রংপুর প্রতিনিধি
রংপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার (এসপি) মো. ফেরদৌস আলী চৌধুরী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে একাত্তরের রণাঙ্গনে সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশের বীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারকসহ ফুল ও উপহারসামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।
এসপি ফেরদৌস আলী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী, সম্মুখসারির সমর যোদ্ধা বাংলাদেশ পুলিশের সব বীর মুক্তিযোদ্ধা। আমরা বীর এসব পুলিশ সদস্যের জন্য গর্বিত। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা অকাতরে নিজের প্রাণ দিয়েছেন। তাঁদের আকাশসম ত্যাগ স্মরণীয়।’
ফেরদৌস আলী আরও বলেন, ‘পুলিশের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে আজীবন পঙ্গুত্বকে বরণ করেছেন। তাঁরা রুটিরুজি, চাকরির মায়া ত্যাগ করে ওয়্যারলেস বার্তায় বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ঘোষণা পৌঁছে দিয়েছেন দেশের আনাচে-কানাচে। দেশকে শত্রুমুক্ত করে লাল সবুজ পতাকাকে বুকে ধারণ করে জয়বাংলা প্রতিধ্বনি দিয়ে শক্ত হাতে অস্ত্রটাকে আকাশের দিকে উঁচিয়েছেন।’
আনন্দপূর্ণ ও আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধারা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং ফটোসেশনে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় (প্রশাসন ও অপরাধ), সৈয়দ মোহাম্মদ ফরহাদ (ডিএসবি), মো. আনোয়ার হোসেন (সদর দপ্তর), আবু তৈয়ব মো. আরিফ হোসেন (এ সার্কেল) ও সিফাত-ই-রাব্বান (বি সার্কেল), সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান (ডি সার্কেল), মো. আশরাফুল আলম (অতিরিক্ত দায়িত্বে সি সার্কেল), ডিআইও (১) এ কে এম শরিফুল আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, আরওআই মো. আব্দুল ওয়াহেদ প্রমুখ।
রংপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার ১১ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ সুপার (এসপি) মো. ফেরদৌস আলী চৌধুরী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে একাত্তরের রণাঙ্গনে সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশের বীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারকসহ ফুল ও উপহারসামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।
এসপি ফেরদৌস আলী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী, সম্মুখসারির সমর যোদ্ধা বাংলাদেশ পুলিশের সব বীর মুক্তিযোদ্ধা। আমরা বীর এসব পুলিশ সদস্যের জন্য গর্বিত। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা অকাতরে নিজের প্রাণ দিয়েছেন। তাঁদের আকাশসম ত্যাগ স্মরণীয়।’
ফেরদৌস আলী আরও বলেন, ‘পুলিশের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে আজীবন পঙ্গুত্বকে বরণ করেছেন। তাঁরা রুটিরুজি, চাকরির মায়া ত্যাগ করে ওয়্যারলেস বার্তায় বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ঘোষণা পৌঁছে দিয়েছেন দেশের আনাচে-কানাচে। দেশকে শত্রুমুক্ত করে লাল সবুজ পতাকাকে বুকে ধারণ করে জয়বাংলা প্রতিধ্বনি দিয়ে শক্ত হাতে অস্ত্রটাকে আকাশের দিকে উঁচিয়েছেন।’
আনন্দপূর্ণ ও আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধারা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং ফটোসেশনে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় (প্রশাসন ও অপরাধ), সৈয়দ মোহাম্মদ ফরহাদ (ডিএসবি), মো. আনোয়ার হোসেন (সদর দপ্তর), আবু তৈয়ব মো. আরিফ হোসেন (এ সার্কেল) ও সিফাত-ই-রাব্বান (বি সার্কেল), সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান (ডি সার্কেল), মো. আশরাফুল আলম (অতিরিক্ত দায়িত্বে সি সার্কেল), ডিআইও (১) এ কে এম শরিফুল আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, আরওআই মো. আব্দুল ওয়াহেদ প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে