সম্পাদকীয়
সুরকার হিসেবে সমর দাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’ গান দুটির সুর করে মুক্তিযুদ্ধের সঙ্গে মিলেমিশে গেছেন। প্রথম গানটি লিখেছিলেন নঈম গহর, দ্বিতীয়টির রচয়িতা গোবিন্দ হালদার। তাঁর সুর করা মোস্তাফিজুর রহমানের লেখা ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’ গানটিকেও একই কাতারে ফেলা যায়।
১৯৭২ সালে কলকাতার এইচএমভি (হিজ মাস্টার ভয়েজ) থেকে ‘আজ বাংলাদেশের হৃদয় হতে’ নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ২৬টি গান নিয়ে একটি এলপি রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই রেকর্ডের পরিচালক ছিলেন সমর দাস।
আর এ কথা না বললে তো অন্যায় করা হবে, ১৯৫৬ সালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস।
যে কথা বলার জন্য এত ভণিতা, তা হলো, এই কীর্তিমান পুরুষ জন্মেছিলেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নবদ্বীপের বসাক লেনে। বাড়িতে পরিবেশ ছিল সংগীতময়। বাবার কাছ থেকে শিখেছিলেন বেহালা। তারপর নর্থফিল্ড নামে এক মিশনারির কাছ থেকে শিখে নেন পিয়ানো, বাঁশি আর গিটার।
একদিন জিয়া আনসারী তাঁদের প্যারিদাস রোডের বাড়ির ছাদ থেকে বিউটি বোর্ডিংয়ের মাঠের দিকে তাকিয়ে এক দশাসই মানুষকে দেখলেন। তিনি তখন গিটারে তুলছেন সুর। দিনটি ছিল ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি। ধূমায়িত চায়ে চুমুক দিয়ে মানুষটি গিটারে তুলেছিলেন ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’ সুরটি। তারপর উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, ‘এমন সুর, হালায় বাজাইয়াও আরাম, হুইন্যাও আরাম!’ লোকটা কে?
আরও পরে যখন বিউটি বোর্ডিংয়ে একুশের অনুষ্ঠান শুরু হলো, লোকে ভরে গেল আঙিনা, তখন জিয়া আনসারী শুনলেন, একপর্যায়ে এই দশাসই লোকটিকে ডাকা হলো স্টেজে। পরিচয় করিয়ে দেওয়া হলো ‘সমর দাস’ নামে। তিনি বাজালেন ‘আজ জ্যোৎস্না রাতে…’।
সূত্র: জিয়া আনসারী, পূর্ণিমার মধ্য বয়সে বিউটি বোর্ডিং, পৃষ্ঠা ৫৬
সুরকার হিসেবে সমর দাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’ গান দুটির সুর করে মুক্তিযুদ্ধের সঙ্গে মিলেমিশে গেছেন। প্রথম গানটি লিখেছিলেন নঈম গহর, দ্বিতীয়টির রচয়িতা গোবিন্দ হালদার। তাঁর সুর করা মোস্তাফিজুর রহমানের লেখা ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’ গানটিকেও একই কাতারে ফেলা যায়।
১৯৭২ সালে কলকাতার এইচএমভি (হিজ মাস্টার ভয়েজ) থেকে ‘আজ বাংলাদেশের হৃদয় হতে’ নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ২৬টি গান নিয়ে একটি এলপি রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই রেকর্ডের পরিচালক ছিলেন সমর দাস।
আর এ কথা না বললে তো অন্যায় করা হবে, ১৯৫৬ সালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস।
যে কথা বলার জন্য এত ভণিতা, তা হলো, এই কীর্তিমান পুরুষ জন্মেছিলেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নবদ্বীপের বসাক লেনে। বাড়িতে পরিবেশ ছিল সংগীতময়। বাবার কাছ থেকে শিখেছিলেন বেহালা। তারপর নর্থফিল্ড নামে এক মিশনারির কাছ থেকে শিখে নেন পিয়ানো, বাঁশি আর গিটার।
একদিন জিয়া আনসারী তাঁদের প্যারিদাস রোডের বাড়ির ছাদ থেকে বিউটি বোর্ডিংয়ের মাঠের দিকে তাকিয়ে এক দশাসই মানুষকে দেখলেন। তিনি তখন গিটারে তুলছেন সুর। দিনটি ছিল ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি। ধূমায়িত চায়ে চুমুক দিয়ে মানুষটি গিটারে তুলেছিলেন ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’ সুরটি। তারপর উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, ‘এমন সুর, হালায় বাজাইয়াও আরাম, হুইন্যাও আরাম!’ লোকটা কে?
আরও পরে যখন বিউটি বোর্ডিংয়ে একুশের অনুষ্ঠান শুরু হলো, লোকে ভরে গেল আঙিনা, তখন জিয়া আনসারী শুনলেন, একপর্যায়ে এই দশাসই লোকটিকে ডাকা হলো স্টেজে। পরিচয় করিয়ে দেওয়া হলো ‘সমর দাস’ নামে। তিনি বাজালেন ‘আজ জ্যোৎস্না রাতে…’।
সূত্র: জিয়া আনসারী, পূর্ণিমার মধ্য বয়সে বিউটি বোর্ডিং, পৃষ্ঠা ৫৬
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে