তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওর লাগোয়া উজ্জ্বলপুর গ্রামের হতদরিদ্র আব্দুর নূর মিয়া। বন্যার পানির তোড়ে তাঁর ঘর ভেসে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটান অন্যের বাড়ির বারান্দায়। কোথায় থাকবেন, এই দুশ্চিন্তা তাঁকে তাড়া করে। কিছুই ভালো লাগে না।
জানতে চাইলে আব্দুর নূর (৫৫) আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় থাকার ঘর ভাইঙ্গা পালাইছে। থাকমু কই? খাইমু কী? এই চিন্তায় ভালা লাগে না। দিনের বেলায় ঘুইরা ফিইরা চাইয়া থাকি কেউ কোনতা লইয়া আয়নি। রাইত অইলে পুলা-পুরি লইয়া অন্যের বাড়ির বারান্দায় ঘুমাই। আমরার মতো মাইনসেরে কেউ দেখতে আয় না। আইলে কইতাম আমরা গরিব মানুষ। গরিব হইয়া জন্ম নেওয়া পাপ। আমরার দুক্কু, কষ্ট উপরের বেডাইনে ফুনে না। কয় দিন ধইরা চেয়ারম্যান-মেম্বাররে বিছরাই। তারারে পাই না। আমরারে কেউ কুনতা দিছে না। ধারদেনা কইরা ভেঙে যাওয়া চাপটা ঘরটা করছিলাম। এটাও ঢলে ভাসাইয়া নিল। খাইয়া না-খাইয়া ঘরটাত থাকতা পারতাম। পুলা-পুরি লইয়া অহন কই যাইমু?’
বন্যায় ক্ষতিগ্রস্ত আব্দুর নূরের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে। তিনি চার সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘পুনর্বাসনের তালিকা তৈরির কাজ ইউপির মাধ্যমে চলছে। এতে আমরা আব্দুর নূর মিয়ার নাম অন্তর্ভুক্ত করব।’
টাঙ্গুয়ার হাওর লাগোয়া উজ্জ্বলপুর গ্রামের হতদরিদ্র আব্দুর নূর মিয়া। বন্যার পানির তোড়ে তাঁর ঘর ভেসে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটান অন্যের বাড়ির বারান্দায়। কোথায় থাকবেন, এই দুশ্চিন্তা তাঁকে তাড়া করে। কিছুই ভালো লাগে না।
জানতে চাইলে আব্দুর নূর (৫৫) আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় থাকার ঘর ভাইঙ্গা পালাইছে। থাকমু কই? খাইমু কী? এই চিন্তায় ভালা লাগে না। দিনের বেলায় ঘুইরা ফিইরা চাইয়া থাকি কেউ কোনতা লইয়া আয়নি। রাইত অইলে পুলা-পুরি লইয়া অন্যের বাড়ির বারান্দায় ঘুমাই। আমরার মতো মাইনসেরে কেউ দেখতে আয় না। আইলে কইতাম আমরা গরিব মানুষ। গরিব হইয়া জন্ম নেওয়া পাপ। আমরার দুক্কু, কষ্ট উপরের বেডাইনে ফুনে না। কয় দিন ধইরা চেয়ারম্যান-মেম্বাররে বিছরাই। তারারে পাই না। আমরারে কেউ কুনতা দিছে না। ধারদেনা কইরা ভেঙে যাওয়া চাপটা ঘরটা করছিলাম। এটাও ঢলে ভাসাইয়া নিল। খাইয়া না-খাইয়া ঘরটাত থাকতা পারতাম। পুলা-পুরি লইয়া অহন কই যাইমু?’
বন্যায় ক্ষতিগ্রস্ত আব্দুর নূরের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে। তিনি চার সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘পুনর্বাসনের তালিকা তৈরির কাজ ইউপির মাধ্যমে চলছে। এতে আমরা আব্দুর নূর মিয়ার নাম অন্তর্ভুক্ত করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে