৃতীয় তলার ওই দোকানটিতে শোভা পাচ্ছে নজরকাড়া নকশার সব কাপড়। দোকানের মুখে সাজিয়ে রাখা হয়েছে হাল ফ্যাশনের ক্রেজ সারারা, গারারা। আছে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ নানা নকশার নামকরা সব পোশাক। বিক্রেতারা বললেন, দোকানে সব ধরনের পোশাক রাখলেও এবার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গারারা, সারারা। দোকানে আসা বেশির ভাগ তরুণীই এ দুই ধরনের পোশাক কিনছেন।
তুলি ফ্যাশনের মালিক আনিসুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গারারা, সারারা ক্রেতাদের পছন্দের শীর্ষে। আমরা লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ যেসব পোশাক বিক্রি করছি। এগুলোর মধ্যে এবার গারারা, সারারাই বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে মিলছে এসব পোশাক।’
উইমেন্স ওয়ার্ল্ডের মালিক আজিজুল হক বলেন, ‘এবার গারারা, সারারার চাহিদা একটু বেশি। তবে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ অন্য পোশাকগুলোও কিনছেন অনেকে।’ তবে এবার প্রস্তুতির তুলনায় বেচাকেনা কম বলে তিনি জানান।
নগরের জিইসি মোড় থেকে একটু সামনে গেলেই সানমার ওশান সিটি। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের পোশাক, বুটিক, জুয়েলারি শপের জন্য চট্টগ্রামে বিশেষ স্থান করে নিয়েছে এই মার্কেট। গত রোববার দুপুরে মার্কেটে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মেয়েদের পোশাকের দোকানে বেচা-কেনা জমে উঠেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে দেখছেন ক্রেতারা।
দোকানদাররা জানিয়েছেন, কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটা কাছাকাছি। নাম পুরোনো হলেও ইন্ডিয়ান ঢংয়ের এ ড্রেসগুলোর ডিজাইনে আছে নতুনত্ব।
ঠিক উল্টো চিত্র দেখা গেছে মার্কেটের নিচতলায় ছেলেদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বিক্রেতারা বললেন, ১৫ রমজান পার হতে চললেও এবার মার্কেট এখনো পুরোপুরি জমে ওঠেনি। মাঝখানে দু-এক দিন ভালো বেচাকেনা হলেও এখন মন্দাভাব।
এ সম্পর্কে জানতে চাইলে ব্র্যান্ড শপ শৈল্পিকের ব্রাঞ্চ ইনচার্জ মো. শাখাওয়াত হোসাইন রনি বলেন, এবার বেচাকেনা খুব একটা নেই। আগে রমজানে ৩ থেকে ৪ লাখ টাকা প্রতিদিন বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
জেন্টেল পার্কের শো-রুমে ম্যানেজার মো. রোকন উদ্দিন বাপ্পা বলেন, ‘আমরা মনে করেছিলাম, রমজানের মাঝামাঝিতেই বেচাকেনা জমে উঠবে। কিন্তু বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’
লিফট থেকে নেমে হাতের বাঁ পাশে যেতেই চোখে পড়বে তুলি ফ্যাশন। সানমার ওশান সিটির তৃতীয় তলার ওই দোকানটিতে শোভা পাচ্ছে নজরকাড়া নকশার সব কাপড়। দোকানের মুখে সাজিয়ে রাখা হয়েছে হাল ফ্যাশনের ক্রেজ সারারা, গারারা। আছে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ নানা নকশার নামকরা সব পোশাক। বিক্রেতারা বললেন, দোকানে সব ধরনের পোশাক রাখলেও এবার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গারারা, সারারা। দোকানে আসা বেশির ভাগ তরুণীই এ দুই ধরনের পোশাক কিনছেন।
তুলি ফ্যাশনের মালিক আনিসুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গারারা, সারারা ক্রেতাদের পছন্দের শীর্ষে। আমরা লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ যেসব পোশাক বিক্রি করছি। এগুলোর মধ্যে এবার গারারা, সারারাই বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে মিলছে এসব পোশাক।’
উইমেন্স ওয়ার্ল্ডের মালিক আজিজুল হক বলেন, ‘এবার গারারা, সারারার চাহিদা একটু বেশি। তবে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ অন্য পোশাকগুলোও কিনছেন অনেকে।’ তবে এবার প্রস্তুতির তুলনায় বেচাকেনা কম বলে তিনি জানান।
নগরের জিইসি মোড় থেকে একটু সামনে গেলেই সানমার ওশান সিটি। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের পোশাক, বুটিক, জুয়েলারি শপের জন্য চট্টগ্রামে বিশেষ স্থান করে নিয়েছে এই মার্কেট। গত রোববার দুপুরে মার্কেটে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মেয়েদের পোশাকের দোকানে বেচা-কেনা জমে উঠেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে দেখছেন ক্রেতারা।
দোকানদাররা জানিয়েছেন, কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটা কাছাকাছি। নাম পুরোনো হলেও ইন্ডিয়ান ঢংয়ের এ ড্রেসগুলোর ডিজাইনে আছে নতুনত্ব।
ঠিক উল্টো চিত্র দেখা গেছে মার্কেটের নিচতলায় ছেলেদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বিক্রেতারা বললেন, ১৫ রমজান পার হতে চললেও এবার মার্কেট এখনো পুরোপুরি জমে ওঠেনি। মাঝখানে দু-এক দিন ভালো বেচাকেনা হলেও এখন মন্দাভাব।
এ সম্পর্কে জানতে চাইলে ব্র্যান্ড শপ শৈল্পিকের ব্রাঞ্চ ইনচার্জ মো. শাখাওয়াত হোসাইন রনি বলেন, এবার বেচাকেনা খুব একটা নেই। আগে রমজানে ৩ থেকে ৪ লাখ টাকা প্রতিদিন বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
জেন্টেল পার্কের শো-রুমে ম্যানেজার মো. রোকন উদ্দিন বাপ্পা বলেন, ‘আমরা মনে করেছিলাম, রমজানের মাঝামাঝিতেই বেচাকেনা জমে উঠবে। কিন্তু বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে