নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আইনের আওতায় আনতে চায় সরকার। এর অংশ হিসেবে স্কুলগুলোকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ৩০ দিনের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডটি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রোববার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের নীতিমালা অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করার বিধান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অধিকাংশ প্রতিষ্ঠান এ নীতিমালা অনুসরণ করছে না। আমরা চাই, সব ইংলিশ মিডিয়াম স্কুল এ নীতিমালা অনুযায়ী চলুক। এর অংশ হিসেবে স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, দেশে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১৩৭টি। এগুলোর মধ্যে ‘ও লেভেল’ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০টি, ‘এ লেভেল’ ৯২টি ও জুনিয়র স্কুল ১৫টি। এসব স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘অর্ডিনারি লেভেল’, সংক্ষেপে ‘ও’ লেভেল এবং পরবর্তী নবম থেকে দ্বাদশ শ্রেণি ‘অ্যাডভান্স’ লেভেল, সংক্ষেপে ‘এ’ লেভেল হিসেবে গণ্য করা হয়। পরবর্তী শিক্ষাস্তরে এ-১ ও এ-২ শ্রেণিভুক্ত।
তবে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংগঠন ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএমএসএবি) তথ্য বলছে, দেশে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা তিন শতাধিক।
ইংলিশ মিডিয়াম স্কুল নিবন্ধনের উদ্যোগকে এখনই স্বাগত জানাতে রাজি নয় ইএমএসএবি প্রেসিডেন্ট ড. কাজী তায়েফ। তিনি বলেন, ‘নিবন্ধনের নামে অযাচিত হস্তক্ষেপ যাতে না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এখনই নিবন্ধনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে শুধু নিবন্ধন করলেই হবে না, এ প্রতিষ্ঠানগুলো যেন নীতিমালা
অনুযায়ী চলে, সে বিষয়েও নজরদারি করতে হবে।’
৩০ দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশ
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করতে বলা হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি স্কুলগুলোর রেজিস্ট্রেশন অধ্যাদেশ অনুযায়ী, বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলকে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন করতে হবে। যেসব প্রতিষ্ঠান এরই মধ্যে সাময়িক নিবন্ধন/নিবন্ধন গ্রহণ করার পর মেয়াদ শেষে আর নবায়ন করেনি, সেসব প্রতিষ্ঠানকেও চিঠি ইস্যুর তারিখ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিবন্ধন নবায়ন করতে হবে।
বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আইনের আওতায় আনতে চায় সরকার। এর অংশ হিসেবে স্কুলগুলোকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ৩০ দিনের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডটি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রোববার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের নীতিমালা অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করার বিধান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অধিকাংশ প্রতিষ্ঠান এ নীতিমালা অনুসরণ করছে না। আমরা চাই, সব ইংলিশ মিডিয়াম স্কুল এ নীতিমালা অনুযায়ী চলুক। এর অংশ হিসেবে স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, দেশে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১৩৭টি। এগুলোর মধ্যে ‘ও লেভেল’ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০টি, ‘এ লেভেল’ ৯২টি ও জুনিয়র স্কুল ১৫টি। এসব স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘অর্ডিনারি লেভেল’, সংক্ষেপে ‘ও’ লেভেল এবং পরবর্তী নবম থেকে দ্বাদশ শ্রেণি ‘অ্যাডভান্স’ লেভেল, সংক্ষেপে ‘এ’ লেভেল হিসেবে গণ্য করা হয়। পরবর্তী শিক্ষাস্তরে এ-১ ও এ-২ শ্রেণিভুক্ত।
তবে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংগঠন ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএমএসএবি) তথ্য বলছে, দেশে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা তিন শতাধিক।
ইংলিশ মিডিয়াম স্কুল নিবন্ধনের উদ্যোগকে এখনই স্বাগত জানাতে রাজি নয় ইএমএসএবি প্রেসিডেন্ট ড. কাজী তায়েফ। তিনি বলেন, ‘নিবন্ধনের নামে অযাচিত হস্তক্ষেপ যাতে না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এখনই নিবন্ধনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। তিনি বলেন, ‘সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে শুধু নিবন্ধন করলেই হবে না, এ প্রতিষ্ঠানগুলো যেন নীতিমালা
অনুযায়ী চলে, সে বিষয়েও নজরদারি করতে হবে।’
৩০ দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশ
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন বা নিবন্ধন নবায়ন করতে বলা হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি স্কুলগুলোর রেজিস্ট্রেশন অধ্যাদেশ অনুযায়ী, বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলকে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন করতে হবে। যেসব প্রতিষ্ঠান এরই মধ্যে সাময়িক নিবন্ধন/নিবন্ধন গ্রহণ করার পর মেয়াদ শেষে আর নবায়ন করেনি, সেসব প্রতিষ্ঠানকেও চিঠি ইস্যুর তারিখ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিবন্ধন নবায়ন করতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে