কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পয়ার উদ্দিন নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ছুরিকাঘাত করা হলে সোমবার দুপুরে হাসপাতালে পয়ার মারা যান।
এ সময় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলিলের ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
গত রোববার পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে (৫৫) উপর্যুপরি ছুরিকাঘাত করেন ছেলে আব্দুল জলিল (২৬)। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ারকে বাঁচাতে চাইলে তাঁকেও আঘাত করা হয়। পরে পয়ার উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত পয়ারের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ছেলে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় রোববার রাতে এজাহার দায়ের করলে সোমবার মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রাম থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তাঁর বাবার ওপর হামলার কথা ‘স্বীকার’ করেছেন। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়।’
ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজাহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর জলিল পলাতক থাকলেও তাকে দ্রুত সময়ে গ্রেপ্তারে সামর্থ্য হয় পুলিশ।’
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পয়ার উদ্দিন নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ছুরিকাঘাত করা হলে সোমবার দুপুরে হাসপাতালে পয়ার মারা যান।
এ সময় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলিলের ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
গত রোববার পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে (৫৫) উপর্যুপরি ছুরিকাঘাত করেন ছেলে আব্দুল জলিল (২৬)। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ারকে বাঁচাতে চাইলে তাঁকেও আঘাত করা হয়। পরে পয়ার উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত পয়ারের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ছেলে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় রোববার রাতে এজাহার দায়ের করলে সোমবার মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রাম থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তাঁর বাবার ওপর হামলার কথা ‘স্বীকার’ করেছেন। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়।’
ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজাহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর জলিল পলাতক থাকলেও তাকে দ্রুত সময়ে গ্রেপ্তারে সামর্থ্য হয় পুলিশ।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে