বিনোদন প্রতিবেদক, ঢাকা
কয়েক বছর ধরে নাটক হয়ে পড়েছে ইউটিউব চ্যানেলনির্ভর। প্রায় প্রতিটি প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে নাটক প্রচার করছে। টেলিভিশনের তুলনায় নাটকে বেশি বাজেট বরাদ্দ রাখে এসব চ্যানেল। ফলে নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবাই অধিক আগ্রহ দেখান এসব নাটকে কাজ করতে। টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) দেওয়া তথ্যমতে, এ বছর দেড় হাজারের বেশি নাটক নির্মিত হয়েছে, যার ৬০ শতাংশের বেশি মুক্তি পেয়েছে ইউটিউবে।
নতুন করে নাটকভিত্তিক প্রায় অর্ধশত ইউটিউব চ্যানেল কার্যক্রম শুরু করেছে এ বছর। প্রচারিত নাটকের সংখ্যা বেশি থাকলেও মানসম্মত নাটকের সংখ্যা ছিল কম।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীনের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতারা এ বছরও নাটকে তেমন সময় দেননি। তবু মোশাররফের ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘আড়াই তালাক’, অপূর্বর ‘পথে হলো দেরি’ মেহজাবীনের ‘কাজলের দিনরাত্রি’, ‘অনন্যা’সহ বেশ কিছু নাটক আলোচিত হয়েছে। এ ছাড়া নিলয় আলমগীর, খাইরুল বাসার, ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মান, তটিনী, আইশা, শাশ্বত দত্ত, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে টিভি নাটকে ব্যস্ত ছিলেন।
বছরজুড়ে নাটকের চেয়ে বরং দর্শকদের বেশি আগ্রহ ছিল ওয়েব কনটেন্ট নিয়ে। ওয়েব প্ল্যাটফর্ম চরকি প্রচার করেছে ‘গুটি’, ‘ইন্টার্নশিপ’, ‘ওভারট্রাম্প’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘মারকিউলিস’, ‘ভাইরাস’ ও ‘প্রচলিত’ ওয়েব সিরিজ। এ ছাড়া এ প্ল্যাটফর্মে প্রচারিত ওয়েব ফিল্মের তালিকায় ছিল ‘উনিশ ২০’, ‘আন্তঃনগর’, ‘পুনর্মিলনে’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
দেশের আরেক ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ এ বছর তাদের কার্যক্রম অনেকটা বাড়িয়েছে। প্রচার করেছে ওয়েব সিরিজ ‘সাইলেন্স’, ‘সদরঘাটের টাইগার ২’, ‘ইনফিনিটি ২’, ‘অগোচরা’ ও ‘বাবা সামওয়ানস ফলোয়িং মি’ এবং ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ ও ‘কুহেলিকা’।
এ ছাড়া বছরের সবচেয়ে আলোচিত সিরিজ ‘মহানগর ২’ ছাড়াও হইচই প্রচার করেছে ‘মিশন হান্টডাউন’, ‘সাড়ে ষোল’, ‘বুকের মধ্যে আগুন’ ‘অদৃশ্য’ ও ‘মোবারকনামা’। বঙ্গ বিডির ‘হোটেল রিল্যাক্স’ ও ‘পাফ ডেডি’ ছিল আলোচনায়, তবে নেতিবাচক সংলাপ ও দৃশ্যের অভিযোগে পাফ ডেডির প্রচার বন্ধের আইনি নোটিশ পায় বঙ্গ। আইস্ক্রিনে এসেছে ‘রক্তজবা’, ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’, ‘আমি কি তুমি’ ও ‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্ম। দীপ্ত প্লে প্রচার করেছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। অন্যান্য বছরের তুলনায় এবার ওটিটিতে কনটেন্ট এসেছে বেশি। তবে জনপ্রিয়তার নিরিখে বছরটা ওয়েব প্ল্যাটফর্মের জন্য তেমন সুখকর ছিল না। মাইশেলফ অ্যালেন স্বপন, মহানগর ২, আমি কি তুমি ও সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছাড়া অন্য কনটেন্টগুলো তেমন সাড়া ফেলতে পারেনি।
কয়েক বছর ধরে নাটক হয়ে পড়েছে ইউটিউব চ্যানেলনির্ভর। প্রায় প্রতিটি প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে নাটক প্রচার করছে। টেলিভিশনের তুলনায় নাটকে বেশি বাজেট বরাদ্দ রাখে এসব চ্যানেল। ফলে নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবাই অধিক আগ্রহ দেখান এসব নাটকে কাজ করতে। টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) দেওয়া তথ্যমতে, এ বছর দেড় হাজারের বেশি নাটক নির্মিত হয়েছে, যার ৬০ শতাংশের বেশি মুক্তি পেয়েছে ইউটিউবে।
নতুন করে নাটকভিত্তিক প্রায় অর্ধশত ইউটিউব চ্যানেল কার্যক্রম শুরু করেছে এ বছর। প্রচারিত নাটকের সংখ্যা বেশি থাকলেও মানসম্মত নাটকের সংখ্যা ছিল কম।
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীনের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতারা এ বছরও নাটকে তেমন সময় দেননি। তবু মোশাররফের ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘আড়াই তালাক’, অপূর্বর ‘পথে হলো দেরি’ মেহজাবীনের ‘কাজলের দিনরাত্রি’, ‘অনন্যা’সহ বেশ কিছু নাটক আলোচিত হয়েছে। এ ছাড়া নিলয় আলমগীর, খাইরুল বাসার, ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মান, তটিনী, আইশা, শাশ্বত দত্ত, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে টিভি নাটকে ব্যস্ত ছিলেন।
বছরজুড়ে নাটকের চেয়ে বরং দর্শকদের বেশি আগ্রহ ছিল ওয়েব কনটেন্ট নিয়ে। ওয়েব প্ল্যাটফর্ম চরকি প্রচার করেছে ‘গুটি’, ‘ইন্টার্নশিপ’, ‘ওভারট্রাম্প’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘মারকিউলিস’, ‘ভাইরাস’ ও ‘প্রচলিত’ ওয়েব সিরিজ। এ ছাড়া এ প্ল্যাটফর্মে প্রচারিত ওয়েব ফিল্মের তালিকায় ছিল ‘উনিশ ২০’, ‘আন্তঃনগর’, ‘পুনর্মিলনে’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
দেশের আরেক ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ এ বছর তাদের কার্যক্রম অনেকটা বাড়িয়েছে। প্রচার করেছে ওয়েব সিরিজ ‘সাইলেন্স’, ‘সদরঘাটের টাইগার ২’, ‘ইনফিনিটি ২’, ‘অগোচরা’ ও ‘বাবা সামওয়ানস ফলোয়িং মি’ এবং ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ ও ‘কুহেলিকা’।
এ ছাড়া বছরের সবচেয়ে আলোচিত সিরিজ ‘মহানগর ২’ ছাড়াও হইচই প্রচার করেছে ‘মিশন হান্টডাউন’, ‘সাড়ে ষোল’, ‘বুকের মধ্যে আগুন’ ‘অদৃশ্য’ ও ‘মোবারকনামা’। বঙ্গ বিডির ‘হোটেল রিল্যাক্স’ ও ‘পাফ ডেডি’ ছিল আলোচনায়, তবে নেতিবাচক সংলাপ ও দৃশ্যের অভিযোগে পাফ ডেডির প্রচার বন্ধের আইনি নোটিশ পায় বঙ্গ। আইস্ক্রিনে এসেছে ‘রক্তজবা’, ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’, ‘আমি কি তুমি’ ও ‘নীল জলের কাব্য’ ওয়েব ফিল্ম। দীপ্ত প্লে প্রচার করেছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। অন্যান্য বছরের তুলনায় এবার ওটিটিতে কনটেন্ট এসেছে বেশি। তবে জনপ্রিয়তার নিরিখে বছরটা ওয়েব প্ল্যাটফর্মের জন্য তেমন সুখকর ছিল না। মাইশেলফ অ্যালেন স্বপন, মহানগর ২, আমি কি তুমি ও সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছাড়া অন্য কনটেন্টগুলো তেমন সাড়া ফেলতে পারেনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে